টুকরো খবর
বিরল জোট বাংলাদেশি সাংসদদের
বাংলাদেশে শাসক ও বিরোধী পক্ষ কোনও বিষয়ে একমত ও একজোট হয়ে কাজ করছে, এমন ঘটনা মনে করাই দুষ্কর। কিন্তু সেটাই ঘটেছে তিস্তা ও সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে চুক্তির প্রসঙ্গে। বাংলাদেশে ভোট সামনে। এ সময় ভারতের কাছ থেকে কিছু আদায়ের ক্ষেত্রে একে অপরের চেয়ে কোনও মতেই পিছিয়ে থাকতে রাজি নয় শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার দল। ফলে জোট বেঁধে আওয়ামি লিগ এবং বিএনপি-র ১২ জন সাংসদ ভারতে এসে দরবার করছেন ওই দু’টি চুক্তির জন্য। ও দেশের চেনা রাজনীতির ছবিটা উল্টে দিয়ে শুক্রবার তাঁরা যৌথ সাংবাদিক বৈঠকও করেন নয়াদিল্লিতে। বিদেশ মন্ত্রকের পর্যবেক্ষণ, ভোটের দায়েই দু’পক্ষ এমন সুর চড়াচ্ছে। বাংলাদেশের সাংসদরা এ দেশের বিভিন্ন দলের সাংসদদের সঙ্গে এই সব নিয়ে আলোচনা করলেও ইতিবাচক কোনও বার্তা পাননি। সন্ত্রাস এবং নিরাপত্তার প্রশ্নেও কিন্তু দু’টি দলই এক সুরে আশ্বস্ত করেছে ভারতকে। দাবি বা আশ্বাস, দু’দলকে এমন একসুর শেষ কবে দেখেছে বাংলাদেশ!

মাওয়ের পথেই এগোবে জিনপিং-এর চিন
মাও জে দংয়ের পথেই চিনের নবজন্মের স্বপ্ন দেখছেন কমিউনিস্ট পার্টি প্রধান শি জিনপিং। কমিউনিস্ট বিপ্লবের পথিকৃৎ মাওয়ের মতোই সমাজতন্ত্রের সুদৃঢ় ভিত্তিপ্রস্তরের উপরই চিনের ভবিষ্যৎ উন্নয়ন সুনিশ্চিত করতে চান তিনি। বিশ্বশক্তির মর্যাদা অর্জনের লড়াইয়ে অন্যতম দাবিদার হিসেবে চিনকে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজন দলীয় নীতির আমূল সংস্কার। শুক্রবার চিনের ইতিহাস নিয়ে আয়োজিত এক প্রদশর্নীতে এসে দলীয় সহকর্মীদের উদ্দেশে এ কথাই জানালেন জিনপিং। অর্থনৈতিক ক্ষমতার নিরিখে আমেরিকার পরেই স্থান চিনের। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির মর্যাদা অর্জনে হু জিনতাও ও দেং জিয়াওপিংয়ের ভূমিকার কথাও এ দিন উল্লেখ করেন তিনি।

নিষ্পত্তি স্ট্রাউস কান মামলার
নিষ্পতি হল স্ট্রাউস মামলার। ২০১১’র মে মাসে এক মহিলা হোটেল কমীর্কে ধর্ষণের অভিযোগ ওঠে আর্ন্তজাতিক অর্থ ভাণ্ডারের প্রাক্তন প্রধান স্ট্রাউস কানের বিরুদ্ধে। নিগৃহীতার অভিযোগের ভিত্তিতে পদত্যাগ করতে বাধ্য হন স্ট্রাউস। অবশেষে নিগৃহীতা ওই হোটেল কর্মীর সঙ্গে সমঝোতা হল তাঁর।

ফুকুশিমায় কারখানা
২০১১-এ ফুকুশিমা পরমাণু কেন্দ্রে ভূমিকম্প ও সুনামির পর নতুন কারখানা খোলা হল সেখানে। বিস্ফোরণের পর গ্রামটি ফাঁকা করে দেওয়া হয়। নতুন কারখানা মানে চাকরির প্রত্যাশা। এ ভাবে গ্রামের মানুষদের আবার ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে।

নরওয়েতে সাহায্য
ছেলেকে শাসন করার অপরাধে নরওয়েতে ধৃত ভারতীয় দম্পতিকে সাহায্যের আশ্বাস দিল অসলোর ভারতীয় দূতাবাস। অন্ধ্রপ্রদেশের ওই দম্পতি ভি চন্দ্রশেখর এবং অনুপমাও আইনজীবীর মাধ্যমে নরওয়ের কোর্টে আবেদন জানিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.