|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
আলোছায়ার বুননে প্রকৃতির ছায়া |
মৃণাল ঘোষ |
সম্প্রতি অ্যাকাডেমিতে ‘অনুভবে প্রকৃতি’ শিরোনামে আলোকচিত্রের প্রদর্শনী করলেন তিন শিল্পী। অমিতাভ মিত্রের ছবিতে প্রতিকৃতির পাশাপাশি স্থাপত্য ও নিসর্গও এসেছে। আলোছায়ার বুনন তাঁর ছবির প্রধান উপজীব্য। সোহম মিত্রের পতঙ্গ ও প্রজাপতির ছবিগুলিতে ধরা পড়ে প্রকৃতির নিবিড় নিরীক্ষা। দীপাঞ্জন বিশ্বাসের ‘দ্য ভেল অব ইয়ার্স’ ছবিটি উল্লেখযোগ্য। প্রত্যেকের ছবিতেই দৃশ্যমান বাস্তবতার আরও একটু গভীরে প্রবেশের প্রয়োজন ছিল।
|
প্রদর্শনী চলছে
তাজ বেঙ্গল: শম্ভু চক্রবর্তী কাল শেষ।
বিড়লা অ্যাকাডেমি: রবিন মণ্ডল কাল শেষ। কুসুমিতা, সঙ্ঘমিত্রা, দেবীকা ২ ডিসেম্বর পর্যন্ত।
অ্যাকাডেমি: দিলীপ দাস কাল শেষ। ‘পেন্টার্স অর্কেস্ট্রা’ ৭ ডিসেম্বর পর্যন্ত।
গ্যালারি ৮৮: ইন্দ্রপ্রমিত রায় ১৫ ডিসেম্বর পর্যন্ত। |
|
|
|
|
|