টুকরো খবর
তিন তেল সংস্থার ভর্তুকি দাবি আরও ৩০০০ কোটি
কেন্দ্র আরও ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিলে তবেই তাদের পক্ষে এ বছর রান্নার গ্যাসের ৯টি সিলিন্ডারে ভর্তুকি দেওয়া সম্ভব হবে বলে জানিয়ে দিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। আর আগামী বছরেও এই সংখ্যক সিলিন্ডারে ভর্তুকি দিতে হলে কেন্দ্রের কাছে তাদের দাবি অতিরিক্ত ৯ হাজার কোটি টাকা। সেপ্টেম্বরে কেন্দ্র ঘোষণা করেছিল বছরে ভর্তুকিযুক্ত হারে ছ’টি সিলিন্ডার পাবেন গ্রাহকরা। কিন্তু এই ঘোষণার জেরে ঘরে-বাইরে সব ক্ষেত্রেই সমালোচনার সম্মুখীন হতে হয় ইউপিএ সরকারকে। সুরজকুণ্ডে কংগ্রেসের অধিবেশনে সিলিন্ডারের সংখ্যা বাড়ানোর বিষয়টি তোলাও হয়েছিল সভানেত্রী সনিয়া গাঁধীর সামনে। তার পর থেকেই রাজনীতির কারবারীদের একাংশের ধারণা, ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা বাড়ানো হবে। তবে সেটা ৯টা হবে না ১২টা, তা নিয়ে আশঙ্কা রয়েছে। এ দিন বিষয়টি নিয়ে প্রথমে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে বৈঠকে বসেন তেলমন্ত্রী বীরাপ্পা মইলি। আর তার পরেই তিন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার সঙ্গে বৈঠক করেন তেলমন্ত্রী। মন্ত্রক সূত্রে খবর, ভর্তুকিযুক্ত হারে ডিজেল এবং রান্নার গ্যাস বিক্রি করতে গিয়ে রোজ ৪০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে তেল সংস্থাগুলির।

সহারার আর্জি খারিজ সেবি-র ট্রাইব্যুনালে
সহারা গোষ্ঠীর আবেদন খারিজ করল সেবি-র আপিল ট্রাইব্যুনাল। সুদ-সহ ২৪ হাজার কোটি টাকা প্রায় তিন কোটি লগ্নিকারীকে ফেরত দেওয়ার নির্দেশ আগেই দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই নির্দেশ যথাযথ ভাবে সহারা পালন করছে না বলে অভিযোগ আনে বাজার নিয়ন্ত্রক সেবি। ওই অভিযোগকে মিথ্যা দাবি করে আপিল ট্রাইব্যুনালে যায় সহারা। সংস্থা এ ব্যাপারে ট্রাইব্যুনালের হস্তক্ষেপ দাবি করে। কিন্তু ট্রাইব্যুনাল আজ ওই আর্জি খারিজ করে দিয়ে বলেছে, এ ধরনের হস্তক্ষেপ শুধুমাত্র সুপ্রিম কোর্টই করতে পারে। তাই এই সংক্রান্ত আবেদনও জানাতে হবে সুপ্রিম কোর্টেই। প্রসঙ্গত, সহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট কর্প (এসআইআরইসিএল) ও সহারা হাউসিং ইনভেস্টমেন্ট কর্প (এসএইচআইসিএল) সংস্থা দু’টির বিরুদ্ধে বেআইনি ভাবে বাজার থেকে ওই তহবিল সংগ্রহের অভিযোগ ছিল। গত অগস্টে সুপ্রিম কোর্ট এক নির্দেশে ওই টাকা বছরে ১৫% সুদ সমেত লগ্নিকারীদের ফিরিয়ে দিতে বলে তাদের। সুপ্রিম কোর্ট এই সব লগ্নিকারী সংক্রান্ত নথি ১০ দিনের মধ্যে সেবি-র কাছে জমাও দিতে বলেছিল। টাকা ফেরত দেওয়ার কথা ছিল তিন মাসে। বলা হয়েছিল, না পারলে ২ সংস্থার অ্যাকাউন্ট বন্ধ করা এবং সম্পত্তি ক্রোক করার অধিকার সেবি-র থাকবে।

রাষ্ট্রপুঞ্জ থেকেই বাজারে অভিষেক আকাশ ট্যাবলেটের
রাষ্ট্রপুঞ্জে আকাশ ২। প্রদর্শনে বান কি-মুন,
হরদীপ সিংহ পুরী ও সুনীত সিংহ তুলি। ছবি: এএফপি
তথ্যপ্রযুক্তির দুনিয়ায় ভারতকে ‘সুপার-পাওয়ার’ তকমা দিলেন খোদ রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল বান কি-মুন। আর এই স্বীকৃতি জুটল সেই মুহূর্তে, যখন রাষ্ট্রপুঞ্জ থেকেই বাজারে অভিষেক ঘটল ভারতের তৈরি প্রথম কম দামের ট্যাবলেট কম্পিউটার ‘আকাশ ২’-এর। ভারত নভেম্বরে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করার দায়িত্ব পেয়েছে। সেই উপলক্ষে এ দেশের উদ্ভাবন ক্ষমতার নিদর্শন হিসেবেই নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে প্রথমবার প্রদর্শিত হল আকাশ ২। দেখালেন এটির নির্মাতা ডেটাউইন্ডের সিইও সুনীত সিংহ তুলি। ট্যাবলেটটি অত্যন্ত ছোট ও সহজে ব্যবহারযোগ্য হিসেবে প্রশংসা কুড়িয়েছে রাষ্ট্রপুঞ্জ কর্তার। পাশাপাশি, তাঁর মন্তব্য, “প্রযুক্তি ক্ষেত্রে ভারত ‘চালকের ভূমিকায়’। এবং তথ্যপ্রযুক্তিতে প্রকৃতপক্ষেই ‘সুপার পাওয়ার’। যে কারণে এ দেশের হায়দরাবাদের অপর নাম সাইবারাবাদ।” তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে আর্থিক-সামাজিক উন্নতি ও আমজনতার জীবন পাল্টে দেওয়ার মূল হাতিয়ার বলে বর্ণনা করেছেন বান। আর সেই সূত্রেই ভারতকে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। উপস্থিত ছিলেন রাষ্ট্রপুঞ্জে ভারতের রাষ্ট্রদূত হরদীপ সিংহ পুরীও।

বৃত্তি কেভেন্টারের
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বৃত্তি নিয়ে ডাবলিনের ট্রিনিটি কলেজে পড়ার সুযোগ পাবেন আগামী শিক্ষাবর্ষ থেকে। জানিয়েছেন ট্রিনিটি কলেজের সভাপতি প্যাট্রিক জে প্রেন্ডারগাস্ট। শিল্প গোষ্ঠী কেভেন্টার-এর চেয়ারম্যান তথা আয়ার্ল্যান্ডের সাম্মানিক কনসাল মহেন্দ্র কুমার জালান এই বৃত্তির জন্য প্রায় ২ কোটি টাকা (আড়াই লক্ষ ইউরো) দিচ্ছেন। বৃত্তির নামও তাই ‘কেভেন্টার্স স্কলারশিপ।’ চুক্তি মাফিক, তাদের মধ্যে শিক্ষক আদানপ্রাদন ও যৌথ উদ্যোগে গবেষণাও চলবে।

ভারতী ইনফ্রাটেল
এই প্রথম বাজারে শেয়ার ছাড়ায় সায় পেল ভারতী ইনফ্রাটেল। ৮০ কোটি ডলারের (৪৪০০ কোটি টাকা) শেয়ার ছাড়তে চায় ভারতী এয়ারটেলের টেলিকম টাওয়ার নির্মাতা এই শাখা সংস্থা। ইস্যু খোলার কথা ১০ ডিসেম্বর। সূত্রের দাবি, দু’বছরের মধ্যে বৃহত্তম ইস্যু এটি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.