টুকরো খবর |
স্কুল ভোট ঘিরে বিবাদ নলহাটিতে
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
স্কুল পরিচালন কমিটির সম্পাদকের পদ ঘিরে শরিকি বিবাদ দেখা দিয়েছে নলহাটি থানার ভগলদিঘি হাইস্কুলে। বৃহস্পতিবার এই হাইস্কুলে স্কুল পরিচালন কমিটির সম্পাদক ও সভাপতি নির্বাচন হয়। সেখানে বামপন্থী প্রগতিশীল মোর্চার প্রতিনিধি হিসেবে সমাজবাদি পার্টির বেলাল হোসেন সম্পাদক। সম্প্রতি ওই স্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে সমাজবাদী পার্টি সমর্থিত ৩ জন ও সিপিএম সমর্থিত ৩ জন মোট ৬ জন বামপন্থী প্রগতিশীল মোর্চা প্রার্থী হিসেবে জয়ী হন। সমাজবাদী পার্টির জেলা সভাপতি তানসের আলি বলেন, “এর আগে বামপন্থী জোট হিসেবে সিপিএমের নির্বাচিত প্রতিনিধি সম্পাদক ছিলেন। এ বারে আমরা সম্পাদকের দাবিদার ছিলাম। কিন্তু সিপিএম নেতৃত্ব তাতে সম্মতি না দেওয়ার জন্য মতবিরোধ সৃষ্টি হয়। শেষমেষ সিপিএমের একজন প্রতিনিধি এদিন আমাদের প্রতিনিধিদের সমর্থন করেন এবং আমাদের দলের প্রতিনিধি স্কুলের পরিচালন কমিটির সম্পাদক হন।” সিপিএমের লোহাপুর জোনাল কমিটির সম্পাদক আব্দুস সালাম বলেন, “শরিকের মধ্যে মতবিরোধ হতেই পারে। তবে এটা এমন কিছু ব্যাপার নয়।”
|
অভিযুক্তের জামিন
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
জেলা সদর সিউড়ির একটি নার্সিংহোমে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত তৃণমূলের ‘বহিষ্কৃত’ নেতা আশিস দে জামিনে ছাড়া পান। তবে কিছু কাগজপত্রে ত্রুটির জন্য ওই ঘটনায় জড়িত আশিস দের সঙ্গী রাজা চৌধুরীর জামিন হয়নি। গত ৯ নভেম্বর সিউড়ির ওই নার্সিংহোমে অস্ত্র নিয়ে ঢুকে চিকিৎসক-কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগে গত ১২ নভেম্বর রাতে পুলিশ আশিস দে ও রাজা চৌধুরীকে গ্রেফতার করে। পরের দিন সিউড়ি এসিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক ধৃতদের পাঁচদিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। ফের ৬ দিন পুলিশি হেফাজত হয়। ১৪ দিন বাদে ধৃতদের আদালতে হাজির করানো হলে বিরাচক তিনদিন জেলহাজত হয়। অভিযুক্তদের আইনজীবী দেবাশিস লালা জানান, বৃহস্পতিবার বিচারক দু’ হাজার টাকা বন্ড ও একদিন অন্তর তদন্তকারী অফিসারদের কাছে হাজিরার শর্তে আশিস দে-র জামিন মঞ্জুর করেন (অস্থায়ী জামিন)। আগামী ২৮ ডিসেম্বর আশিসবাবুকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারক।
|
সাঁইথিয়ায় কংগ্রেসের প্রতিবাদ মিছিল
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
|
ছবি: অনির্বাণ সেন। |
কয়েক দফা দাবিতে বৃহস্পতিবার সাঁইথিয়া থানার সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস। পাশাপাশি তারা ওসিকে স্মারকলিপিও দেয়। সাঁইথিয়া শহর কংগ্রেস সভাপতি পিনাকী দত্ত ও ব্লক কংগ্রেস সভাপতি প্রদীপ সরকার বলেন, “পুলিশের মানবিক আচরণ, অভিযোগ গ্রহণ করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া, রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদা বা তোলা আদায়কারী দুষ্কৃতীদের ব্যবস্থা নেওয়া, মহিলাদের যোগ্য সম্মান দেওয়া-সহ ১০ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।” ওসি কার্তিক মোহন ঘোষ বলেন, “কংগ্রেসের স্মারকলিপি পেয়েছি। তাঁদের দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ইলামবাজার |
একটি আলু বোঝাই লরির সঙ্গে একটি পাথর ভর্তি ডাম্পারের মুখোমুখি ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল দুই গাড়ির চালকের। বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে ইলামবাজার থানা এলাকার উত্তরকোনা মোড়ের কাছে, পানাগড়-দুবরাজপুর ১৪ নম্বর রাজ্য সড়কে। পুলিশ জানায়, মৃত ডাম্পার চালকের নাম অনিল বাগদি (৩৭)। বাড়ি দুবরাজপুরের বড় সালুঞ্চি গ্রামে। তবে আলুর লরির চালকের পরিচয় জানতে পারেনি পুলিশ।
|
সংঘর্ষে জখম ৮
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
খেলতে খেলতে ঝগড়া বেধেছিল দুই বালকের মধ্যে। তাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে জখম হলেন দু’টি পরিবারের ৮ জন। বৃহস্পতিবার রাতে নলহাটি থানার বানিওর গ্রামের ঘটনা। জখমদের প্রত্যেকেই রামপুরহাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে সীমন্ত সেন নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রাত পর্যন্ত কেউ অভিযোগ করেনি। |
|