এক যুবক খুনের অভিযোগে আড়রা এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ১৬ নভেম্বর সকালে বিজয় হেমব্রম (২৫) নামে এক যুবকের দেহ উদ্ধার হয়। বাসিন্দারা জানান, আগের রাতে তিনি পাশের পাড়ায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে আর বাড়ি ফেরেননি। সকালে একটি নর্দমার ধারে তাঁর দেহ দেখতে পান তাঁরা। মৃতের মাথায় আঘাতের চিহ্ন ছিল। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, ওই যুবককে খুনের ঘটনায় বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দা রাহালা মুর্মু, অনিল সোরেন ও লক্ষ্মীরাম মুর্মুকে গ্রেফতার করা হয়েছে।
|
স্থানীয়দের নিয়োগের দাবিতে নর্থ সিহারশোল কোলিয়ারি সংলগ্ন খোলামুখ খনির কাজ আটকে দিলেন বালানপুর গ্রামের বাসিন্দারা। বিকেল পর্যন্ত সমস্যা মেটেনি। গ্রামবাসীদের দাবি, স্থানীয়দের নিয়োগ করতে হবে। কয়লা খননের জন্য সংগঠিত বিস্ফোরণের জেরে গ্রামের ক্ষতি হচ্ছে। পাকা রাস্তা, একটি মন্দিরের পরিকাঠামোর উন্নয়ন ও একটি নতুন মন্দির তৈরি এবং পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করতে হবে। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে।
|
ব্যাঙ্ক থেকে টাকা তুলে কর্মক্ষেত্রে যাওয়ার পথে একটি বেসরকারি সংস্থার কর্মীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা। আসানসোল দক্ষিণ থানার ভগৎ সিংহ মোড়ের কাছে বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বেসরকারি সংস্থার ওই কর্মী অপূর্ব সেনগুপ্ত লিখিত অভিযোগে জানান, এ দিন সকালে ভগৎ সিংহ মোড় সংলগ্ন একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে টাকা তুলে জিটি রোড ধরে হেঁটে অফিস যাচ্ছিলেন তিনি। আচমকাএকটি মোটরবাইকে চেপে দুই দুষ্কৃতী পিছন দিক থেকে এসে তাঁকে ধাক্কা মারে। তিনি পড়ে যান। এর পর তাঁর হাত থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে আসানসোলের দিকে চম্পট দেয় তারা।
|
ইসিএলের সদর কার্যালয় থেকে তামার তার চুরি করার অভিযোগে এক দুষ্কৃতী গ্রেফতার করল কুলটি থানার পুলিশ। ধৃতের নাম মহম্মদ নানকু। ইসিএলের তরফে অভিযোগে জানানো হয়, বুধবার রাতে এক দল দুষ্কৃতী সদর কার্যালয়ে ঢুকে বেশ কিছু তামার তার চুরি করে পালিয়েছে। তদন্তে নেমে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।
|
এক প্রৌঢ়ের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার দুর্গাপুরের নিউটাউন শিপ থানার এমএএমসি বি ২ এলাকার একটি আবাসন থেকে দেহটি উদ্ধার হয়। পুলিশ জানায়, মৃতের নাম অসীম দত্ত (৫৭)। কয়েক দিন ধরে তিনি বাড়িতে একাই ছিলেন। তাঁর স্ত্রী আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। এ দিন ফিরে এসে স্বামীর মৃতদেহ দেখতে পান তিনি। পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়।
|
জলের পাইপ চুরির অভিযোগে মহম্মদ আরজু আলম নামে এক ব্যক্তিকে ধরল পুলিশ। আসানসোলের সেনর্যালে রোড সংলগ্ন একটি বেতার সম্প্রচার কেন্দ্রের পাশের অঞ্চল থেকে পাইপগুলি চুরি হয় বলে পুলিশ জানায়।
|
অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় আসানসোল হাসপাতালে ভর্তি হলেন এক বধূ। তার নাম অঞ্জলি রাওয়ানি। রানিগঞ্জের শালডাঙার ঘটনা। পুলিশ জানিয়েছে, এখনও কোনও অভিযোগ জমা পড়েনি।
|