টুকরো খবর
শিখার মামলা, হাজিরা দিতে হবে পার্থকে
তৃণমূল বিধায়ক শিখা মিত্রের দায়ের করা মানহানির মামলার জেরে আদালতে হাজির হতে হবে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। শুক্রবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে ফৌজদারি মামলাটির শুনানি হয়। ১২ ডিসেম্বর, মামলাটির পরবর্তী শুনানির দিনে ব্যাঙ্কশাল কোর্টে পার্থবাবুকে হাজিরা দিতে হবে। গত ২৩ অগস্ট শিল্পমন্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন শিখাদেবী। পার্থবাবুর সঙ্গে তাঁর বিরোধের সূত্রপাত তারও মাস দুয়েক আগে। সুরেন্দ্রনাথ কলেজে তৃণমূলের গোষ্ঠী-দ্বন্দ্বের অভিযোগে সরব হয়েছিলেন সেখানকার পরিচালন সমিতির সভানেত্রী শিখাদেবী। প্রকাশ্য সভায় দলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে কড়া মন্তব্যও করেন তিনি। তার পরেই পার্থবাবু সংবাদমাধ্যমে শিখাদেবীর বিষয়ে কটাক্ষ করেন। শিখাদেবীর শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সংবাদমাধ্যমে তা প্রকাশিতও হয়। শিখাদেবী এ দিন বলেন, “বিধান ভবনে একটি অনুষ্ঠানে আমার বক্তব্য নিয়ে পার্থবাবু অবমাননাকর মন্তব্য করেছিলেন। তার প্রতিবাদে ওঁকে নোটিস পাঠাই। কিন্তু পার্থবাবু জবাব দেননি। তাই আদালতের দ্বারস্থ হই।” শিখাদেবীর স্বামী সোমেন মিত্র তৃণমূল সাংসদ। সম্প্রতি রাজ্যের শাসক দলের অন্দরে সদ্যপ্রাক্তন কৃষিমন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং দলের পোড়খাওয়া বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের ক্ষোভ প্রকাশ্যে আসার পরেই শিখাদেবীর মানহানির মামলায় তৃণমূল বাড়তি অস্বস্তিতে পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।

চিড়িয়াখানায় নয়া টিকিট প্লাজা
শীতের মরসুমে দর্শকদের ভিড় সামলাতে আলিপুর চিড়িয়াখানায় দু’কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে আধুনিক টিকিট প্লাজা। সেটি হবে চিড়িয়াখানার মূল প্রবেশপথের উত্তরে। প্লাজা চালু হলে হাতে হাতে টিকিট পরীক্ষা করিয়ে চিড়িয়াখানায় ঢুকতে হবে না। টোকেন ও স্মার্ট কার্ডের আগে মেট্রোয় যেমন টিকিট ছিল, সেই ধরনের টিকিট চালু হবে চিড়িয়াখানায়। থাকবে আটটি টিকিট কাউন্টার। ১৮টি প্রবেশপথের যে-কোনও একটিতে টিকিট ঢোকালে স্বয়ংক্রিয় দরজা খুলবে। চিড়িয়াখানার অধিকর্তা কানাইলাল ঘোষ জানান, শীতের ভিড় শুরুর আগেই নতুন প্রবেশপথ খুলে দেওয়ার চেষ্টা চলছে।

প্রাক্তন অধ্যক্ষার আগাম জামিন
সরকারি আর্ট কলেজের প্রাক্তন অধ্যক্ষা দীপালি ভট্টাচার্যের আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। তিনি আর্ট কলেজের অধ্যক্ষা থাকাকালে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবির একটি প্রদর্শনী হয়। তাতে প্রদর্শিত ছবিগুলি জাল বলে অভিযোগ তুলে জনস্বার্থের মামলা হয়। ছবিগুলি জাল কি না, একটি বিশেষজ্ঞ কমিটিকে তা দেখতে বলে হাইকোর্ট। বিশেষজ্ঞ কমিটি জানিয়ে দেয়, সব ছবিই জাল। কোর্টের নির্দেশে তদন্ত শুরু হয়। হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান দীপালিদেবী। বিচারপতি অসীম রায় ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ শুক্রবার সেই আবেদন মঞ্জুর করেছে।

কারখানায় আগুন
তিলজলার পশ্চিম চৌবাগায় খালধারের একটি টায়ার রিসোলিং কারখানায় শুক্রবার সন্ধ্যায় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ায় লাগোয়া বস্তির তিনটি ঘর পুড়ে যায়। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন আয়ত্তে আনে। আগুন লাগার কারণ স্পষ্ট নয়। দমকলের ধারণা, কারখানায় আগুনের ভাটি থেকেই আগুন ছড়িয়েছিল। ঘটনাস্থলে দাঁড়িয়েই দমকলমন্ত্রী জাভেদ খান জানান, কারখানাটি বেআইনি। দমকলের নজর এড়িয়ে কী ভাবে সেটি চলছিল, তার সদুত্তর মেলেনি। কারখানা-মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে দমকল।

উদ্ধার তিন নাবালিকা
এলিয়ট রোডের একটি যৌনপল্লি থেকে শুক্রবার তিন নাবালিকাকে উদ্ধার করল গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা-প্রধান পল্লবকান্তি ঘোষ জানান, একটি মানবাধিকার সংগঠনের কয়েক জন কর্মী ক্যানিংয়ের এক দম্পতিকে তাঁর কাছে নিয়ে আসেন। দম্পতির অভিযোগ, তাঁদের নাবালিকা মেয়েকে গ্রামের এক মহিলা কলকাতার একটি যৌনপল্লিতে মোটা টাকায় বিক্রি করে দিয়েছে। অভিযোগ পেয়ে ওই যৌনপল্লিতে অভিযান চালান গোয়েন্দারা।

বাসে শ্লীলতাহানি
কলকাতা থেকে হাওড়ামুখী ৭১ নম্বর বাসে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, শুক্রবার রাতের ওই ঘটনায় মহম্মদ সাদ্দাম নামে হাওড়া পিলখানার এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বাসেই সাদ্দাম ওই মহিলার সঙ্গে অশালীন আচরণ করে বলে অভিযোগ। প্রতিবাদ করায় মহিলাকে মারধর করা হয়। সহযাত্রীরা যুবককে ধরে ফেলেন।

ভাঙল ছাদ
আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় বৃহস্পতিবার রাতে একটি বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়ে। দু’টি শিশু-সহ পাঁচ জন আটকে পড়েন। দমকলকর্মীরা তাঁদের উদ্ধার করেন। লোহার সিঁড়িতে জং ধরায় এই বিপত্তি।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.