শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছাত্র সাসপেন্ড |
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে শৃঙ্খলাভঙ্গ করার অভিযোগে এক ছাত্রকে সাসপেন্ড করলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। সাসপেন্ড হওয়া ছাত্রটি আরবি ও ফার্সি বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষে পড়াশোনা করেন। বিশ্বভারতীর ছাত্র পরিচালক শমিত রায় বলেন, “ছাত্র আন্দোলনের নামে গত সেপ্টেম্বর মাসে আমার দফতরে কিছু ছাত্র গুণ্ডাগিরি করে। এমনকী গাড়ি আটকে দিয়ে আমার সঙ্গে অভব্য আচরণও করে। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলারক্ষা কমিটি দু’জন ছাত্রকে সতর্ক করার পাশাপাশি এক জনকে এক বছরের জন্য সাসপেন্ড করেছে।” গত সেপ্টেম্বরেই নানা দাবিতে স্মারকলিপি জমা দিতে এসে শমিতবাবুকে বিক্ষোভ দেখিয়েছিল পড়ুয়াদের একাংশ। তারই পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ওই ছাত্রদের বিরুদ্ধে তদন্তে নামে। শৃঙ্খলারক্ষা কমিটি অভিযুক্ত পড়ুয়াদের মধ্যে তিনজনের অভিভাবককে দেখা করতে নির্দেশও দেয়। দুই ছাত্রের অভিভাবক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করলেও সাসপেন্ড হওয়া ছাত্রটি বা তাঁর অভিভাবক কমিটির সামনে হাজির হননি বলেই বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি। এর পরেই ওই দুই ছাত্রকে সতর্ক করার পাশাপাশি এক জনকে সাসপেন্ড করে বিশ্বভারতী। ওই ছাত্রটির অবশ্য অভিযোগ, “বিশ্বভারতী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কণ্ঠরোধ করতে চায়ছে। মর্নিং শিফ্ট চালু-সহ নানা প্রয়োজনীয় দাবি নিয়ে আমরা ছাত্রছাত্রীরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম মাত্র। কোনও অভব্য আচরণ তো করিনি! পড়ুয়াদের ন্যায্য দাবি নিয়ে সরব হয়েছিলাম। সেই আক্রোশেই আমাকে অন্যায় ভাবে শাস্তি দেওয়া হল।” বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, ছাত্রটিকে এক বছরের জন্য সাসপেন্ড করার পাশাপাশি হস্টেল ছাড়তেও বলা হয়েছে। এই এক বছরে ক্যাম্পাসে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে তাঁর।
|
পুলিশের কাজের নিন্দা করে এবং খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য দুর্নীতির প্রতিবাদে সোচ্চার হওয়ার ডাক দিয়ে তিনটি পোস্টার পড়ল ইলামবাজার পঞ্চায়েত কার্যালয়ের গেটে। শুক্রবার সকালে সাদা কাগজের উপর লাল কালিতে লেখা পোস্টারগুলি স্থানীয় মানুষের নজরে আসতেই খবর ছড়ায় ‘মাওবাদী পোস্টার’ পড়েছে। পোস্টারগুলি ছিঁড়ে ফেলা হয়। পুলিশ সূত্রের দাবি, পোস্টারগুলি মাও নামাঙ্কিত নয়। তাতে সিপিআইএমএল লেখা ছিল। জেলা পুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, “কে বা কারা ওই পোস্টার দিয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।”
|
সাঁইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয়ে শুক্রবার নবীনবরণ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান উপলক্ষে আজ শনিবার কলেজ ছুটি দেওয়াকে কেন্দ্রে করে ছাত্র সংসদের সদস্যরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে হেনস্থা করেন অভিযোগ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম মণ্ডলের দাবি, “নিয়ম অনুযায়ী কলেজ ছুটি দেওয়া হয়েছে। অথচ ছাত্র সংসদকে না জানিয়ে কেন ছুটি দেওয়া হল তার জবাব চাইতে এসে আমাকে হেনস্থা করা হয়। কর্তৃপক্ষকে আজ জানাব।” যদিও ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের জেলা সভাপতি অর্ণব মুখোপাধ্যায়ের দাবি, “ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিথ্যা অভিযোগ করছেন।”
|
বিখ্যাত গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের জন্মের ১২৫ তম বর্ষ উপলক্ষে একটি স্মারক বক্তৃতার আয়োজন করল রামপুরহাট কলেজ ছাত্র সংসদ। শুক্রবার কলেজের সেমিনার হলে ওই অনুষ্ঠান হয়। বক্তৃতায় যোগ দেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক প্রশান্ত চট্টোপাধ্যায়। এ ছাড়া কলেজের বহু পড়ুয়াও ওই আলোচনায় যোগ দিয়েছিলেন। ছাত্র সংসদের পক্ষে পড়ুয়াদের উৎসাহিত করা জন্য বিগত পরীক্ষায় কলেজের বিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের প্রথম তিনজনকে পুরস্কৃত করা হয়।
|
নির্মল স্কুল হিসেবে জেলার ৩২টি চক্রের ৩২টি প্রাথমিক স্কুলকে পুরস্কৃত করল সর্বশিক্ষা মিশিন। শুক্রবার সিউড়ি ডিআরডিসি হলে অনুষ্ঠানের মাধ্যমে জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা স্কুল কর্তৃপক্ষের হাতে ৫ হাজার টাকা করে চেক ও মানপত্র তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) কৃষ্ণা মাড্ডি, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি রাজা ঘোষ-সহ বিশিষ্টজনেরা। |