কেভিন পিটারসেনের মুখে মান্না দে! ‘গড সেভ দ্য কুইন’-এর দেশের এক নম্বর ক্রিকেটার কি না গাইছেন ‘কফি হাউসের সেই আড্ডাটা...!’
ম্যাট প্রায়র কিপিং শেখাচ্ছেন। হাতেকলমে দেখিয়ে দিচ্ছেন উইকেটকিপিংয়ের খুঁটিনাটি। কোনও অনূর্ধ্ব-উনিশ ইংরেজ ক্রিকেটারকে নয়। ছাত্রভারতীয় খুদের দল।
মন্টি পানেসর বড়ই বিব্রত। তাঁর সঙ্গে হরভজন সিংহের মিল খোঁজা হচ্ছে যে! সাত-আট বছরের ফুটফুটে এক খুদে তাঁকে আচমকা জিজ্ঞেস করে বসল, “আপ বিলকুল হরভজন কি তরহা দিখতে হ্যায়।” যা শুনে মন্টির উত্তর, “ম্যায় উসকা ভাই হুঁ!” |
দেখে বোঝার উপায় নেই, আর তিন দিন বাদে ইডেনে টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড। নামছে, ধোনির ব্রাউনওয়াশের স্বপ্ন আটকে ভারত থেকে সিরিজ পকেটে পোরার লক্ষ্যে। বরং অনেকটাই যেন অচেনা লাগবে এই ইংল্যান্ডকে। প্রতিপক্ষের ডেরায় এসে যুদ্ধ-যুদ্ধ মেজাজ নেই। গায়ে চেনা ঔদ্ধত্যের জার্সি নেই। অনেকটাই ছুটি কাটাতে আসা বিদেশি পর্যটকের মতো। শনিবার ঠিক যে মেজাজে ধরা দিলেন অ্যালিস্টার কুক-কেভিন পিটারসেনরা।
উপলক্ষ্য— দুঃস্থ বাচ্চাদের জন্য একটি ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধন। যা টিম ইংল্যান্ড করে গেল ‘ফিউচার হোপ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থায় এসে। উদ্বোধন করলেন ব্রিটিশ অধিনায়ক কুক। এবং ঝাড়া দু’ঘণ্টা ধরে রাগবি থেকে ক্যারম, ক্রিকেট থেকে দাবা, ফুটবল থেকে হকি, ইংরেজি পপ থেকে রবীন্দ্রসঙ্গীত, সবই চলল একে একে।
এবং সঙ্গে অদ্ভুত-অদ্ভুত সব দৃশ্যের কোলাজ। ‘কিং পিটার’-কে আউট না করতে পেরে হাত দিয়েই তাঁর বেল ছিটকে দিল খুদে কিপার। শুধু তাই নয়, দাবাতেও হারতে হল তাঁকে। যা নিয়ে পিটারসেন সন্ধের দিকে আবার টুইটও করে বসলেন। স্টুয়ার্ট ব্রডকে দেখা গেল দাবার বোর্ডের সামনে বসে ছবি তুলতে। ম্যাট প্রায়র বলে গেলেন, “অসাধারণ সময় কাটালাম। বিদেশ সফরে এসে এ রকমও আনন্দ পাওয়া যায়, ভাবতে পারিনি। সব মিলিয়ে দুর্দান্ত একটা দুপুর।” |
দুর্দান্ত দুপুর বটে, কিন্তু বাইশ গজের স্ক্রিপ্টে ঢুকলে সেটা তেতো হতে বেশি সময় লাগার কথা নয়। আজ, রবিবার শহরে ঢুকে পড়ছে মহেন্দ্র সিংহ ধোনির টিম ইন্ডিয়া। কিন্তু তার আগেই তো সিএবি-র সঙ্গে অন্য ‘যুদ্ধ’ চলছে ইংরেজদের। নেটে স্পিনার দেওয়া নিয়ে। কুকরা চাইছেন নেটে বেশির ভাগ স্পিনার দেওয়া হোক তাঁদের। যা নিয়ে দফায়-দফায় নির্দেশ পাঠানো হচ্ছে। সিএবি আবার তাতে রাজি নয়। রবিবার থেকে ইডেনে প্র্যাক্টিসে নামছে ইংল্যান্ড। ঝুলোঝুলির পর ঠিক হয়েছে দু’জন স্পিনার দেওয়া হবে কুকদের। কিন্তু সেটা নামেই। তাঁরা কেউ স্পিন করবেন না। করবেন পেস! সিএবি কর্তাদের তেমনই নির্দেশ।
পিটারসেনদের মুখে বাংলা গানের চেয়ে যা কম চমকপ্রদ নয়!
|