পরিবেশ বাঁচিয়ে উন্নয়ন
শহরে সমীক্ষায় ব্রিটিশ কেন্দ্রের সঙ্গে জোট যাদবপুরের
দূষণ ও আবহাওয়ার পরিবর্তনের নিরিখে বিশ্বের সব চেয়ে সঙ্কটজনক শহরগুলির তালিকায় সপ্তম স্থানে রয়েছে কলকাতা। সম্প্রতি এক সমীক্ষায় উঠে আসে এই তথ্য। উন্নয়নের তাগিদ অস্বীকার না-করেও কী ভাবে সবুজ কলকাতা গড়া যায়, তার দিশা দিতে এ বার এগিয়ে এল লিডস-সহ পাঁচটি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা কেন্দ্র ‘দি সেন্টার ফর লো কার্বন ফিউচার্স’ (সিএলসিএফ)। বৃহত্তর কলকাতায় সমীক্ষা চালাতে তারা গাঁঁটছড়া বাঁধল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে।
পরিবেশের ভারসাম্য বজায় রেখে এবং কার্বন নির্গমন কমিয়ে উন্নয়নের রূপরেখা তৈরির লক্ষ্যে বিশ্বের দশটি শহরে সমীক্ষা চালাবে সিএলসিএফ। এশিয়ায় তাদের প্রথম গন্তব্য কলকাতা। এর কারণ হিসেবে উঠে আসছে উপদেষ্টা সংস্থা মেপ্লক্রফট-সহ বিভিন্ন সংস্থার ওই সমীক্ষা। যাতে বলা হয়েছে, দূষণ-তালিকায় সপ্তমে কলকাতা, আটে মুম্বই, কুড়িতে দিল্লি এবং শীর্ষে ঢাকা। শুধু তা-ই নয়, আর এক উপদেষ্টা সংস্থা অ্যাটকিন্সের সমীক্ষাতেও কলকাতার সঙ্কটজনক চেহারাটা ধরা পড়েছে।
লিডস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্ডি গোল্ডসন বৃহস্পতিবার জানান, উষ্ণায়নের প্রভাব ও জলের ঘাটতির জেরে কলকাতার অবস্থা সঙ্কটজনক। বিদ্যুৎ, জ্বালানি ও জলের ব্যবহার-সহ এই শহরের সার্বিক অবস্থা খতিয়ে দেখা এবং কী ভাবে পরিবেশের ভারসাম্য বজায় রেখে উন্নয়ন কর্মসূচি নেওয়া যায়, সেটাই যাদবপুরের সঙ্গে যৌথ সমীক্ষার মূল উদ্দেশ্য। যাদবপুরের অধ্যাপক জয়শ্রী রায় জানান, এ ক্ষেত্রে কী ধরনের আধুনিক প্রযুক্তি রয়েছে, সে-সবের ব্যবহার বাড়াতে কী কী নিয়ম প্রয়োজন, কোন ক্ষেত্রে লগ্নির সম্ভাবনা রয়েছে, সমীক্ষায় তারও দিশা পেতে চেষ্টা করবেন তাঁরা। তাঁদের আশা, আগামী জুনের মধ্যে সমীক্ষা শেষ হয়ে যাবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.