টুকরো খবর
বাংলাদেশের সংসদীয় দল গুয়াহাটিতে
অনুপ্রবেশকারী বনাম ভূমিপুত্রদের বিবাদ নিয়ে যখন নামনি অসম উত্তপ্ত, তখন অসমে সফরে আসা বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা সাফ জানিয়ে দিলেন, অসম তথা ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশীদের অবস্থান বা অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো নিয়ে আজ অবধি, ভারত-বাংলাদেশ কোনও আলোচনাই হয়নি। বাংলাদেশের প্রতিনিধিরা বলেন, ভারত সরকার যদি অনুপ্রবেশকারী প্রত্যার্পণের বিষয়টি নিয়ে আলোচনায় উদ্যোগী হয়, তবে প্রমাণ সাপেক্ষে বাংলাদেশ সরকার বাংলাদেশী নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য। পাশাপাশি, বিএসএফ-এর তরফে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিবিজি) হাতে, সে দেশে সক্রিয় বিভিন্ন ভারতীয় জঙ্গিগোষ্ঠীর ৫৫টি শিবিরের তালিকা তুলে দিলেও, সংসদীয় প্রতিনিধিরা জানান, সে দেশে উত্তর-পূর্বের জঙ্গিদের কোনও সক্রিয় ঘাঁটি থাকার খবর তাঁদের কাছে নেই। ভারতীয় বণিকসভা, ‘ফিকি’-র আমন্ত্রণে বাংলাদেশ সংসদের তরফে ১২ সদস্যের সর্বদলীয় প্রতিনিধি দলটি দিল্লি হয়ে আজ গুয়াহাটি আসেন। প্রতিনিধি দলের নেতা তথা আওয়ামি লিগ সাংসদ তোফায়েল আহমেদ বলেন, “সীমান্ত বিবাদ নিয়ে বাংলাদেশ চুক্তি সংশোধনের কাজ সেরে ফেললেও, ভারত এখনও তা করে উঠতে পারেনি। সীমান্ত সমস্যার জন্য দুই পারের মানুষই ভুগছেন। পাশাপাশি, ভারত থেকে ফেন্সিডিলের মতো মাদক-ওষুধ পাচার হয়ে বাংলাদেশের যুব সমাজের বিরাট ক্ষতি করছে।”

মোদী যোগ্য, সুষমার কথা নিয়ে জল্পনা
ক্ষমতায় এলে বিজেপির কে প্রধানমন্ত্রী হবেন, তা নিয়ে দলের মধ্যে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। ওই পদের জন্য লোকসভার বিরোধী নেত্রী সুষমা স্বরাজ যেমন নিজেকে তুলে ধরতে মরিয়া তেমনই হাল ছাড়তে নারাজ গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীও। এর মধ্যেই এ দিন গুজরাতে নির্বাচনী প্রচারে গিয়ে সুষমা জানান, প্রধানমন্ত্রী পদের জন্য নরেন্দ্র মোদী যোগ্য। সুষমার কথায়, “এ ব্যাপারে কোনও দ্বিমত নেই যে, মোদী প্রধানমন্ত্রী পদের জন্য যোগ্য ব্যক্তি। গুজরাতেও তিনি অনেক উন্নয়ন করেছেন।” মোদীর হয়ে সুষমার এই সওয়াল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। যদিও এ ব্যাপারে প্রশ্ন করা হলে মোদী একাধিক বার বলেছেন, তিনি গুজরাত নিয়েই থাকতে চান। এ মাসে গুজরাতের ভোট ফলাফল প্রকাশের পরেই বিজেপির সমীকরণ বদলাতে পারে। তার আগে সুষমা সেই বিতর্ককে আরও উস্কে দিলেন।

পুরুষ বিরোধী বার্তা ছড়ানোয় বয়কট আমির
পুরুষদের শুধুমাত্র খলনায়ক হিসেবেই নিজের অনুষ্ঠানে তুলে ধরেছিলেন আমির খান। সেই অভিযোগে আমিরের ‘তালাশ’ ছবিটি বয়কটের সিদ্ধান্ত নিল এক দল পুরুষ অধিকার রক্ষা কর্মী। তাঁদের দাবি, পারিবারিক হিংসার আসল ছবিটা তথ্যপ্রমাণ সমেত আমিরের কাছে পাঠানো সত্ত্বেও ‘সত্যমেব জয়তে’ অনুষ্ঠানে তিনি তা দেখাননি। উল্টে বেশিরভাগ সময়েই অর্ধসত্য দর্শকদের সামনে তুলে ধরেছেন। তাঁদের দাবি, আমির যদি জনসমক্ষে ক্ষমা না চান, তা হলে তাঁরা ভবিষ্যতেও তাঁর ছবি বয়কট করবেন। ইতিমধ্যেই প্রায় ১৫ হাজার পরিবার ছবিটা বয়কট করেছে। ক্ষমা না চাইলে এই ধারাই অব্যাহত থাকবে, দাবি আমির-বিরোধীদের।

গুমলায় ২৪ ঘন্টায় জোড়া খুন
জোড়া খুনের তদন্ত শুরু হতে না হতেই কাল রাতে ফের আরও এক জোড়া খুন! ঝাড়খণ্ডের গুমলায় গত ২৪ ঘণ্টায় খুন হলেন চারজন। সরকারি হিসেবে, নভেম্বর মাসে গুমলা জেলায় এই নিয়ে ২৩ জন খুন হলেন। শুক্রবার সকালে জোড়া হত্যাকাণ্ড ঘটেছিল গুমলার বিষুণপুর থানা এলাকায়। মহিলা সংক্রান্ত অপবাদ দিয়ে দুই তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছিল বিষুণপুরে। কাল রাতে আরও এক জোড়া খুনের ঘটনা ঘটেছে পালকোট থানার কুলবির আম্বাটোলি গ্রামে। এখানে খুন হয়েছেন দুই যুবক, সম্পর্কে তারা কাকা-ভাইপো।

তিনসুকিয়া, ডিব্রুগড় গায়ে মাওবাদী তকমা
আনুষ্ঠানিকভাবে ‘মাও অধ্যুষিত’ এলাকার তকমা পেতে চলেছে অসমের ডিব্রুগড় ও তিনসুকিয়া জেলা। আজ কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ গুয়াহাটিতে এই কথা জানান। মাও অধ্যূষিত জেলার তালিকায় অসমের এই দুই জেলার নাম অন্তর্ভূক্ত করার জন্য পরিকল্পনা কমিশনের কাছে তিনি ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মূল্যায়ণ নিয়ে মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের সঙ্গে বৈঠকের পরে রমেশ বলেন, “আমি নিজে জেলা দু’টি ঘুরে প্রধানমন্ত্রীকে রিপোর্ট জমা দিয়েছি। দুই জেলাতেই অতি-বাম গোষ্ঠী সক্রিয় রয়েছে। দেশে বর্তমানে ৮২টি মাও অধ্যূষিত জেলা রয়েছে। তাদের প্রত্যেকেই উন্নয়ন খাতে বাড়তি ৩০ কোটি টাকা করে পায়।” তাঁর মতে, তিনসুকিয়ার বেহাল যোগাযোগ ব্যবস্থা ও দুর্গমতার কারণেই সেখানে আলফা ও মাওবাদী ঘাঁটি গড়ে উঠেছে। ‘মাও অধ্যূষিত’ হিসেবে ঘোষণার পরে, গ্রাম সড়ক যোজনার অধীনে এই দুই জেলার জন্য বিশেষ প্রকল্প হাতে নেওয়া হবে। বর্তমানে অসমে ৫০০ জন পিছু একটি সড়ক প্রকল্প নেওয়া হয়। রমেশ জানান, এ বার থেকে পার্বত্য অঞ্চলগুলির মতো অসমেও প্রতি ২৫০ জনের জন্য সড়ক তৈরি করা হবে। এতে আরও ৩০০০ বসতি সড়কপথে সংযুক্ত হবে। রাস্তার পরিমাণ বাড়বে আড়াই হাজার কিলোমিটার।

টাকা দিয়েই মুক্ত ব্যবসায়ী
মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন অপহৃত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শোণিতপুরের ঢেকিয়াজুলি এলাকায়। পুলিশ জানায়, সম্প্রতি শোণিতপুরের মিসামারি এলাকা থেকে জঙ্গিরা সুমন সাহু নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে। শুক্রবার রাতে অপহরণকারীরা ঢেকিয়াজুলি এলাকার রাস্তায় চোখ, হাত বাঁধা অবস্থায় মুক্তি দিয়ে যায় তাঁকে । পরিবারসূত্রে খবর, তিন লক্ষ টাকার বিনিময়ে সুমনবাবুকে মুক্তি দিয়েছে জঙ্গিরা।

ছাপরায় খুন
ঘুমের মধ্যেই দুই ভাইকে খুন করল দুষ্কৃতীরা। ছাপরার একমা থানার ভাটোলি গ্রামের এই ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, নিহতদের নাম সঞ্জয় কুমার ও ধনঞ্জয় কুমার।

জঙ্গিদের অস্ত্র
মাওবাদীদের অস্ত্র ও বিস্ফোরক সরবরাহের খবর পেয়ে পুলিশ শুক্রবার গ্রেফতার করে রবি শর্মা এবং ক্রান্তি শর্মা নামে ওই দুই ব্যক্তিকে। ঘটনাটি মুঙ্গেরের কাসিমবাজার থানার বিচা গ্রামের। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭০টি ডিটোনেটর, এবং কিছু কার্তুজ।

ছাত্রীর মৃত্যু
ট্রাক চাপা পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠল বিহারের গোপালগঞ্জ সদর। ছাত্রীটি স্কুলে যাওয়ার পথে ট্রাক এসে তাকে চাপা দেয়।

সংঘর্ষে মৃত দুই জঙ্গি
যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গেল দুই জঙ্গি। ঘটনাটি ঘটেছে অসম-মেঘালয় সীমানায়। পুলিশ জানায়, গোয়ালপাড়া জেলার মালাঝাড়া এলাকায় জঙ্গি গতিবিধির খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সেখানে হানা দেয়। জওয়ানদের দেখে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলিতে দুই জঙ্গি মারা যায়। পরে জানা যায় নিহত জঙ্গিদের একজন জিএনএলএ ও অন্যজন আলফার সদস্য।

অম্বেডকর নিয়ে মন্তব্য ফেসবুকে, বিতর্ক তুঙ্গে
ফেসবুক নিয়ে বিতর্ক থামার নাম নিচ্ছে না। শুক্রবারই ঠানের একটি স্থানীয় সংবাদপত্রের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রয়াত বালাসাহেব ঠাকরের সম্পর্কে আপত্তিকর বিষয় পোস্ট করা হয়েছিল। এ বার ফের একটি ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বি আর অম্বেডকরের নামে। আর ওই অ্যাকাউন্ট খোলা হয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরের ছেলে অমিত ঠাকরের নামে। এমএনএসের তরফে এ বিষয়ে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মুম্বই পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) হিমাংশু রায়ের কাছে। এর মধ্যেই আবার রাজের ছেলে ও মেয়ে মহারাষ্ট্র পুলিশের সাইবার শাখার দ্বারস্থ হয়েছেন। তাঁরা জানিয়েছেন, ফেসবুক বা টুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাঁদের কোনও অ্যাকাউন্ট নেই।

ধৃত পঞ্চম অভিযুক্ত
আব্দুল হাকিম হত্যাকাণ্ডে যুক্ত সন্দেহে আজ পঞ্চম অভিযুক্তকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। সরকারের পক্ষ থেকে নিহত আব্দুল হাকিমের স্ত্রী মেহভিশকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

ডিম্পলের অভিযোগ
অনিতা আডবাণীর আনা পারিবারিক হিংসার অভিযোগ খারিজ করার আবেদন জানালেন ডিম্পল কপাডিয়া ও তাঁর পরিবার। তাঁরা বম্বে হাইকোর্টে যান অভিযোগটি খারিজ করার উদ্দেশ্যে। ডিম্পল জানান, রাজেশ খন্নার মৃত্যুর পর ‘আশীর্বাদ’ থেকে তাঁকে উচ্ছেদ করা হয় বহুবার। সেই সময়ে তিনি কোনও অভিযোগ আনেননি। মৃত্যুর তিন মাস পর অভিযোগ আনেন। এর পিছনে মূল কারণ হিসেবে সম্পত্তি দখল বলেই মনে করছেন ডিম্পল। তিনি আরও জানান স্ত্রী হিসেবে সম্পত্তির অধিকার তাঁর পাওয়া উচিত। তাই অনিতার অভিযোগ ভিত্তিহীন।

গুজরালের অন্ত্যেষ্টি
ছবি: এ এফ পি
ইন্দ্রকুমার গুজরালকে শ্রদ্ধা সস্ত্রীক প্রধানমন্ত্রীর। শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল গুজরালের অন্ত্যেষ্টি। ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে নয়াদিল্লির উপকণ্ঠে এক হাসপাতালে শুক্রবার মৃত্যু হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর। শনিবার স্মৃতি স্থলে তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও। গুজরালের মৃত্যুতে ইতিমধ্যেই সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন দেশের কূটনীতিকরাও স্মৃতি স্থলে শ্রদ্ধা জানাতে যান।

বাসে আগুন
বিয়েবাড়ি যাওয়ার পথে হঠাৎই বাসে আগুন লেগে জীবন্ত দগ্ধ হলেন আট জন। নাগপুর থেকে ১০০ কিমি দূরে হিঙ্গনঘাটের ঘটনা। আট জনের মধ্যে চার জন মহিলা। আহত ছয় জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। বাসচালক ও কন্ডাক্টর আগুন লাগার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হিলারিকে চিঠি খুরশিদের
ডেভিড হেডলির ভারতে প্রত্যর্পণ নিয়ে মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টনকে চিঠি লিখলেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। শনিবার ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে এই খবর জানানো হয়েছে। মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলি ও তার সঙ্গী তাহাউর হুসেন রানাকে জানুয়ারি মাসের মধ্যে ভারতে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছেন খুরশিদ। গত মাসে ভারত সফরে এসেছিলেন আমেরিকার রাজনৈতিক বিষয়ক সচিব ওয়েন্ডি শেরমন। তিনি জানান, হেডলির প্রত্যর্পণ নিয়ে চিন্তাভাবনা চলছে।

উপাচার্যকে হেনস্থা
বিজেপি নেতা গোপীনাথ মুন্ডের উপর গবেষণা করতে চেয়ে আবেদন জানিয়েছিল এক ছাত্র। কিন্তু কোনও কারণে এই বিষয়ের উপর গবেষণা করার অনুমতি দেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই কারণে, উপাচার্যের উপর চড়াও হয়ে তাঁকে হেনস্থা করল কিছু বিজেপি কর্মী। বাবাসাহেব অম্বেডকর মরাঠাওয়াড়া বিশ্ববিদ্যালয়ে শনিবারের ঘটনা।

মাওবাদী তকমা
আনুষ্ঠানিকভাবে ‘মাও অধ্যুষিত’ এলাকার তকমা পেতে চলেছে অসমের ডিব্রুগড় ও তিনসুকিয়া জেলা। আজ কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ গুয়াহাটিতে এই কথা জানান। মাও অধ্যূষিত জেলার তালিকায় অসমের এই দুই জেলার নাম অন্তর্ভূক্ত করার জন্য পরিকল্পনা কমিশনের কাছে তিনি ইতিমধ্যেই চিঠি পাঠান।

আমেরিকায় মনীষা
চিকিৎসার জন্য আমেরিকা নিয়ে যাওয়া হচ্ছে অভিনেত্রী মনীষা কৈরালাকে। দিন কয়েক আগে যশলোক হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। শনিবার ছেড়ে দেওয়া হল হাসপাতাল থেকে। কয়েকটি সূত্রের খবর, মনীষার ক্যানসার হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.