চণ্ডীতলায় তৃণমূলের গোষ্ঠী-সংঘর্ষ |
একটি জমি নিয়ে বিবাদের জেরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে বৃহস্পতিবার বিকেলে উত্তেজনা ছড়াল চণ্ডীতলার নবাবপুরে। মারামারিতে জখম হন কয়েক জন। তাঁদের মধ্যে এক জনকে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার স্বর্ণ ব্যবসায়ী মহম্মদ কাদের আলি নিজের বাড়ি তৈরি করছিলেন একটি নয়ানজুলির ধারের জমিতে। কাদের ওই এলাকার তৃণমূল নেতা শেখ মসিয়ারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তাঁর ওই নির্মাণ অবৈধ দাবি করে কিছু লোক এ দিন ওই নির্মাণ বন্ধ করার দাবি জানান। তার পরেই তাঁদের সঙ্গে শেখ মসিয়ারের লোকজনের গোলমাল বাধে। তৃণমূলের একটি সূত্র জানিয়েছে, এ দিন মসিয়ারের লোকজনের সঙ্গে গোলমাল হয় এলাকার পঞ্চায়েত প্রধান শেখ আফসারের অনুগামীদের।যদিও এই গোলমালকে গোষ্ঠী-সংঘর্ষ নয় বলে দাবি করেছেন চণ্ডীতলার তৃণমূল বিধায়ক স্বাতী খন্দকার। তিনি বলেন, “সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই আমাদের দলের পতাকা নিয়ে দলকে কালিমালিপ্ত করতে কর্মী-সমর্থকদের উপরে হামলা চালায়।” অভিযোগ উড়িয়ে দিয়ে ওই এলাকার প্রাক্তন সিপিএম বিধায়ক ভক্তরাম পান বলেন, “ওই ঘটনায় আমাদের কেউ জড়িত নন। তৃণমূলের নিজেদের গোষ্ঠীর লোকজনই মারামারি করেছে।”
|
চুরির নালিশ, ছাত্রনেতা-সহ গ্রেফতার ৪ |
চুরির অভিযোগে তারকেশ্বরের তৃণমূলের এক ছাত্রনেতা-সহ চার জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার ভোরে চাঁপাডাঙা এলাকার একটি আলুবীজের দোকানে চুরির সময়ে ওই চার জনকে হাতেনাতে ধরে ফেলে এলাকার লোকজন পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানায়, ধৃত ছাত্রনেতার নাম রূপম অধিকারী। তিনি চাঁপাডাঙা কলেজের ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন ধরেই চাঁপাডাঙ্গা অঞ্চলের নানা দোকানে চুরি হচ্ছিল। কয়েক দিন আগে একটি বৈদ্যুতিন সরঞ্জাম এবং একটি আলুবীজের দোকানেও চুরি হয়। তার পরেই এলাকার লোকজন রাত-পাহারার ব্যবস্থা করেন। স্থানীয় ব্যবসায়ী শান্তনু মাঝি বলেন, ‘‘বেশ কিছুদিন ধরেই এলাকায় চোরের হানা বাড়ছিল। তাই আমরা আগাম সতর্ক ছিলাম। ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।”
|
যান্ত্রিক ত্রুটি, আটক রাজধানী |
বাতানুকূল কামরার চাকায় ব্রেক আটকে ধোঁয়া বেরোতে শুরু করলে দাঁড়িয়ে যায় হাওড়া-দিল্লি রাজধানী এক্সপ্রেস। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা গুড়াপ স্টেশনে আটকে থাকে ট্রেনটি। ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ যাত্রীরা। প্রাথমিক তদন্তে রেল কর্তাদের অনুমান, ঠিক মতো রক্ষনাবেক্ষণ না হওয়ার ফলেই এই ঘটনা ঘটেছে। রেল ও যাত্রী সূত্রে জানা গিয়েছে, যে কামরায় গোলমাল হয়েছে সেটি ইঞ্জিন থেকে তিন নম্বর কামরা। হাওড়া থেকে ট্রেনটি ছাড়ার কিছু ক্ষণ পরেই ওই কামরার নীচের অংশ থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। সঙ্গে পোড়া গন্ধও। পরে তা বাড়তে থাকায় ট্রেনটিকে গুড়াপ স্টেশনে থামিয়ে দেন কর্মীরা। কামরাটি পরীক্ষা করার পরে সেটিকে বাদ দিয়ে নতুন কামরা জুড়ে আবার ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নেন রেল কর্তারা। তাঁরা জানান, এই ঘটনাকে রেলের পরিভাষায় ‘হট অ্যাক্সেল’ বলা হয়। সাধারণত কামরার চাকাগুলি ঠিক ভাবে রক্ষনাবেক্ষণ না হওয়ার জন্যই এই ঘটনা ঘটে। পাশাপাশি চাকার ‘বিয়ারিং’ গরম হয়ে এই ঘটনা ঘটেছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।”
|
এক দুষ্কৃতীর আস্তানায় হানা দিয়ে ৯টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে ওই দুষ্কৃতীকে। বুধবার রাতে ঘটনাটি হাওড়ার বাউড়িয়ার চককাশী এলাকার। পুলিশ জানিয়েছে, ওই রাতে গোপন সূত্রে খবর পেয়ে তারা একটি বাড়িতে হানা দেয়। |