ইটের আঘাতে মৃত্যু যুবকের
নিজস্ব সংবাদদাতা |
সায়েন্স সিটির পিছন থেকে শনিবার মহম্মদ সামির (৩০) নামে যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, সামিরের বাড়ি তিলজলায়। এ দিন দুপুর একটা নাগাদ সায়েন্স সিটির পিছনে পুকুরের পাড়ে পাঁচিলের গা ঘেঁষে নেশা করছিল সামির ও তাঁর এক সঙ্গী। পাঁচিলের পিছনে পাঁচতলা একটি বাড়ি তৈরি হচ্ছে। নির্মাণ শ্রমিকরা পাঁচতলা থেকে চেঁচিয়ে তাদের সেখান থেকে চলে যেতে বলে। এর পরে কোনও শ্রমিক ইট ছোড়ায় সেই আঘাতে মৃত্যু হয় সামিরের। তাঁর সঙ্গী পলাতক। |
বেহালায় খুনের ঘটনায় ধৃত চার জনের বিরুদ্ধে শনিবার আলিপুর আদালতে চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ। ৫ সেপ্টেম্বর বীরেন রায় রোডের প্যারিসপাড়ায় একটি বাড়িতে গৌরী ভট্টাচার্য, তাঁর ছেলে দীপক ভট্টাচার্য, বাড়ির পরিচারিকা অনিমা মণ্ডল এবং গৌরীদেবীর আয়া ময়না রায়ের গলাকাটা দেহ উদ্ধার করা হয়েছিল। মুন্না ঢালি ও তার তিন সঙ্গী নব ঢালি, রাজেশ দাস ওরফে বিজয় ও সাত্তার মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। |