ফের আগুন বাংলাদেশে
সংবাদসংস্থা • ঢাকা |
ফের আগুন লাগল বাংলাদেশের কাপড় কারখানায়। সোমবার সকালে ঢাকার কাছে দশ তলা উঁচু একটি বহুতলে হঠাৎ আগুন লেগে যায়। বহুতলটিতে তিনটি কাপড় কারখানা ছিল। দু’ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় দমকল। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। রবিবারই ঢাকার আর একটি কাপড় কারখানায় আগুন লেগে মৃত্যু হয়েছিল ১২৪ জন কর্মচারীর। পর পর দু’টি দুর্ঘটনার জেরে কাপড় কারখানার কিছু কর্মচারী এ দিন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার দাবিতে বিক্ষোভ দেখান। |
উঠতে পারে নিষেধাজ্ঞা
সংবাদসংস্থা • লন্ডন |
বিশেষ বিশেষ ক্ষেত্রে গর্ভপাতকে আইনি স্বীকৃতি দিতে পারে আয়ারল্যান্ড সরকার। সরকারি ব্যয় এবং সংস্কার মন্ত্রী ব্রেনডান হাউলিন জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছিল। কোনও কোনও ক্ষেত্রে গর্ভপাতের পক্ষেই সুপারিশ করেছে তারা। |
মঙ্গলে ঝড়
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
ঝড় উঠেছে। আর তাতেই চিন্তায় নাসার বিজ্ঞানীরা। ঝড়ের প্রতিটা মুহূর্ত পর্যবেক্ষণ করে যাচ্ছেন তাঁরা। কারণ ঝড়ের উৎসস্থল যে মঙ্গলগ্রহ। যে গ্রহের মাটিতে এখন পরীক্ষা চালিয়ে যাচ্ছে নাসার মানসসন্তান কিউরিওসিটি। তবে আশার কথা, কিউরিওসিটি থেকে অনেক দূরে রয়েছে সেই ঝড়। তাই তার উপর এর কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছেন বিজ্ঞানীরা। |
চিনে ভূমিকম্প
সংবাদসংস্থা • বেজিং |
ভূমিকম্পে কেঁপে উঠল চিনের শিনজিয়াং প্রদেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। কম্পনে উত্তর-পশ্চিম চিনের ওই এলাকায় এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। |
চুল কাটার নয়া আইন
কুয়ালালামপুরে |
ছেলেরা মেয়েদের চুল কেটে দেবে না, মেয়েরাও ছেলেদের চুল কাটবে না। মেয়েদের যৌন হেনস্থা রুখতে এমনই আইন চালু হল মালয়েশিয়ার কেলানতান
রাজ্যে। রাজ্যের সংস্কৃতি এবং পর্যটন বিভাগের চেয়ারম্যান জানিয়েছেন, ১০ বছর আগেই এই ইসলামি নীতি চালু হয়েছিল এই রাজ্যে। কিন্তু এত দিনে তা আইনে পরিণত হল। |