• সার্কাসে ‘ফায়ার ডান্স’ দেখাতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন কেনিয়ার নিকোলা। বুধবার মেলায় সার্কাসের উদ্বোধনে মুখে রাখা পেট্রোল ছড়িয়ে আগুন ধরানোর খেলা দেখাচ্ছিলেন তিনি। জোর হাততালিও পড়ছিল। আচমকা ছন্দপতন। গড়িয়ে পড়া ওই পেট্রোল থেকেই আগুন ধরে যায় মুখের একাংশে। তড়িঘড়ি সার্কাস কর্তৃপক্ষ ওই যুবককে কোচবিহার জেলা হাসপাতালে নিয়ে যান। |
• রাসমেলার এখনও টমটম গাড়ি বিক্রেতাদের দেখা মিলছে না। মাটির চাকা, প্লাস্টিকের কাগজ, বাঁশ কেটে ওই গাড়ি তৈরি হয়। ফি বছর বিহার থেকে টমটম গাড়ি নিয়ে হাজির হন বিক্রেতারা। মেলার তৃতীয় দিনেও তাদের দেখা নেই। ফলে মুখভার কচিকাঁচাদের। উদ্যোগক্তারা অবশ্য বলছেন, রবিবারের আগেই পৌঁচ্ছে যাবেন টমটম কারবারিরা। |
• মহারাজা নৃপেন্দ্র নারায়ণ জন্ম সার্ধশতবর্ষ উদযাপন সমিতির উদ্যোগে মহারাজা নৃপেন্দ্রনারায়ণের জীবন ও স্থাপত্যকর্ম নিয়ে চিত্র প্রদর্শনী শুরু হল। মেলা মাঠ লাগোয়া গজেন্দ্র নারায়ণ ঠাকুর বাড়িতে ওই প্রদর্শনী হচ্ছে। ওই সমিতির কর্তা দেবব্রত চাকি বলেন, “মহারাজা কে শ্রদ্ধা জানাতে ওই উদ্যোগ।” |
রাসমেলায় বিক্রি হচ্ছে পদ্মার নোনা ইলিশ। বৃহস্পতিবার হিমাংশুরঞ্জন দেবের তোলা ছবি। |
• পদ্মার নোনা ইলিশ মিলছে রাসমেলায়। এমজেএন স্টেডিয়ামের মাঠে পসরা সাজানো। সামান্য ছোট-বড় সাইজ যাই-ই হোক না কেন, দাম ৪২০ টাকা কেজি। নোনা ইলিশের বিক্রেতা বিষ্ণু ঘোষ, বাবুল মিঁয়ারা জানান, বারোশো পিস মাছ এনেছেন তাঁরা। চাহিদা বুঝে আরও আনা হবে। |
• মেলায় চাহিদা তুঙ্গে ২০০ লেখা জিলিপির। রাসমেলার দুশো বছর উপলক্ষে এবার ওই বিশেষ জিলিপি করেছেন বিক্রেতারা। এক বিক্রেতা বিশ্বজিৎ নন্দী বলেন, “২০০ লেখা জিলিপি’র চাহিদা অনেকটা বিশেষ স্মারক সংগ্রহের মত। যারা এক বার দেখছেন তাঁদের অনেকেই নিচ্ছেন।” |
• কুমার শানুর গান শুনতে চান! রাসমেলায় সেই সুযোগও মিলবে। পুরসভার সাংস্কৃতিক মঞ্চে ১৪ ডিসেম্বর গান গাইবেন তিনি। ওই দিনই ১৮ দিনের মেলার শেষ দিন। |