আজকের শিরোনাম
জিআরপি-সংবাদপত্র বিক্রেতাদের বচসা, উত্তপ্ত শিয়ালদহ স্টেশন
আজ সকালে জিআরপি সঙ্গে সংবাদপত্র বিক্রেতাদের বচসার জেরে উত্তপ্ত হয়ে ওঠে শিয়ালদহ স্টেশন চত্বর। সংবাদপত্র বিক্রেতাদের অভিযোগ, প্রতিদিনের নির্দিষ্ট যায়গায় তাঁরা বসতে গেলে বাধা দেয় শিয়ালদহ জিআরপি। স্টেশনের অন্য একটি অংশে, ৯বি প্লাটফর্মের পাসে পার্শেল রুমে তাঁদের স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়। আর তাতে সংবাদপত্র বিক্রেতারা সম্মত না হওয়ায় বচসা বাধে। এই বচসার জেরে উত্তপ্ত হয়ে ওঠে শিয়ালদহ স্টেশন চত্বর। দীর্ঘক্ষণ বচসার পর এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।

টেস্ট ক্রিকেট থেকে অবসরে রিকি পন্টিং
অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং-এর ১৭ বছরের টেস্ট ক্রিকেট জীবনের অবসান হতে চলেছে পার্থে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচের পরেই। এমনই ঘোষণা করেছেন তিনি। ১৯৯৫ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর প্রথম টেস্ট ম্যাচ। এ পর্যন্ত ১৬৭টি টেস্টে পন্টিংয়ের সংগ্রহে মোট ১৩,৩৬৬ রান, ৪১টি সেঞ্চুরি (দ্বিতীয় স্থানে, সচিন তেন্ডুলকরের পরেই)। ২০০৪ সালে পন্টিং অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হন। অধিনায়ক হিসাবে মোট ৪৮টি টেস্ট ম্যাচে জয় যা একজন অস্ট্রেলীয় অধিনায়ক হিসাবে সর্বোচ্চ, এক বছরে সর্বাধিক টেস্ট রান (১,৫৪৪ রান, ২০০৫ সালে), এক বছরে সর্বাধিক টেস্ট সেঞ্চুরি (৭টি, ২০০৬ সালে), সব মিলিয়ে অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম রিকি পন্টিং অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের আর এক প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়ার মতই ১৬৮তম টেস্ট ম্যাচে অবসর নিচ্ছেন।

জাস্টিস কাটজুর ই-মেল, উত্তাল রাজ্য রাজনীতি
প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান জাস্টিস মার্কণ্ডেয় কাটজুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা এক ই-মেলকে ঘিরে উত্তাল রাজ্যের রাজনৈতিক মহল। জাস্টিস কাটজু তাঁর ই-মেলে লিখেছেন, “আপনার মন্ত্রীরা সবাই আতঙ্কিত। আতঙ্কের কারণ আপনার খামখেয়ালী আচরণ। দময়ন্তী সেনকে তাঁর পদে দ্রুত ফিরিয়ে আনুন। অম্বিকেশ মহাপাত্র, শীলাদিত্য ও তানিয়ার কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত। রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এটা রাজ্যের পক্ষে ক্ষতিকর।” কাটজু আরও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও সহিষ্ণু হওয়া উচিত। এর জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কিছু মানুষ, কিছু সংবাদমাধ্যম মা, মাটি, মানুষের সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায়, “রাজা চলে বাজার, কুত্তা ভৌকে হাজার”। তিনি সরকারের বিরুদ্ধে এই ধরনের মন্তব্যকে আমল দিতে নারাজ। তবে জাস্টিস কাটজুর সঙ্গে একমত রাজ্যের বিরোধি দলনেতা সূর্যকান্ত মিশ্র, কংগ্রেসের দীপা দাশমুন্সি-সহ অনেকে এবং পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের আচরণ যে গণতন্ত্র বিরোধী একটি সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে এই কথা বারবার উল্লেখ করেছেন প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান। এই ই-মেলকে ঘিরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব বাম-বিজেপি-কংগ্রেস-সহ সকল রাজনৈতিক দল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.