টুকরো খবর
চিকিৎসক নিয়োগে অনিয়মের নালিশ
এক হোমিওপ্যাথি চিকিৎসকের নিয়োগ নিয়ে বেনিয়মের অভিযোগ উঠল সাগরদিঘির বন্যেশ্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। সরকারি নির্দেশমত রাজ্যে যে সব পঞ্চায়েত এলাকায় চিকিৎসার সুবিধা নেই, সেখানে এক জন করে এ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি ডাক্তার নিয়োগকে নিয়োগ করতে হবে। কিন্তু নিয়োগের ক্ষেত্রে এলাকাবাসীদের অগ্রাধিকার দিতে হবে। অভিযোগ, পঞ্চায়েত এই নিয়ম মানেনি। ওই পঞ্চায়েত এলাকারই আতিউর রহমান ওই পদের জন্য আবেদন করেছিলেন। তিনি বলেন, “নিযুক্ত ডাক্তার এই পঞ্চায়েতের বাসিন্দা নন। এমনকী, তিনি সাগরদিঘি ব্লকেও থাকেন না। ভোটার তালিকা অনুযায়ী তাঁর বাড়ি রঘুনাথগঞ্জে। তাই এই নিয়োগ নিয়ম বহির্ভূত।” বনেশ্বর পঞ্চায়েতের প্রধান সিপিএমের বাঁকু মাল বলেন, “ডাক্তারের বাড়ি এই পঞ্চায়েত এলাকাতেই। তিনি জমিজমার জন্য পঞ্চায়েতে করও দেন। এছাড়াও আবেদনকারীদের মধ্যে তিনিই সবার চেয়ে যোগ্য। তাই অভিযোগ ঠিক নয়।” সাগরদিঘি ব্লকের বিডিও সিদ্ধার্থ গুই বলেন, “নিয়োগ নিয়ে কোনও বেনিয়ম হয়নি। বন্যেশ্বরের স্থায়ী বাসিন্দা হিসেবেই নিয়োগপত্র পেয়েছেন তিনি। অস্থায়ীভাবে তিনি কোথাও থাকতেই পারেন। সেক্ষেত্রে সেই ঠিকানাতেই তাঁর ভোটার তালিকায় নাম উঠবে।”

আন্দোলনে পরিষেবার উন্নতি দাবি
জেলা হাসপাতালে আইসিইউ, এসএনসিইউ চালু সহ পরিষেবার সামগ্রিক উন্নয়নে আন্দোলনে নামল এসইউসি প্রভাবিত হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটি। বৃহস্পতিবার দিনভর কমিটির কয়েকশো সদস্য শহরের ঘড়িমোড় এলাকায় অবস্থান বিক্ষোভ করেন। এর পরে তাঁরা বিক্ষোভ মিছিল করে রায়গঞ্জের কর্ণজোড়ায় উত্তর দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপিও দেন। কমিটি চেয়ারপার্সন মাধবীলতা পাল বলেন, “পরিকাঠামোর অভাবে গত কয়েক বছর ধরে হাসপাতালে আইসিইউ বন্ধ হয়ে পড়ে রয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাবে এসএনসিইউ চালু হচ্ছে না। বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, নার্স, টেকনিশিয়ান ও ওষুধের অভাব রয়েছে। এ সবের সমাধান না হলে কমিটির তরফে হাসপাতাল চত্বরে আমরণ অনশনে বসা হবে।

ওষুধের দাম কমাতে নয়া নীতি কেন্দ্রের
অত্যাবশ্যক ওষুধের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে নয়া নীতিতে সায় দিল কেন্দ্র। ওষুধের দাম নির্ধারণ সম্পর্কে এই নীতি অনুযায়ী, এ বার থেকে ৩৪৮টি অত্যাবশ্যক ওষুধের দাম নিয়ন্ত্রণ করবে সরকার। আগে ওই সংখ্যা ছিল ৭৪। ওই নীতি অনুযায়ী, একটি নিয়ন্ত্রিত ওষুধের সর্বোচ্চ দাম হিসাব করা হবে এক শতাংশের বেশি বাজার দখল আছে, এমন সমস্ত ব্র্যান্ডের ওষুধের গড় দামের ভিত্তিতে। এ ছাড়া, এই নতুন নীতিতে ওষুধের গবেষণায় উদ্ভাবনী ক্ষমতা বিকাশের সুযোগ ও দেশের ওষুধ শিল্পের উন্নয়নে প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলার উপরেও জোর দিতে চেয়েছে কেন্দ্র।

খিচুড়ি খেয়ে অসুস্থ
কালীপুজো হয়ে গিয়েছে কবেই। সেই উপলক্ষে ভোজ ছিল বুধবার। তারই বাসি খিচুড়ি খেয়ে বৃহস্পতিবার অসুস্থ হলেন প্রায় ৬০ জন। অন্ডালের উখড়ার বড়পাড়া, পাঁচকালীতলা এলাকার ওই বাসিন্দারা রাতে খান্দরা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন।

দিল্লিতে ডেঙ্গি
রাজধানীতে আবার ৩৬ জনের ডেঙ্গি ধরা পড়েছে। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.