সহারার আর্জি খারিজ সেবি-র ট্রাইব্যুনালে
সংবাদসংস্থা • মুম্বই |
সহারা গোষ্ঠীর আবেদন খারিজ করল সেবি-র আপিল ট্রাইব্যুনাল। সুদ-সহ ২৪ হাজার কোটি টাকা প্রায় তিন কোটি লগ্নিকারীকে ফেরত দেওয়ার নির্দেশ আগেই দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই নির্দেশ যথাযথ ভাবে সহারা পালন করছে না বলে অভিযোগ আনে বাজার নিয়ন্ত্রক সেবি। ওই অভিযোগকে মিথ্যা দাবি করে আপিল ট্রাইব্যুনালে যায় সহারা। সংস্থা এ ব্যাপারে ট্রাইব্যুনালের হস্তক্ষেপ দাবি করে। কিন্তু ট্রাইব্যুনাল আজ ওই আর্জি খারিজ করে দিয়ে বলেছে, এ ধরনের হস্তক্ষেপ শুধুমাত্র সুপ্রিম কোর্টই করতে পারে। তাই এই সংক্রান্ত আবেদনও জানাতে হবে সুপ্রিম কোর্টেই। প্রসঙ্গত, সহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট কর্প (এসআইআরইসিএল) ও সহারা হাউসিং ইনভেস্টমেন্ট কর্প (এসএইচআইসিএল) সংস্থা দু’টির বিরুদ্ধে বেআইনি ভাবে বাজার থেকে ওই তহবিল সংগ্রহের অভিযোগ ছিল। গত অগস্টে সুপ্রিম কোর্ট এক নির্দেশে ওই টাকা বছরে ১৫% সুদ সমেত লগ্নিকারীদের ফিরিয়ে দিতে বলে তাদের। সুপ্রিম কোর্ট এই সব লগ্নিকারী সংক্রান্ত নথি ১০ দিনের মধ্যে সেবি-র কাছে জমাও দিতে বলেছিল। টাকা ফেরত দেওয়ার কথা ছিল তিন মাসে। বলা হয়েছিল, না পারলে ২ সংস্থার অ্যাকাউন্ট বন্ধ করা এবং সম্পত্তি ক্রোক করার অধিকার সেবি-র থাকবে।
|
রাষ্ট্রপুঞ্জ থেকেই বাজারে অভিষেক আকাশ ট্যাবলেটের
সংবাদসংস্থা • রাষ্ট্রপুঞ্জ |
রাষ্ট্রপুঞ্জে আকাশ ২। প্রদর্শনে বান কি-মুন,
হরদীপ সিংহ পুরী ও সুনীত সিংহ তুলি। ছবি: এএফপি |
তথ্যপ্রযুক্তির দুনিয়ায় ভারতকে ‘সুপার-পাওয়ার’ তকমা দিলেন খোদ রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল বান কি-মুন। আর এই স্বীকৃতি জুটল সেই মুহূর্তে, যখন রাষ্ট্রপুঞ্জ থেকেই বাজারে অভিষেক ঘটল ভারতের তৈরি প্রথম কম দামের ট্যাবলেট কম্পিউটার ‘আকাশ ২’-এর। ভারত নভেম্বরে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করার দায়িত্ব পেয়েছে। সেই উপলক্ষে এ দেশের উদ্ভাবন ক্ষমতার নিদর্শন হিসেবেই নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে প্রথমবার প্রদর্শিত হল আকাশ ২। দেখালেন এটির নির্মাতা ডেটাউইন্ডের সিইও সুনীত সিংহ তুলি। ট্যাবলেটটি অত্যন্ত ছোট ও সহজে ব্যবহারযোগ্য হিসেবে প্রশংসা কুড়িয়েছে রাষ্ট্রপুঞ্জ কর্তার। পাশাপাশি, তাঁর মন্তব্য, “প্রযুক্তি ক্ষেত্রে ভারত ‘চালকের ভূমিকায়’। এবং তথ্যপ্রযুক্তিতে প্রকৃতপক্ষেই ‘সুপার পাওয়ার’। যে কারণে এ দেশের হায়দরাবাদের অপর নাম সাইবারাবাদ।” তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে আর্থিক-সামাজিক উন্নতি ও আমজনতার জীবন পাল্টে দেওয়ার মূল হাতিয়ার বলে বর্ণনা করেছেন বান। আর সেই সূত্রেই ভারতকে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। উপস্থিত ছিলেন রাষ্ট্রপুঞ্জে ভারতের রাষ্ট্রদূত হরদীপ সিংহ পুরীও।
|
বৃত্তি কেভেন্টারের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বৃত্তি নিয়ে ডাবলিনের ট্রিনিটি কলেজে পড়ার সুযোগ পাবেন আগামী শিক্ষাবর্ষ থেকে। জানিয়েছেন ট্রিনিটি কলেজের সভাপতি প্যাট্রিক জে প্রেন্ডারগাস্ট। শিল্প গোষ্ঠী কেভেন্টার-এর চেয়ারম্যান তথা আয়ার্ল্যান্ডের সাম্মানিক কনসাল মহেন্দ্র কুমার জালান এই বৃত্তির জন্য প্রায় ২ কোটি টাকা (আড়াই লক্ষ ইউরো) দিচ্ছেন। বৃত্তির নামও তাই ‘কেভেন্টার্স স্কলারশিপ।’ চুক্তি মাফিক, তাদের মধ্যে শিক্ষক আদানপ্রাদন ও যৌথ উদ্যোগে গবেষণাও চলবে।
|
এই প্রথম বাজারে শেয়ার ছাড়ায় সায় পেল ভারতী ইনফ্রাটেল। ৮০ কোটি ডলারের (৪৪০০ কোটি টাকা) শেয়ার ছাড়তে চায় ভারতী এয়ারটেলের টেলিকম টাওয়ার নির্মাতা এই শাখা সংস্থা। ইস্যু খোলার কথা ১০ ডিসেম্বর। সূত্রের দাবি, দু’বছরের মধ্যে বৃহত্তম ইস্যু এটি। |