সম্পাদকীয় ২...
পঁয়ষট্টি বৎসর পরে
ন্মের পঁয়ষট্টি বৎসর পর জন্মের সার্টিফিকেট মিলিল। এক দিক হইতে খুবই হতাশাজনক। অবশ্য অন্য দিক হইতে, মৃত্যুর আগে যে জন্মের সার্টিফিকেট হাতে পাওয়া গিয়াছে, ইহাই বা কম কী! প্যালেস্তাইন নামক অঞ্চলটি সম্পূর্ণত বিধ্বস্ত হইয়া যাইবার আগেই রাষ্ট্রপুঞ্জে তাহার একটি স্বীকৃত আসন মিলিল! মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের বিরোধিতা সত্ত্বেও, ব্রিটেন, ফ্রান্স ইত্যাদি ৪১টি দেশ ভোটদানে বিরত থাকা সত্ত্বেও রাষ্ট্রপুঞ্জের জেনারেল অ্যাসেম্বলি-তে ১৩৮-৯ ভোটে জিতিল এই প্রস্তাব। অবশ্য ইহা পুরাদস্তুর সদস্য আসন নহে, ‘অবজার্ভার’ কিংবা দর্শক আসন। কিন্তু তাহাই বা কম কী! ইহার জন্যও তো প্যালেস্তিনীয়দের বহু বৎসর ধরিয়া বহু প্রচেষ্টা করিতে হইয়াছে, বিশেষত ফতেহ্ গোষ্ঠীর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই লক্ষ্য পূর্ণ করিতে বহু কূটনৈতিক কাঠখড় পোড়াইয়াছেন।
এই বিশেষ দিনটি নির্বাচন করিয়াছেন আব্বাস নিজেই। ১৯৪৭ সালের ৩০ নভেম্বর রাষ্ট্রপুঞ্জ একটি সম্পূর্ণ অভাবিত-পূর্ব কাল্পনিক রেখা আমদানি করিয়া পশ্চিম এশিয়ার এই আরব ভূমিতে এক দিকে ইজরায়েল অন্য দিকে প্যালেস্তাইন রাষ্ট্র তৈরি করিয়া দেয়। পরবর্তী কয়েক দশকের আরব-ইহুদি সংঘর্ষের প্রবল প্লাবনে ডুবিয়া যায় প্যালেস্তাইন-এর রাষ্ট্রিক স্বীকৃতির বিষয়টি, গোটা দুনিয়া নিশ্চিন্তে বিস্মৃত হয় যে সদ্যোজাত ইজরায়েলকে দুধে-ভাতে পুষ্ট করিবার পাশাপাশি উৎখাত অত্যাচারিত প্যালেস্তিনীয় আরবদেরও কিছু মৌলিক অধিকার দেওয়া একটি জরুরি কাজ। ২০১২ সালে এই একই দিনে প্যালেস্তাইনের আন্তর্জাতিক স্বীকৃতি লাভকে তাই ঐতিহাসিক দায় পূরণ বলা চলে। রাষ্ট্রপুঞ্জের এই স্বীকৃতি হইতে প্যালেস্তাইনের রাষ্ট্র-ত্ব প্রাপ্তির পথে যদি এক পা-ও অগ্রসর হওয়া যায়, তবে বিশ্ব-ইতিহাসের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক অন্যায়ের অন্তত কিছুটা প্রতিকার হইবার সম্ভাবনা। স্বভাবতই বিক্ষোভে ফাটিয়া পড়িতেছে ইজরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মতে, এই দাবি যাহাদের, তাহারা শান্তিকামী নহে, সংঘর্ষকামী। মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টনও বলিয়াছেন, শান্তি-র পথে কয়েক পা পিছাইতে হইল। ইঁহাদের যুক্তি: প্যালেস্তাইনের রাষ্ট্র-ত্ব লাভ করিবার একমাত্র পথ, ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে রাজনৈতিক সমঝোতা। অন্য কোনও পথ থাকিতে পারে না। খুশি নহে প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠনগুলিও। অতীতের অত্যাচারের ক্ষতিপূরণ ব্যতীত রাষ্ট্র-স্বীকৃতি তাহারা চায় না, এবং মাহমুদ আব্বাসের মতো মধ্যপন্থীকেও ‘দালাল’ বলিয়া গালি দেয়। আব্বাসদের যুক্তি, দুই দিকেরই জেদ ছাড়িয়া বাস্তববাদী হইতে হইবে। ইজরায়েলের গোঁয়ার্তুমির বিরুদ্ধে বিশ্বজনমত তৈরি করিতে হইবে। রাষ্ট্র অভিধা লাভ করিয়া রাষ্ট্রপুঞ্জে নিজের অধিকার কায়েম করিতে হইবে। দীর্ঘ হইলেও এই পথ সম্মানজনক। এবং, সর্বাপেক্ষা বড় কথা, এই পথ হিংসাত্মক নহে। ছয় দশকের অভিজ্ঞতার পর হিংসাদীর্ণ এই অঞ্চলের মানুষের নিকট প্রতিহিংসার বদলে কূটনীতিই বেশি গ্রহণযোগ্য হইবে, ইহাই আশা। ৩০ নভেম্বর সেই আশারই বার্তা হউক।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.