টুকরো খবর
সুদিনের আশায় চাঙ্গা বাজার, বাড়ল টাকাও
বৃদ্ধি হোঁচট খেলেও, সপ্তাহের শেষ লেনদেনের দিন চাঙ্গাই থাকল শেয়ার বাজার। খুব তাড়াতাড়িই দেশের অর্থনীতির হাল ফিরবে, এই আশায়। সূচকের উত্থানে অবশ্য ইন্ধন জুগিয়েছে রিজার্ভ ব্যাঙ্কের সুদ কমানোর প্রত্যাশাও। মূলত এই দুইয়ের যোগফল হিসেবেই শুক্রবার ১৬৮.৯৯ পয়েন্ট উঠল সেনসেক্স। টানা চার দিন উত্থানের পর সপ্তাহ শেষ করল ১৯,৩৩৯.৯০ অঙ্কে। গত উনিশ মাসে যা সর্বোচ্চ। বাজারের পারদ চড়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে টাকার দামও। এ দিন তা উঠেছে ৫৮ পয়সা। প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ৫৪.২৬ টাকা। টাকার এই বিনিময়মূল্য তিন সপ্তাহে সর্বোচ্চ। দ্বিতীয় ত্রৈমাসিকে বৃদ্ধি ৫.৩ শতাংশের তলানিতে নেমে আসার পরও বাজারের উত্থানের পিছনে মূলত তিনটি কারণ দেখছেন বিশেষজ্ঞরা:
১) সব থেকে খারাপ সময় পেরিয়ে অর্থনীতি ছন্দে ফেরার আশা।
২) ভারতের অর্থনীতি নিয়ে মুডিজ, গোল্ডম্যান স্যাক্সের ইতিবাচক মন্তব্য।
৩) তলানিতে ঠেকা শিল্পোৎপাদনকে চাঙ্গা করতে আগামী ঋণনীতিতে রির্জাভ ব্যাঙ্কের সুদ কমানোর আশা।


পিএফের হিসাব এ বার নেটেই
এখন থেকে অনলাইনেই প্রভিডেন্ট ফান্ডের হিসাব দেখতে পারবেন সদস্যরা। এ জন্য ফান্ড কর্তৃপক্ষ ই-পাসবুক পরিষেবা চালু করেছেন। শুক্রবার কেন্দ্রীয় প্রভিডেন্ট ফান্ড কমিশনার আর সি মিশ্র এটির উদ্বোধন করেন। মিশ্র জানান, www.epfindia.gov.in ওয়েবসাইটে ওই পরিষেবা পাবেন পিএফ সদস্যরা। সুবিধা পেতে পিএফ সদস্যকে সাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। সচিত্র পরিচয় পত্র হিসেবে দিতে হবে প্যান, ভোটার, আধার কার্ড ইত্যাদির মধ্যে একটি। পাসওয়ার্ড হতে পারে মোবাইল নম্বর। পিএফ দফতরে হিসাব থাকা সংস্থার সদস্যরাই আপাতত তা দেখতে পাবেন। যাঁরা চাকরি ছেড়েছেন কিন্তু পিএফ তোলেননি, তাঁদের কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। ৩৬ মাস টাকা জমা না-পড়া অ্যাকাউন্টগুলিতে অনলাইন পরিষেবা মিলবে না। পিএফ কর্তৃপক্ষ জানান, যে সব সংস্থা ট্রাস্ট গঠন করে নিজেদের প্রভিডেন্ট ফান্ড পরিচালনা করে (একজেম্পটেড এস্টাব্লিসমেন্ট), তাদেরও এই ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হবে।

স্যাটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সহারা
সেবি-র আপিল ট্রাইব্যুনাল (স্যাট)-এর রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল সহারা গোষ্ঠী। বৃহস্পতিবারই লগ্নিকারীদের তথ্য জমা দেওয়া নিয়ে সেবি-র বিরুদ্ধে সহারার আবেদন খারিজ করে স্যাট। জানায়, যে অভিযোগ সহারা এনেছে, তাতে হস্তক্ষেপ করতে পারে শুধু সুপ্রিম কোর্টই। তাই সেখানে আবেদন করতে হবে। এই নির্দেশের পরই শীর্ষ আদালতে গেল সংস্থা। এমনকী সুপ্রিম কোর্টের কাছে তারা ৫,১০০ কোটি টাকা জমা রাখতেও প্রস্তুত বলে তাদের দাবি। সোমবার এই মামলার শুনানি হওয়ার কথা। উল্লেখ্য, সুদ-সহ ২৪ হাজার কোটি টাকা ফেরত দিতে ৩ কোটি লগ্নিকারীর তথ্য সেবি-র কাছে জমা দিতে হত সহারাকে। সেই নির্দেশ সংস্থা পালন করছে না বলে অভিযোগ আনে সেবি। যার বিরুদ্ধে স্যাটে যায় সহারা।

নয়া গ্রামে শুরু হল পট মেলা

পিংলার নয়া গ্রামে শুরু হওয়া পট মেলার ছবি তুলেছেন সৌমেশ্বর মণ্ডল।
পটের মেলা শুরু হল পিংলার নয়া গ্রামে। চলবে রবিবার পর্যন্ত। এখানে ৫৩টি পটুয়া পরিবারের বসবাস। ছোট থেকে বড়পরিবারের সকলেই পট আঁকেন। পট আঁকার রংও তৈরি হয়ে প্রাকৃতিক উপাদান থেকে। যেমন ফুলের পাঁপড়ি থেকে নীল রং। বরবটি থেকে সবুজ। কাঁচা হলুদ থেকে হলুদ। আগে ছাগলের লেজ থেকে তুলি তৈরি হত। তবে এখন পটুয়াদের হাতে এসেছে বাজারের তুলি। পট থেকে ঘর সাজানোর নানা সরঞ্জামও তৈরি হওয়ায় বাজার বেড়েছে। এক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ২০১০ সাল থেকে এই মেলা হচ্ছে। প্রথম দিন মেলা দেখতে ভিড় করেছিলেন উৎসাহী মানুষ। আজ, শনিবার রাজ্যের পর্যটন সচিব বিক্রম সেন মেলায় আসবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

ইনফোসিসের শেয়ার
মার্কিন শেয়ার বাজার ন্যাসডাক-এর বদলে এ বার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হতে চলেছে ইনফোসিস। ১২ ডিসেম্বর থেকেই এক্সচেঞ্জের ইউরোনেক্সট সূচকের অধীনে শেয়ার নথিভুক্ত হবে বলে জানিয়েছে ন্যাসডাকে ‘প্রথম নাম লেখানো’ ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাটি। প্যারিস ও লন্ডনের বাজারে নথিভুক্তির কথাও ভাবছে তারা। ইউরোপীয় লগ্নিকারীদের বাজার ধরতেই এই উদ্যোগ বলে সংশ্লিষ্ট সূত্রে খবর।

গ্রিসকে সাহায্য দিতে একমত জার্মানি
ধুঁকতে থাকা গ্রিসকে আর্থিক সহায়তা দিতে রাজনীতির সবুজ সঙ্কেত পেল জার্মানি। শুক্রবার সে দেশের পার্লামেন্টে সাহায্যের প্রস্তাব পাশ হয়েছে। সম্মতি জানিয়েছে অধিকাংশ রাজনৈতিক দল। ফলে গ্রিসের দেউলিয়া হওয়া ঠেকাতে ৫,৬৯০ কোটি ইউরো ত্রাণ প্যাকেজ দিতে আর অসুবিধা রইল না বলে অনেকের ধারণা।

সিদ্ধান্ত মন্ত্রিসভারই
জাতীয় লগ্নি পর্ষদ (এনআইবি) গড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভাই নেবে বলে জানালেন অর্থমন্ত্রী পি চিদম্বরম। এক হাজার কোটির বেশি লগ্নি দ্রুত রূপায়িত করতে এই পর্ষদ গড়ার প্রস্তাব আগে উঠলেও, বাধ সেধেছিল বন ও পরিবেশ মন্ত্রক।

জাপানের ত্রাণ প্রকল্প
বেহাল অর্থনীতিকে চাঙ্গা করতে ১,০৭০ কোটি ডলারের ত্রাণ প্রকল্প ঘোষণা করল জাপান সরকার। অক্টোবরের পর ফের এক বার।


পার্ক স্ট্রিটে স্যামসাং-এর বিপণি উদ্বোধনে ঋতুপর্ণা সেনগুপ্ত।—নিজস্ব চিত্র

নির্বাচনী পর্যটন
গুজরাতের পর্যটনে নতুন আকর্ষণ যোগ হবে চলতি মরসুমে। নাম বিধানসভা ভোট। বিশেশজ্ঞদের মতে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে মানুষ কী ভাবে ভোট দেন তা দেখতে পাবেন বিদেশি পর্যটকরা। তা তাঁদের কাছে বড় আকর্ষণের বিষয় হয়ে উঠতে পারে। বিষয়টি নিয়ে লন্ডনের বিশ্ব পর্যটন উৎসবে আলোচনাও করেছিলেন গুজরাতের প্রতিনিধিরা।

ভারতী ইনফ্রাটেল
প্রথমবার শেয়ার ছেড়ে ৪,৫৩৩ কোটি টাকা তুলতে শেয়ারের দাম ঘোষণা করল ভারতী ইনফ্রাটেল। মূল্যবন্ধনী ২১০-২৪০ টাকা।


মগ্ন শিল্পী: মিলন মেলায়।—নিজস্ব চিত্র



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.