টুকরো খবর |
আন্দোলনে ঠায় দাঁড়িয়ে দু’টি জাহাজ
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
অসম জলপথ পরিবহণ বিভাগের সবুজ সংকেত না-মেলায় এনএইচপিসি’র প্রকল্পের টার্বাইনের যন্ত্রাংশ নিয়ে কলকাতা থেকে আসা ২টি জাহাজ আটকে পড়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে ধুবুরির হাতিচরে ব্রহ্মপুত্র নদীতে যন্ত্রাংশ নিয়ে ১১ দিন ধরে দাঁড়িয়ে রয়েছে জাহাজ দু’টি। জল বিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা করে আন্দোলনে নেমেছে একাধিক সংগঠন। তারাই ওই জাহাজ দু’টিকে ঢুকতে বাধা দিচ্ছে। এ দিন রাস্তা অবরোধ থেকে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখিয়ে তারা জাহাজ দু’টিকে ঢুকতে না দেওয়ার দাবি তোলেন। ধুবুরির অতিরিক্ত জেলাশাসক এনএফএইচ হুসেন বলেন, “ওদের দাবির বিষয়টি অসম সরকার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকারি নির্দেশ মেনে কাজ হবে।” এনএইচপিসি সূত্রে জানা গিয়েছে, উত্তর অসমে লক্ষ্মীপুর জেলার গেরুকামুখে এনএইচপিসি’র নামনি সোয়ানসিড়ি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ওই যন্ত্রাংশ আনা হয়েছে। জাহাজ দু’টির মধ্যে একটি বাংলাদেশের। গত ৭ অক্টোবর কলকাতার খিদিরপুরের নেতাজি সুভাষ ‘ডক’ থেকে একটি জাহাজে ওই যন্ত্রাংশ পাঠানো হয়। জাহাজটি ওই সরঞ্জাম নিয়ে বাংলাদেশ হয়ে আসার সময় ‘বার্জ’টিকে টেনে আনতে না-পারায় বাংলাদেশের একটি জাহাজের সাহায্য নেওয়া হয়। জাহাজ দু’টি অসমের গুয়াহাটির পাণ্ডু ঘাটের উদ্দেশে রওনা হয়েছিল। ১৭ নভেম্বর জাহাজ দুটি হাতিচর এসে পৌঁছয়। এর পর অনুমতি না মেলায় সেখানেই দাঁড়িয়ে রয়েছে। যে প্রকল্পের যন্ত্রাংশ নিয়ে যাওয়া হচ্ছে তার বিরোধিতা করে দু বছর ধরে আন্দোলন করছে আসু, অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতি নামে মোট ২৬টি অরাজনৈতিক সংগঠন।
|
অস্বাভাবিক মৃত্যু বাঙালি মহিলা বায়ুসেনার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভারতীয় বিমানবাহিনীর এক মহিলা স্কোয়াড্রন লিডারের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর নাম আনন্দিতা দাস (২৯)। বুধবার ভোরে রাজস্থানের জোধপুরে রতনাডা থানা এলাকার বায়ুসেনা অফিসার আবাসনে নিজের ফ্ল্যাটের সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যায়। তাঁর স্বামীই পুলিশে খবর দেন। জোধপুর জেলা পুলিশ সূত্রের খবর, ঘরের সিলিং ফ্যান থেকে আনন্দিতার দেহ ঝুলছিল। তাঁর অস্বাভাবিক মৃত্যুর কারণ কী, রাত পর্যন্ত সেখানকার পুলিশ তা জানাতে পারেনি। এটি আত্মহত্যার ঘটনা কি না, সেই ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়নি। মেলেনি কোনও ‘সুইসাইড নোট’-ও। পুলিশের বক্তব্য, ময়না-তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর ঠিক কারণ জানা যাবে। প্রতিরক্ষা বিভাগের জোধপুরের মুখপাত্র জানান, ওই ঘটনা নিয়ে ‘কোর্ট অফ এনকোয়ারি’ বা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় মহাত্মা গাঁধী হাসপাতালের মর্গে আনন্দিতার মৃতদেহ রাখা আছে। আজ, বৃহস্পতিবার কলকাতা থেকে ওই মহিলা অফিসারের বাবার জোধপুরে পৌঁছনোর কথা। তাঁর সামনেই মৃতদেহের সুরতহাল করা হবে। আজ ময়না-তদন্তও করবেন চিকিৎসকেরা। রাজস্থান পুলিশের এক কর্তা জানান, আনন্দিতার বাপের বাড়ি কলকাতায়। বছর ছয়েক আগে তিনি বিমানবাহিনীতে যোগ দেন। ‘গ্রাউন্ড ডিউটি’ করতেন। বিয়ে হয় চার বছর আগে। তাঁর স্বামী ভিক্টর নায়ারও বায়ুসেনার ‘স্কোয়াড্রন লিডার’ তথা পাইলট। স্বামী-স্ত্রী একসঙ্গেই থাকতেন। ওই দম্পতি গত সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের বরেলী থেকে বদলি হয়ে জোধপুরে আসেন।
|
আন্তর্জাতিক আদালতে যেতে আপত্তি কেন্দ্রের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
তিনি কার্গিল যুদ্ধের নায়ক হলেও তাঁর পরিবারের অনুরোধে সাড়া দিচ্ছে না ভারত সরকার। ভারতীয় সেনা অফিসার লেফটেন্যান্ট সৌরভ কালিয়া ১৯৯৯-এ যুদ্ধে ধরা পড়ার পরে পাকিস্তানে ভয়ঙ্কর অত্যাচারে মারা যান বলে অভিযোগ। অসংখ্য ক্ষতচিহ্ন-সহ তাঁর প্রায় পচাগলা দেহ উদ্ধার হয়। কালিয়ার পরিবারের আর্জি ছিল, বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অপরাধদমন আদালতে পাকিস্তানের বিরুদ্ধে সরব হোক ভারত। এ দেশের সরকার কালিয়ার পরিবারের প্রতি সহানুভূতিশীল হলেও এই মামলায় পাকিস্তানকে আন্তর্জাতিক অপরাধদমন আদালতে ডাকা অসম্ভব বলেই মনে করছে তারা। তা ছাড়া ভারত ওই আদালতের সদস্যও নয়। তাই যদি ভারত ওই আদালতে যাওয়ার চেষ্টাও করে, পাকিস্তান সেখানে অন্য পক্ষ হতে না চাইলে সে মামলা বাতিল হয়ে যাবে আন্তর্জাতিক অপরাধ দমন আদালতে। তাদের দেশে ভারতীয় সেনা ও জওয়ানদের উপরে অত্যাচারের অভিযোগ পাকিস্তান অবশ্য বরাবরই অস্বীকার করে এসেছে। এই টানাপোড়েনে পার হয়ে গিয়েছে ১৩টি বছর। সৌরভ কালিয়ার পরিবার বিচারের আশায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। দেশের শীর্ষ আদালত কোন পথে এগোয়, তা দেখতে চাইছে কেন্দ্র।
|
জঙ্গি সংঘর্ষ, নিহত তিন
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
পলামুর পালঘাটি জঙ্গলের দখল নিয়ে দু’টি জঙ্গি সংগঠনের লড়াইয়ে আজ সকালে তিন জন কট্টর জঙ্গি নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, সিপিআই (মাওবাদী)-র সঙ্গে স্থানীয় জঙ্গি সংগঠন ঝাড়খণ্ড প্রস্তুতি কমিটি (জেপিসি)-র সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে নিহত হয়েছে পলামুর জেপিসি কম্যান্ডার বাবুলাল ওরফে অবিনাশ ভুঁইয়া এবং তার প্রধান দুই অনুগামী বিক্রম এবং প্রশান্ত। তারা তিন জনই জেপিসির প্রথম সারির জঙ্গি। বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে। গুলিতে জখম দু’পক্ষের আরও পাঁচজন। পুলিশ জানিয়েছে, পলামু জেলার পাঁকি থানার পালঘাটি জঙ্গলের দখল নিতে সম্প্রতি মাওবাদীদের পাশাপাশি তৎপর হয়ে উঠেছিল জেপিসি-র জঙ্গিরাও। ওই বিরোধকে ঘিরেই এ দিন সকালে দুই জঙ্গি গোষ্ঠীর সংঘর্ষ বাধে। প্রায় আধ ঘণ্টা ধরে চলে দু’পক্ষের গুলির লড়াই। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছতেই জঙ্গিরা জঙ্গলে গা-ঢাকা দেয়। গুলিবিদ্ধ অবস্থায় পাঁচ জন পালিয়েছে। পুলিশ সুপার অনুপ টি ম্যাথু জানান, ঘটনাস্থল থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করেছে।
|
অস্ত্র ভাণ্ডারের খোঁজ মিলল হাজারিবাগে
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
হাজারিবাগের চাপরি জঙ্গলে চাঞ্চল্যকর এক অস্ত্র ভাণ্ডারের খোঁজ পেল পুলিশ। ওই জঙ্গলের কাজু বাদাম গাছের তলায় মাটি খুঁড়ে রকেট লঞ্চার, রাইফেল, গ্রেনেড, মেশিনগান ছাড়াও উদ্ধার হয়েছে প্রচুর তাজা কার্তুজ। রাজ্য পুলিশ কর্তাদের সন্দেহ, অস্ত্র ভাণ্ডারটি যৌথ ভাবে গড়ে তুলেছিল হাজারিবাগ ও রামগড়ের জঙ্গিরা। পুলিশ জানিয়েছে, অস্ত্র ভাণ্ডারের খোঁজ মেলার পিছনে বন কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চাপরি জঙ্গলের কাজু বাদাম গাছের তলার মাটি খোঁড়াখুঁড়ি অবস্থায় দেখে বন কর্মীদের সন্দেহ হয়। তাঁরা পুলিশকে জানায়। কাল সন্ধ্যায় যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে অস্ত্র উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, বড়-ছোট মিলিয়ে ১৭টি রকেট লঞ্চার, শতাধিক গ্রেনেড, ছয়টি রাইফেল, একটি মেশিনগান পাওয়া গিয়েছে। এ ছাড়াও রাইফেল এবং মেশিনগানের প্রায় ১৬ হাজার কার্তুজ উদ্ধার হয়েছে।
|
পথ দুর্ঘটনায় মৃত সাত
নিজস্ব সংবাদদাতা • পটনা |
জাতীয় সড়কে এক পথ দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। এ দিন ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জে ২৮ নম্বর জাতীয় সড়কে দুপুর ১২টা নাগাদ। পুলিশ জানিয়েছে, পূর্ণিমাতে গণ্ডক নদীতে স্নান সেরে মোতিয়ারির বাসিন্দারা একটি জিপ গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। এমন সময় সামনে চলে আসে একটি বড় ট্রাক। তার সঙ্গে জিপ গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই এক শিশু-সহ তিন জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান আরও চার জন। এসডিপিও (সদর) নির্মলা বলেন, “গাড়িটিতে ১২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে সাত জনের মৃত্যু হয়েছে। অনেকের আঘাত গুরুতর। তাঁদের চিকিৎসা চলছে।”
|
বাঙালি দম্পতি খুন জামশেদপুরে
সংবাদসংস্থা • রাঁচি |
বাঙালি দম্পতি ও তাঁদের মেয়ের খুনের তদন্তে পুলিশ।
জামশেদপুরের সিধগোড়ায়। ছবি: পার্থ চক্রবর্তী। |
জামশেদপুরের সিধগোড়ায় এক বাঙালি দম্পতি এবং তাঁদের মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে। খুন করে আততায়ীরা বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে দেয়। বুধবার তালা ভেঙে মৃতদেহ তিনটি উদ্ধার করেছে পুলিশ। পারিপার্শ্বিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, যে আততায়ীরা তাঁদের খুন করেছে তারা নিহতদের পরিচিত। পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের অনুমান। নিহতেরা হলেন, কমল চট্টোপাধ্যায় (৬০), তাঁর স্ত্রী শ্যামলী চট্টোপাধ্যায় (৫৪) এবং কন্যা পিয়ালি চট্টোপাধ্যায় (২১)।
|
ফের প্রার্থী হলেন মোদী-ঘনিষ্ঠ অমিত
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
তিনি গুজরাতের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। যিনি সোহরাবুদ্দিন শেখ ভুয়ো সংঘর্ষ মামলায় অন্যতম অভিযুক্ত। যাঁর কোর্টের নির্দেশে নিজের রাজ্যে ঢোকাও বন্ধ। সেই অমিত শাহকে গুজরাতের আসন্ন বিধানসভা ভোটে ফের দাঁড় করাচ্ছে বিজেপি। তারা আজ তৃতীয় দফার যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তাতে নারানপুরা বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ অমিত শাহের নামই ঘোষণা করা হয়েছে।
|
আগুন ঘন্টি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আগুনের বার্তা দিয়ে বিপদ ঘন্টি বেজে উঠল সংসদের অ্যানেক্স বিল্ডিংয়ে। কিন্তু দেখা গেল আগুন লাগেনি। বুধবার সংসদের অ্যানেক্স বিল্ডিংয়ের ঘটনা। সংসদে ঝালাইয়ের কাজ করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দমকলের অফিসার। দমকলের ৬টি গাড়ি এসেছিল আগুনের খবর পেয়ে।
|
যৌথ নৌ-মহড়া
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ভারতীয় নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে এ বার এগিয়ে এল রাশিয়া। আগামী রবিবার তিনটি রুশ যুদ্ধজাহাজ মুম্বইয়ে আসবে। ভারতীয় নৌবাহিনীর সঙ্গে দু’দিনের যৌথ নৌ-মহড়ায় অংশগ্রহণ করবে তারা। |
|