ইডেনে ভারত-ইংল্যান্ড শুরু হতে এখনও দিন পাঁচেক বাকি, কিন্তু তার আগেই জানুয়ারির ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তৎপরতা শুরু হয়ে যাচ্ছে। আগামী ২ ডিসেম্বর পাকিস্তানের পাঁচ সদস্যের পরিদর্শক দল কলকাতায় আসছে। টিম হোটেল দেখে নেওয়া ছাড়াও কলকাতা পুলিশের সঙ্গে বৈঠকও হবে। বৃহস্পতিবার ই মেল মারফত এই খবর সিএবি-কে জানায় পাক বোর্ড। এ দিকে, আসন্ন ভারত-পাক সিরিজে তিন হাজার পাকিস্তান সমর্থককে ভিসা মঞ্জুর করল ভারত সরকার। হোটেল বুকিং, ম্যাচের টিকিট ইত্যাদি দেখাতে পারলে পাক সমর্থকদের ভারতের বিভিন্ন শহরে ঘুরে ম্যাচ দেখার অনুমতিও মিলবে। তবে এই তিন হাজার ভিসার মধ্যে হাজারটা ছাড়া হচ্ছে শুধু দিল্লি ম্যাচের জন্য। বাকি চারটে ম্যাচ কেন্দ্রের জন্য পাঁচশো করে ভিসা মঞ্জুর করা হয়েছে।
|
মোহনবাগান সেল ফুটবল অ্যাকাডেমি আয়োজিত দ্বিতীয় অল ইন্ডিয়া ইন্টার অ্যাকাডেমি সকার টুর্নামেন্টে বৃহস্পতিবারের শহীদ ভগৎ সিংহ ক্রীড়াঙ্গনের প্রথম খেলা শেষ হল অমীমাংসিত ভাবে। উভয় দলই দু’টি করে গোল করে। গোয়ার হয়ে গোল করেন গ্লেন মার্টিন ও অলভিন কার্লোস। আইএফএ-র হয়ে গোল করেন সন্দীপ পাত্র ও জাভেদ আনসারি। এই মাঠের দ্বিতীয় খেলায় জেতে বর্ধমান সাই। তারা ডায়মণ্ড রক মধ্যপ্রদেশকে ৬-১ গোলে হারায়। বিজয়ী দলের হয়ে দু’টি করে গোল করেন ধনঞ্জয় মজুমদার ও কৌশিক রায় এবং ১টি করে গোল করেন অনিফ টুডু ও কৌশিক সরকার। আজ, শুক্রবার এই দু’টি সেমিফাইনাল হবে।
|
ফের গ্লাভস পরে নামছেন ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। তবে ক্রিকেট মাঠে নয়, পেশাদার বক্সিং রিংয়ে। শুক্রবার ম্যাঞ্চেস্টার এরিনায় তাঁর মুখোমুখি মার্কিন যুক্তরাষ্ট্রের রিচার্ড ডসন। লড়াই শুরুর আগেই ফ্লিনটফের উদ্দেশ্যে হুঙ্কার ছেড়েছেন ডসন। বলেছেন, “রিংয়ে লড়তে নয়, বেড়াতে যাব। কারণ, ফ্লিনটফের জন্য বেশি ব্যয় করার মতো সময় আমার হাতে নেই।” ফ্লিনটফ পাল্টা বলেছেন, “আমি জেতার জন্যই লড়ছি। মজা করার জন্য নয়।”
|
মুম্বই টেস্টে স্পিন অস্ত্রে ভারতকে বধ করার পর এবার দলের স্পিন বিভাগ নিয়ে কোনও আপসেই যেতে চাইছে না ইংল্যান্ড দল। গ্রেম সোয়ান ও মন্টি পানেসরের সঙ্গে যোগ দেওয়ার জন্য এবার উড়ে আসছেন ৩০ বছর বয়সি অফ স্পিনার জেমস ট্রেডওয়েল। দলের সঙ্গে পরের দুই টেস্টেই থাকবেন তিনি। তবে খেলার সম্ভাবনা নেই। দুই স্পিনারের মধ্যে কোনও এক জন অসুস্থ হলে তবেই তাঁর ভাগ্যে শিকে ছিঁড়বে।
|
ডেভিড বেকহ্যাম কি সত্যিই নিজের ফুটবল কেরিয়ারে দাঁড়ি টানছেন? নাকি ফের তাঁকে দেখা? প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কিন্তু নতুন শুরুর ইঙ্গিত দিয়ে রাখছেন। বলেছেন, “আমার বয়স সাঁইত্রিশ। কিন্তু ভাগ্যবান যে এই বয়সেও কয়েকটা ভাল প্রস্তাব পাচ্ছি,” বলেছেন বেকহ্যাম। আগামী শনিবার লস অ্যাঞ্জেলিস গ্যালাক্সির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলবেন তিনি। এর পর হয়তো অস্ট্রেলিয়ার ‘এ’ লিগ কিংবা প্যারিস সাঁ জাঁ তাঁকে খেলতে দেখা যেতে পারে।
|
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজ ড্র করল নিউজিল্যান্ড। উপমহাদেশের পিচে বিদেশি দলগুলোর রমরমা চলছে। ইংল্যান্ডের কাছে ভারতের হারের পর এ বার শ্রীলঙ্কাকে হারতে হল নিউজিল্যান্ডের কাছে। ভারতকে হারিয়েছিলেন ইংল্যান্ডের স্পিনাররা। শ্রীলঙ্কাকে হারাল কিউয়ি পেস ব্যাটারি। বৃহস্পতিবার ৩৬৩ রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের পেসারদের দাপটে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপে ধস নামে। মাত্র ১৯৫ রানে শেষ হয়ে যায় তারা। ৮৪ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তিনটি করে উইকেট নেন দুই পেসার সাউদি ও বোল্ট। |