নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
বিদ্যুতের সংযোগ অভাবে সীমান্তের বিস্তীর্ণ এলাকায় ‘ফ্লাড লাইট’ চালু করা যাচ্ছে না বলে জানিয়ে দিলেন বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি সঞ্জীব কৃষ্ণ সুদ। দ্রুত বিদ্যুৎ সংযোগের জন্য রাজ্য সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও আইজি জানিয়েছেন। সম্প্রতি মাটিগাড়ার বাহিনীর সদর দফতরে আইজি বলেন, “উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের বহু এলাকায় বিদ্যুতের সংযোগ মেলেনি বলে ফ্ল্যাড লাইট চালু হয়নি। সম্প্রতি কলকাতা আমাদের দফতর থেকে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে।” ওই বাতিগুলি চালু হলে সীমান্তে রাতের সুরক্ষা আরও বাড়বে বলে আইজি জানিয়েছেন।
বিএসএফ সূত্রের খবর, উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের মধ্যে ৫৭১ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। এরমধ্যে প্রায় ৩৩৫ কিলোমিটার এলাকায় বাতি লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তারমধ্যে ২৬৩ কিলোমিটারে বাতি বসানোর কাজ শেষ হয়েছে। বাকি এলাকায় কাজ চলছে। তবে প্রায় ১০০ কিলোমিটারে বিদ্যুতের সংযোগের সমস্যা রয়েছে। ওই সমস্ত এলাকায় বর্তমানে নাইট ভিশন ক্যামেরা, থার্মাল ইমেজিং সিস্টেম, ওয়ার্নিং ফ্লেয়ার সিস্টেম বেশি করে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি, সীমান্তের কাঁটাতার কাটার প্রবণতা রুখতে ‘স্টিলে’র পাত বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইজি জানান, এই অঞ্চলের সীমান্তের সবচেয়ে বড় সমস্যা গরু পাচার এবং চোরাকারবার। গত তিন বছরে এরজেরে কাঁটাতার কাটার প্রবণতা বেড়েই চলছে। চলতি বছরে ফ্রন্টিয়ারে ২৯০ টি কাঁটাতার কাটার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে তা রুখতে বাঁশের ব্যারিকেড ব্যবহার শুরু করা হয়। তা কাটলে শব্দ হওয়ায় টের পাওয়ার বিষয়টি বাড়ে। কিন্তু বিষয়টি পুরোপুরি ঠেকাতে স্টিলের পাত বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি আর্থিক বছরে তার কাজ শুরু হয়ে যাবে। গরু পাচারের প্রবণতা রুখতে সীমান্তের কাঁটাতারের ১৫০ মিটারের মধ্যে সীমান্তের বাসিন্দাদের খেত, চা বাগান করার জন্যও উৎসাহ দেওয়া হচ্ছে। এতে গরু খেতের মধ্যে দিয়ে গেলে ফসল নষ্ট হবে। তাতে বাসিন্দারাই আপত্তি করলে বিএসএফের কাজের সুবিধা হবে বলে আইজি জানান।
কয়েক বছর আগে উত্তরবঙ্গের ওপারে বাংলাদেশে বেশ কিছু জঙ্গি প্রশিক্ষণ শিবিরের কথা বিএসএফের তরফেই জানানো হয়েছিল। বর্তমানে সেই অবস্থা এই অঞ্চলের ওপারে নেই বলে আইজি জানান। তিনি জানান, আমরা সম্প্রতি এই ধরণের কোনও খবর পাইনি। তবে ত্রিপুরা, মেঘালয়, মিজোরামের দিকে কিছু শিবির রয়েছে বলে শোনা গিয়েছে। আর কেএলও চিফ জীবন সিংহের গতিবিধির খবর এই এলাকায় নেই। মায়ানমারের দিকে জীবন সিংহ থাকতে পারে বলে একবার শোনা গিয়েছিল। সীমান্ত চৌকির সংখ্যা ১১১টি থেকে ১৬৩টি করা এবং দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায় এবং যৌথ নজরদারি শুরু হওয়ায় সীমান্তকে ব্যবহার করে অপরাধেরা প্রবণতা কিছুটা কমেছে বলেও আইজি জানিয়েছেন।
আগামী ১ ডিসেম্বর বিএসএফের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান শুরু হবে। দুই দিনের এই অনুষ্ঠানের পাশাপাশি সারা বছরে সীমান্তে জনকল্যাণ মূলক নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আইজি জানান, গত বছর স্কুলের আসবাব, কম্পিউটার, কমিউনিটি হল, কিসান ঘর জন্য ৪০ লক্ষ টাকা খরচ করা হয়। এবার এই বাবদ ৩৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। |