ঈশ্বর ধরাধামে এলেই মুশকিলে পড়েন। কখনও তাঁর মাথায় কাঁটার মুকুট পরিয়ে মানুষ কৃতজ্ঞতা জানায়, কখনও তাঁর মৃত্যু হয় বনের মধ্যে, একা, ব্যাধের শর খেয়ে। সচিন তেন্ডুলকরকে ঈশ্বর বানিয়েছি আমরা, এখন আমরাই তাঁর পতনের গন্ধ পেয়ে নেকড়ের মতো ঘিরে ধরেছি। তিনি আমাদের এত আনন্দ দিয়েছেন, আর শেষ পাতে একটা ভয়ানক ব্যর্থতার অপমান নিয়ে মুখ থুবড়ে পড়ার দৃশ্য দেখাবেন না? আমাদের ঈশ্বর দরকার খুব, ভিলেনও। টু-ইন-ওয়ান হলে? লা-জবাব! |