তৃণমূলের দাক্ষিণ্যেই জয় জঙ্গিপুরে, দাবি |
তৃণমূলের দাক্ষিণ্যেই জঙ্গিপুর লোকসভা উপনির্বাচনে জয় পেয়েছে কংগ্রেস। তৃণমূল প্রার্থী দিলে কংগ্রেস নেমে যেত চতুর্থ স্থানে।--বৃহস্পতিবার দুপুরে ফরাক্কায় সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন তৃণমূলের সাংসদ তথা যুব সংগঠনের রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “১ লক্ষ ২৮ হাজার ভোটে জেতা জঙ্গিপুর আসনে এ বার কংগ্রেস জিতেছে মাত্র আড়াই হাজার ভোটে। তৃণমূল প্রার্থী না দেওয়াতেই কংগ্রেসের এই জয়। কেন্দ্রীয় হাফপ্যান্ট মন্ত্রী অধীর চৌধুরী মুর্শিদাবাদে দলের ভাঙন আটকাতে অক্ষম। গণতান্ত্রিক মূল্যবোধ আছে বলেই হুমায়ুন কবীর বিধায়ক পদ থেকে ইস্তাফা দিয়ে তৃণমূলে এসেছেন। ৬ মাসের মধ্যে অনুষ্ঠিত রেজিনগরে তিনি তৃণমূলের প্রার্থী হবেন। অধীরকে চ্যালেঞ্জ জানিয়ে বলছি ওই নির্বাচনে কংগ্রেসকে তৃতীয় স্থানে ফেলে দিয়ে জিতবে তৃণমূল। রাজ্যের আসন্ন তিনটি বিধানসভা উপনির্বাচন রেজিনগর, নলহাটি ও ইংলিশ বাজারে তৃণমূল জিতবে।” সিঙ্গুরে বিদ্রোহ ও শোভনদেব চট্টোপাধ্যায়ের হেনস্থা প্রসঙ্গে করা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এই বিষয়ে আমি কোনও মন্তব্য করব না।”
|
ব্যাঙ্ক ডাকাতি, পুলিশকর্মী ধৃত ঝাড়খণ্ডে |
বহরমপুরের ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় গ্রেফতার করা হয়েছে ঝাড়খণ্ডের দেবীপুরের এক কনস্টেবলকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ব্যাঙ্ক ডাকাতদের কাছ থেকে তিনি এক লাখ টাকা লুঠ করেছেন। তাঁর নাম সানি কুমার। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ওই পুলিশ কর্মীর কাছ থেকে ২৯ হাজার টাকা উদ্ধার হয়েছে। বাকি ৭১ হাজার টাকা এখনও পাওয়া যায়নি। এদিন ওই পুলিশকর্মীকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে।” সেই সঙ্গেই ডাকাতি ঘটনায় ধৃত দুই অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে ঝাড়খন্ড থেকে মুর্শিদাবাদে নিয়ে আসা হয়েছে। ওই দু’জন হাজারিবাগের বাসিন্দা নাসিম খান ও গিরিডির মুসলিম আনসারি। গত ১৮ অক্টোবর বহরমপুর লাগোয়া উত্তরপাড়া মোড়ের কাছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের উত্তরপাড়া শাখায় ব্যাঙ্ক ডাকাতি হয়। দুষ্কৃতীরা ১৪ লক্ষ ৭ হাজার ৭৬০ টাকা লুঠ করে পালায়। পরে ঝাড়খন্ডের দেওঘর জেলার দেবীপুর থানার পুলিশ তল্লাশি চালানোর সময়ে ধরা পড়ে ওই দু’জন। তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ সুপার বলেন, “দুষ্কৃতীরা চার জন ছিল। তার মধ্যে ঝাড়খন্ডের বাসিন্দা দু’জনকে গ্রেফতারের খবর পেয়ে মুর্শিদাবাদ জেলা পুলিশের স্পেশাল অপারেশন স্কোয়াডের একটি দল তদন্তে ঝাড়খন্ডে যায়। পরে আদালতের নির্দেশে বুধবার রাতে ধৃতদের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে।” ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় জড়িত বাকি দু’জনের খোঁজে পুলিশের তল্লাশি চলছে।
|
ডোমকলে কিশোরী খুনে গ্রেফতার তিন |
ডোমকলের কিশোরী খুনের ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। বুধবার রাতে জসিমুদ্দিন শেখ, মাইনুদ্দিন মণ্ডল ও মুরসেলিম শেখ নামে তিন জনকে পুলিশ গ্রেফতার করে। ধৃত তিন জনেরই বাড়ি ডোমকল থানা এলাকায়। প্রসঙ্গত, গত ২২ নভেম্বর রাতে বাড়ি থেকে কিছুটা দূরে মুরারিপুর মাঠে খুন করা হয় রেহেনা খাতুন নামে এক কিশোরীকে। খুনের আগে তাকে ধর্ষণ করা হয় বলেও পুলিশ জানায়। পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, “ওই কিশোরীর সঙ্গে জসিমুদ্দিন ওরফে কালুুর সম্পর্ক ছিল। কালু বিবাহিত এবং তার চার মাসের একটি সন্তানও রয়েছে। কিন্তু ওই কিশোরী জানত না। বিয়ের জন্য সে কালুর উপরে চাপ সৃষ্টি করে। তখন বিয়ে করব বলে কালু ওই রাতে ফোন করে কিশোরীকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। পরে সাইকেলে চড়িয়ে মুরারিপুর মাঠে নিয়ে যায়।” এদিকে পরিকল্পনা মতো আগে থেকেই কালু তার দুই বন্ধু মাইনুদ্দিন ও মুরসেলিমকে মাঠের কাছে অপেক্ষা করছিল। পুলিশ সুপার বলেন, “কালু মাঠের মধ্যে ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে মাইনুদ্দিন ধর্ষণের চেষ্টা করলে তখন ওই কিশোরী বাধা দেয়। বিষয়টি সকলকে জানিয়ে দেওয়ার হুমকিও দেয়। তখন কালু ওড়নার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে ওই কিশোরীকে খুন করে।”
|
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক চালকের। নাম আনিসুর রহমান (১৯)। বাড়ি মহালদার পাড়ায়। বুধবার দুপুরে বাড়ি থেকে রঘুনাথগঞ্জ শহরে যাওয়ার সময় লালগোলা-জঙ্গিপুর সড়কে পিছন থেকে একটি ট্রাক্টর বাইকটিকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় বাইক চালককে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে রাতে তিনি মারা যান।
|
লরির ধাক্কায় মৃত্যু পলাশিতে |
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। নাম ইসমাইল শেখ (৩৪)। বাড়ি পলাশির নতুনপাড়া অঞ্চলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ওই ব্যক্তি সব্জি নিয়ে পলাশির বাজারে আসছিলেন। পিছন থেকে একটি লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়।
|
পাঁচশো গ্রাম হেরোইন-সহ বৃহস্পতিবার বাজারসৌ স্টেশন সংলগ্ন এলাাকা থেকে তিন জনকে ধরল রেজিনগর থানার পুলিশ। ধৃতদের নাম আকবর শেখ, নেকবাস শেখ ও ফজলুল হক। তাদের বাড়ি মুর্শিদাবাদের নবগ্রামে। |