জনসংযোগে ফুটবল গোয়ালতোড়ে |
জনসংযোগ বৃদ্ধিতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সহায়তায় এবং গোয়ালতোড় থানার উদ্যোগে নকআউট মহিলা ও পুরুষ বিভাগের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল হল শুক্রবার। গোয়ালতোড়ের সনকা স্টেডিয়ামে খেলা হয়। পুরুষ বিভাগে ফাইনালে মুখোমুখি হয় গোয়ালতোড় একাদশ ও আমলাশুলি একাদশ। জেতে আমলাশুলি। আর মহিলা বিভাগে তালডাংরা বিজান জনুমডি-র মুখোমুখি হয় চাঁদভৈরব ফুলগার্ল গাঁওতা ক্লাব। জেতে তালডাংরা। জেলা পুলিশ সূত্রে খবর,গোয়ালতোড় ব্লকের ১০টি পঞ্চায়েতের মধ্যে আটটিতেই মাওবাদীদের যথেষ্ট প্রভাব ছিল এক সময়। এর মধ্যে পাথরপাড়া, মাকলি, মেটালা, পিংবনি, শিরিষবনি-সহ গোটা কুড়ি গ্রামে মাওবাদীদের ডেরা ছিল। রাজ্যে পালাবদলের পরে পরিস্থিতির উন্নতি হয়েছে। আপাতশান্তি ফিরেছে জঙ্গলমহলে। এই প্রেক্ষিতে জনসংযোগের উদ্দেশ্যে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে পুলিশ। গোয়ালতোড় থানার আইসি হিরণ্ময় হোড় জানান, গত ২৬ নভেম্বর থেকে এই প্রতিযোগিতা চলছে। পুরুষ বিভাগে ২৪টি ক্লাব এবং মহিলা বিভাগে আটটি দল প্রতিযোগিতায় যোগ দিয়েছে।
|
অস্ত্র আইনের একটি মামলায় প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষের ভাই প্রশান্ত ঘোষের জামিনের আবেদন খারিজ করল মেদিনীপুর আদালত। প্রশান্তবাবু একটি কঙ্কাল কাণ্ডের মামলায় অভিযুক্ত। তিনি এখন জেল হেফাজতে রয়েছেন। তাঁর নামে অস্ত্র আইনের একটি মামলাও রয়েছে। রাজ্যে পালাবদলের পরে প্রশান্তবাবুর বেনাচাপড়ার বাড়ি থেকে কিছু গুলি উদ্ধার হয়। তারপরেই তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে পুলিশ। শুক্রবার মেদিনীপুর সিজেএম কল্লোল দাসের কাছে এই মামলায় প্রশান্তবাবুর জামিনের আবেন করেন অভিযুক্ত পক্ষের আইনজীবী বিশ্বনাথ ঘোষ। পাল্টা সওয়াল করে সরকারপক্ষের আইনজীবী সৈয়দ নাজিম হাবিব। দু’পক্ষের বক্তব্য
শুনে বিচারক জামিনের আবেদন খারিজ করেন।
|
প্রধান শিক্ষক এবং গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে স্কুলের জন্য বরাদ্দ অর্থ নয়ছয় করার অভিযোগ তুলে খড়্গপুর ১ ব্লকের ভেটিয়ায় পথ অবরোধ করলেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলতে থাকায় এলাকায় যানজটের সৃষ্টি হয়। সমস্যায় পড়েন পথচলতি সাধারণ মানুষ। ওই এলাকায় একটি প্রাথমিক স্কুল রয়েছে। তৃণমূলের কর্মী-সমর্থকদের বক্তব্য, এই স্কুলের জন্য বরাদ্দ প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা নয়ছয় করেছেন প্রধান শিক্ষক এবং সিপিএমের প্রধান। ইতিমধ্যে বিডিও এবং খড়্গপুর লোকাল থানার ওসিকেও এই অভিযোগ জানানো হয়েছে। এ ক্ষেত্রে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবিতে শুক্রবার সকালে খড়্গপুর-কেশিয়াড়ি রাস্তা অবরোধ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপেই অবরোধ ওঠে।
|
গড়বেতায় শারদ সম্মান দেওয়া হল শুক্রবার। এই উপলক্ষে আমলাগোড়ার শ্যাম সঙ্ঘে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিলেন গড়বেতা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকেশানন্দ। গড়বেতা ১ ব্লকে যে সব সর্বজনীন পুজো হয়েছিল, তাদের নিয়েই প্রতিযোগিতা হয়েছে। মণ্ডপসজ্জায় পুরস্কার পেয়েছে আমলাগোড়া সর্বজনীন এবং ধাদিকা যুবগোষ্ঠী। প্রতিমায় পুরস্কার পেয়েছে ঝাড়বনী রাউলিয়া গণকবাঁন্দী সর্বজনীন, আমলাগোড়ার সাথী সঙ্ঘ এবং এস ই রেলওয়ে দুর্গোৎসব, গড়বেতা। থিম পুজোর পুরস্কার পেয়েছে এসএসটি গড়বেতা। আয়োজক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তাপসকুমার চন্দ্র ও সভাপতি সুব্রত মহাপাত্র জানান, পুজো কমিটিগুলোকে উৎসাহিত করতেই এই উদ্যোগ।
|
খড়্গপুর শহরের সাউথ সাইডে বিএনআর গার্ডেনে শুক্রবার ভোজনালয়ের উদ্বোধন হল। |