মেঘ কাটছে, কাল থেকে শীতের আশা |
শীতের জন্য প্রার্থনায় অবশেষে প্রসন্ন হতে চলেছে প্রকৃতি। নিম্নচাপের মেঘ কেটে আকাশ পরিষ্কার হতেই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় দু’ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছে। কাল, শনিবারের মধ্যে তা ১৭ ডিগ্রিতে নেমে যেতে পারে বলে আবহবিদেরা মনে করছেন। সে-দিন থেকেই শীতের ছোঁয়া মিলবে মহানগরীতে। আলিপুর আবহাওয়া দফতরের খবর, বুধবারেও কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রির উপরে। বৃহস্পতিবার তা কমে হয় ১৯ ডিগ্রি। রাজ্যের পশ্চিমাঞ্চলেও তাপমাত্রা নামছে। এ দিন শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি। আজ, শুক্রবার তা ১৩ ডিগ্রিতে নেমে যেতে পারে। শনি-রবিবার নাগাদ তা ১০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা ধেয়ে আসায় কাশ্মীরে আবার তুষারপাত হচ্ছে। উত্তর ভারতে কনকনে হাওয়া বইছে। পঞ্জাব, দিল্লি, রাজস্থান, হরিয়ানায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। ভূস্বর্গের তুষারপাত এবং নিম্নচাপের বিদায় শীতের পথ প্রশস্ত করেছে। শীঘ্রই হাজির হবে উত্তুরে হাওয়া।
|
উপনির্বাচন দ্রুত চেয়ে কমিশনে যাচ্ছে কংগ্রেস |
তৃণমূল তাদের দুই বিধায়ককে ভাঙিয়ে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁদের কেন্দ্রে তড়িঘড়ি উপনির্বাচন করানোর জন্য তৎপর হয়ে উঠল কংগ্রেস। রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবীর ও ইংলিশবাজারের বিধায়ক কৃষ্ণেন্দু চৌধুরী কংগ্রেস ছেড়ে গতকালই আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিয়ে রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিয়েছেন। আর আজই প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য আজ জানিয়ে দিয়েছেন, রেজিনগর ও ইংলিশবাজারে অবিলম্বে উপনির্বাচন করানোর জন্য তাঁরা শীঘ্রই নির্বাচন কমিশনের কাছে দাবি জানাবেন। একই সঙ্গে নলহাটি বিধানসভাতেও উপনির্বাচন দ্রুত করানোর দাবি জানানো হবে। রাজ্যে পঞ্চায়েত ভোটের আগেই ওই তিন কেন্দ্রে উপনির্বাচন চাইবেন তাঁরা।
|
সব বিশ্ববিদ্যালয়ে নাটক, নাচগানের পাঠ চায় রাজ্য |
রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে নাচ-গান-নাটক ইত্যাদির মতো চারুকলা বিভাগ চালু করতে চায় সরকার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস বলেন, “খুব ভাল প্রস্তাব। অর্থসাহায্য পেলে এই বিভাগ খুলতে আপত্তি নেই।” প্রস্তাব এলে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানান যাদবপুরের উপাচার্য শৌভিক ভট্টাচার্যও। উচ্চশিক্ষার পরিস্থিতি যাচাইয়ে রাজ্য উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যান সুগত মারজিৎ ও অন্য সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পরে সুগতবাবু বলেন, “পারফর্মিং আর্ট বা প্রয়োগকলার বিভাগ খোলার জন্য সব বিশ্ববিদ্যালয়ে প্রস্তাব পাঠানো হবে। কত টাকা লাগবে, জানিয়ে প্রকল্প জমা দিতে হবে।” বিশ্বভারতী ও রবীন্দ্রভারতীতে চারুকলার ক্লাস হয়। তা হলে সব বিশ্ববিদ্যালয়ে এই বিভাগের দরকার কী? সুগতবাবু বলেন, “এ ধরনের কলা বর্তমান শিক্ষা ব্যবস্থার অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ। তাই এই উদ্যোগ।”
|
শিক্ষার অধিকার আইন কার্যকর হয়েছে ইতিমধ্যেই। বেসরকারি স্কুলে অন্তত ২৫% আসনে গরিব পরিবারের ছেলেমেয়েদের ভর্তি করতে হবে বলে ফের জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার শিক্ষার সঙ্গে যুক্ত এক স্বেচ্ছাসেবী সংস্থা আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “বয়সের প্রমাণপত্র বা অন্য প্রয়োজনীয় নথি না-থাকলেও কোনও শিশুর ভর্তি নিয়ে আপত্তি তোলা যাবে না। কারণ, ৬-১৪ বছরের সব বালক-বালিকার অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা জরুরি।”
|
সদ্য গঠিত দুর্নীতি দমন শাখাকে থানার মর্যাদা দিল রাজ্য। তবে থানা হলেও রাজ্য সরকারি কর্মী বা সংস্থার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের জন্য তাদের অনুমতি নিতে হবে স্বরাষ্ট্র দফতরের কাছে। তদন্তের পরে স্বরাষ্ট্র দফতরে রিপোর্ট পাঠাতে হবে। তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ ঠিক করবে স্বরাষ্ট্র দফতর। |