ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার |
গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে তাঁর হস্টেলের ঘর থেকে। শুক্রবার হুগলির পোলবা থানার পাঁচরকি গ্রামে ওই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তৌসিফ হোসেন (১৯)। বাড়ি বর্ধমানে। পুলিশ মৃতের জামার পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরীক্ষার ফল ভাল না হওয়ায় তিনি আত্মঘাতী হন। পুলিশ জানায়, ওই গ্রামেরই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রনিক্স বিভাগে পড়তেন তৌসিফ। কলেজের হস্টেলে থেকেই পড়াশোনা করতেন তিনি। এ দিন সকালে তাঁর সহপাঠীরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কলেজ কর্তৃপক্ষকে জানান। খবর দেওয়া হয় পোলবা থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তৌসিফের বাড়িতে খবর দেওয়া হয়েছে।
|
জুটমিলে পাঁচিল দেওয়া নিয়ে অবরোধ |
পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হয় রিষড়ার হেস্টিংস জুট মিলে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১শে মার্চ থেকে এই জুটমিলটি বন্ধ রয়েছে। মাঝে জুন মাসে একদিনের জন্য মিলটি খুললেও আবার সেটি বন্ধ হয়ে যায়। শুক্রবার সকালে কর্তৃপক্ষ মিলের প্রধান গেটের সামনে হঠাৎই পাঁচিল দেওয়ার কাজ শুরু করে। এই খবর শ্রমিকদের মধ্যে জানাজানি হলে তাঁরা ছুটে আসে মিলের গেটে। পাঁচিল দেওয়ার কাজ বন্ধ করে দেন তাঁরা। উত্তেজিত শ্রমিকরা মিলের গেটের সামনে জি টি রোড অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। অবরোধ উঠে যায়। ধর্ষণের অভিযোগে ধৃত। এক যুবতীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার পাণ্ডুয়ার সাতগড়িয়া গ্রামের বাসিন্দা ধৃত ওই যুবকের নাম রাজু তুড়ি। |