টুকরো খবর
অঙ্গনওয়াড়ি নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ সিপিএম
অঙ্গনওয়াড়ি কর্মীদের সমস্যা সমাধানে মন্ত্রিগোষ্ঠী তৈরির দাবি জানিয়ে মনমোহন সিংহের কাছে দরবার করলেন সিপিএম নেতৃত্ব। আজ সীতারাম ইয়েচুরি, বাসুদেব আচারিয়া সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ইয়েচুরির বক্তব্য, কেন্দ্র সামাজিক প্রকল্পের বড়াই করছে। কিন্তু তা রূপায়ণের দায়িত্ব যাদের কাঁধে, সেই অঙ্গনওয়াড়ি, সর্বশিক্ষা অভিযান, আইসিডিএস বা আশা-কর্মীরা খুবই সামান্য ভাতা পাচ্ছেন। ভাতা বাড়ানোর দাবিতে গোটা দেশের অঙ্গনওয়াড়ি কর্মীরা চলতি সপ্তাহে যন্তর মন্তরে দু’দিনের ধর্নাতেও বসেছিলেন।

ক্ষতিপূরণের নির্দেশ
গলব্লাডারে পাথর নিয়ে সাগরপুরের একটি নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন ২০০৮ সালে। আর বাড়ি ফেরা হয়নি তাঁর। চিকিৎসায় গাফিলতির কারণেই মৃত্যু হয়েছিল দীনেশ গুপ্তের। স্ত্রী মঞ্জু গুপ্ত দ্বারস্থ হয়েছিলেন ক্রেতা সুরক্ষা আদালতের। তাতেই নার্সিং হোম কর্তৃপক্ষের ত্রুটি ধরা পড়ায় মঞ্জু দেবী এবং তাঁর পরিবারকে দশ লক্ষ টাকা জরিমানা দিতে নির্দেশ দেয় আদালত। আরও কুড়ি হাজার টাকা দিতে হবে তাঁকে করা মামলার খরচপাতির জন্য।

ভর্তুকি নিয়ে
গুজরাত নির্বাচনের আগে ভর্তুকির অর্থ নগদে হস্তান্তরের সিদ্ধান্ত স্থগিত রাখার দাবি নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছে বিজেপি। বাম নেতারাও সরকারের এই সিদ্ধান্তকে অনৈতিক বলে দাবি করেছে। তাদের মতে, আধার সংখ্যা সংক্রান্ত বিলটিই সংসদের স্থায়ী কমিটি খারিজ করে দিয়েছে। এই বিল এখনও পাশ হয়নি। ফলে আধারের ভিত্তিতে এই নগদ হস্তান্তরের সিদ্ধান্ত অনৈতিক।

পরিচয়পত্র আবশ্যিক
১ ডিসেম্বর থেকে ট্রেনে স্লিপার শ্রেণির যাত্রীদের সঙ্গে সচিত্র পরিচয়পত্র রাখতে হবে। পরিচয়পত্র না থাকলে তাঁদের বিনা টিকিটের যাত্রী হিসেবে গণ্য করা হবে। রেল মন্ত্রকের আশা, এই পদ্ধতি চালু হলে দালালদের ভুয়ো নামে টিকিট কেটে চড়া দরে বেচা বন্ধ হবে। শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণির যাত্রীদের ক্ষেত্রে আগেই সচিত্র পরিচয়পত্র চালু করা হয়েছিল।

রজত জয়ন্তী
ক্রেতা সুরক্ষা আইনের ২৫ বছর হল। সেই উপলক্ষে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় নতুন ডাকটিকিট প্রকাশ করলেন। এই আইন ১৯৮৬ সালে বলবৎ করা হয়েছিল। নতুন ডাকটিকিটের দাম ৫ টাকা। তাতে “জাগো গ্রাহক জাগো” স্লোগানটি ব্যবহার করা হয়েছে। ছাপা হয়েছে ৪ লক্ষ।

বাড়ল হেফাজত
পন্টি চাড্ডা হত্যাকাণ্ডে ধৃত উত্তরাখণ্ডের সংখ্যালঘু কমিশনের প্রাক্তন প্রধান শুখদেব সিংহ নামধারীর পুলিশি হেফাজত আরও ৩ দিন বাড়াল আদালত। বৃহস্পতিবার এই নির্দেশ দেয় আদালত।

২৬/১১-র নথি
মুম্বই হামলা সংক্রান্ত আরও ১৫টি নথিপত্র পাকিস্তানকে দেওয়া হয়েছে। এ কথা বৃহস্পতিবার রাজ্যসভায় জানান বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ই আহমেদ। পাকিস্তানও ওই নথিপত্র খুঁটিয়ে দেখবে বলে জানিয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.