|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
ভুলতে পারেননি ঐতিহ্যকে |
মৃণাল ঘোষ |
সম্প্রতি অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল তপন কর্মকারের ছবির তৃতীয় একক প্রদর্শনী। তাঁর শিল্পশিক্ষা ইন্ডিয়ান আর্ট কলেজে। শুরু থেকেই সুনামের সঙ্গে তিনি বিভিন্ন ছবির কাজ করেছেন। এ বার এই প্রদর্শনীতে অ্যাক্রিলিকে আঁকা ১৭টি ছবিতে তিনি কাজ করেছেন। তবে সব ছবিই ঐতিহ্য-সম্পৃক্ত দেশীয় আঙ্গিক নিয়ে। রাধাকৃষ্ণ, কৃষক ও গ্রামীণ নানা বিষয় নিয়ে তাঁর ছবি। অত্যন্ত বুদ্ধিদীপ্ত কাজ। রেখারূপে কোথাও কোথাও তীক্ষ্ণ জ্যামিতিক কৌণিকতা আনার চেষ্টা করেছেন। কিন্তু আঙ্গিকটি ভাল করে রপ্ত না হওয়ায় অনেক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে। কিন্তু ‘ইন দ্য স্টর্ম’ ছবিটি উল্লেখযোগ্য অন্য কারণে। ঝড়ের সন্ধ্যায় একটি গরুকে টেনে নিয়ে যাচ্ছে এক জন রাখাল। যেন বাস্তবকে এক ঝলক দেখতে পাওয়া। এক অনন্য অনুভূতি। বলতেই হয়, ছবিটিতে শিল্পীর মনন ও দক্ষতার পরিচয় আছে। শিল্পীর সাফল্য সেখানেই। |
|
প্রদর্শনী
চলছে
সিমা: ‘আর্ট মেলা’ কাল শেষ।
চিত্রকূট:
প্রিয়া দেব, উত্তম ঘোষ, প্রতাপ দত্ত প্রমুখ কাল শেষ।
তাজ বেঙ্গল: বরুণ সাহা ২৬ নভেম্বর পর্যন্ত।
বিড়লা অ্যাকাডেমি: সিদ্ধার্থ সেনগুপ্ত কাল শেষ।
কেমোল্ড: সঞ্জু মান্না, অভিজিৎ গুহ প্রমুখ ৩০ নভেম্বর পর্যন্ত।
গ্যালারি ৮৮: ইন্দ্রপ্রমিত রায় ১৫ ডিসেম্বর পর্যন্ত। |
|
|
|
|
|