টুকরো খবর
জগদ্ধাত্রীতে আলোয় ভাসছে বীরনগর
কৃষ্ণনগর রাজবাড়ির নিয়ম মেনে নদিয়ার বীরনগরে ‘আদি মা’-র পুজো হয়। বীরনগর পুরসভার উত্তরপাড়ায় অগ্রদূত সংঘের পরিচালনায় নিজস্ব মন্দিরে এই ‘আদি মা’ অর্থাৎ জগদ্ধাত্রী পুজো হয়। বৃহস্পতিবার একদিনেই সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো হয়। সকালে সাদা ভাত, দুপুরে পোলাও এবং বিকেলে খিচুড়ি ভোগ দেওয়া হয়। বিসর্জন হবে শনিবার। ওই দিন সকালে শোভাযাত্রা সহযোগে ঘট বিসর্জন ও রাতে প্রতিমা নিরঞ্জন হবে। রীতি মেনে আজও ৩০ জন বেহারা ঘাড়ে করে প্রতিমা নিরঞ্জন দেন। পুজো কমিটির তরফে সমীরণ রায় বলেন, “কৃষ্ণনগরের রাজবাড়ির নিয়ম মেনে এখানে একদিনই পুজো হয়। রাজবাড়ির পুরোহিতের বংশধরেরা এখানে পুজো করেন। পুজোর জন্য কারও কাছে চাঁদা নেওয়া হয় না।” দক্ষিণ ভারতের একটি মন্দিরের অনুকরণে তৈরি হয়েছে দক্ষিণপাড়া বারোয়ারি সংঘের পুজোমণ্ডপ। থাকবে ছৌ-নৃত্য, আতসবাজির প্রদর্শনী। রবীন্দ্রনাথের হাট কবিতার আদলে ইয়ংস্টার ক্লাবের মণ্ডপ। ডাকের সাজের প্রতিমা। বসে মেলা। চক্রবর্তীপাড়া রিক্রিয়েশন ক্লাবের মণ্ডপ সজ্জায় বিদ্যাসাগরের মূর্তি ও বর্ণ পরিচয় তুলে ধরা হয়েছে। পাটকাঠি, বিচালি ও শালপাতা দিয়ে তৈরি ইয়ং রিক্রেয়েশন ক্লাবের মণ্ডপ। বীরনগর পুরসভার চেয়ারম্যান কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায় বলেন, “ছোট বড় মিলিয়ে ৩০টি পুজো হয়েছে। সোমবার বিসর্জন। এ বার মূল আকর্ষণ ছিল চন্দননগরের আলো।”

জমি বিবাদে কুপিয়ে খুন
বাজারের ভিতরে বুধবার রাতে কুপিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। কৃষ্ণনগর দিগনগর ঘোলাপাড়ার বাসিন্দা ওই ব্যক্তির নাম সুনীল ঘোষ (৫৮)। তদন্তে পুলিশ জানায়, সম্পত্তি-বিবাদেই ওই খুন। যে বাড়িটি নিয়ে বিবাদ তার সঙ্গে জড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথের নাম। জমিটির বর্তমান মালিক জিতেন সেন। ১৯৯৪ সালে তাঁরা পাঁচ ভাই বাংলাদেশের কাঁদাপাড়া থেকে এসে প্রশান্ত গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে ওই বাড়ি ও তা সংলগ্ন জমি কেনেন। প্রশান্তবাবু ছিলেন রবীন্দ্রনাথের দিদি সৌদামিনীদেবীর স্বামী সারদাপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের বংশধর। রবীন্দ্র গবেষক সুধীর চক্রবর্তী বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি সৌদামিনীদেবীর শ্বশুরবাড়ি ছিল দিগনগরে। মামা-ভাগ্নের সম্পর্ক হলেও সত্যপ্রসাদ ছিলেন রবীন্দ্র-ঘনিষ্ঠ। তিনি এই বাড়িতে এসেছিলেন।” নবতিপর জিতেনবাবুর কথায়, “আমরা রবীন্দ্রনাথের জামাইবাবু সারদাপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের বংশধর প্রশান্ত গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে মোট ১১ একরের এই সম্পত্তি কিনেছিলাম। ভাগের জমি থেকে ২৮ শতক বিক্রি করতে চাই। তাই কিনতে চেয়েছিলেন সুনীলবাবু। তাঁকে খুন করা হয়েছে।”

অপসারিত কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
মেয়াদ ফুরনোর আগেই সরিয়ে দেওয়া হল বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজকুমার সান্যালকে। বৃহস্পতিবার রাতে আচার্য তথা রাজ্যপালের দফতর থেকে ফ্যাক্স পাঠিয়ে নতুন উপাচার্য ও সহ-উপাচার্যের নাম জানিয়ে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। নতুন উপাচার্য হলেন চিত্তরঞ্জন কোলে এবং সহ উপাচার্য বিশ্বপতি মণ্ডল। চিত্তরঞ্জনবাবু ওই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র। বর্তমানে আমেরিকার ক্লেমসন বিশ্ববিদ্যালয়ের গবেষণা অধিকর্তা। বিশ্বপতিবাবু বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়েরই গবেষণা-অধিকর্তা। আর্থিক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে চলতি বছরের গোড়ায় সরোজবাবুকে জড়িয়ে বিতর্কের ঝড় উঠেছিল। তাঁর অপসারন চেয়ে অনশন শুরু করেছিলেন কর্মীদের একাংশ। এ ব্যাপারে বিশেষ তদন্তকারী দল গনে এরপরেই তদন্ত শুরু করেছিল সরকার। একই সঙ্গে কল্যাণীর মহকুমাশাসক শৈবাল চক্রবর্তীকে ডিডিও (ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার) পদে নিয়োগ করা হয়।

বহিরাগতদের প্রবেশ নিয়ে উত্তেজনা
বহিরাগতদের কলেজে প্রবেশকে কেন্দ্র করে ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের বাদানুবাদে উত্তেজনা ছড়িয়েছে, বেলডাঙা এসআরএফ কলেজে। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ ছাত্র পরিষদের ব্লক সভাপতি কলেজের ছাত্র না হওয়া সত্ত্বেও কলেজে ঢুকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। ছাত্র পরিষদের বক্তব্য, কলেজের ইউনিয়ন আমাদের দখলে। তাই আমাদের সংগঠনের ব্লক সভাপতি কলেজে আসতেই পারেন। এতে অন্যায়ের কিছু নেই। দুই পক্ষের এই টানাপোড়েনে কলেজে অশান্তি রুখতে বুধবার পুলিশ মোতায়েন করতে হয়। অচলাবস্থা কাটাতে বৃহস্পতিবার কলেজের সমস্ত পক্ষকে নিয়ে বেলডাঙা-১ ব্লক প্রশাসনের পক্ষে একটি মিটিং ডাকাও হয়। ছাত্র পরিষদের বেলডাঙা-১ ব্লক সভাপতি হাসিবুর চৌধুরী বলেন, “তৃণমূল আশ্রিত সিপিএমের দুষ্কৃতীরা আমাদের কর্মী সমথর্কদের খুনের হুমকি দিচ্ছে। গালিগালাজ করছে। পুলিশকে জানিয়েছি।” জবাবে তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি গনেশ দাস বলেন, “আমাদের কর্মী সমর্থকদের কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না। খুনের হুমকিও দেওয়া হচ্ছে।” কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাতা মুখোপাধ্যায় বলেন, “বুধবার কলেজে উত্তেজনা ছিল। বৃহস্পতিবার দুই ছাত্র সংগঠন ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে প্রশাসন বৈঠক করেছে।”

বাস উল্টে জখম ৪০
রাস্তার বাঁক ঘুরতে দিয়ে উল্টে গেল একটি বেসরকারি বাস। দুর্ঘটনায় জখম অন্তত ৪০ জন যাত্রীকে ভর্তি করা হয়েছে কৃষ্ণপুর ব্লক প্রাথমিক হাসপাতালে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে ওই বাসটি জঙ্গিপুর থেকে লালগোলা হয়ে বহরমপুরে আসছিল। সেই সময়ে লালগোলার ঘোলদহ মোড়ের কাছে বাঁক নিতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলি উল্টে যায়। দুর্ঘটনার পরেই স্থানীয় গ্রামবাসীরা উদ্ধার করে আহত বাসযাত্রীদের স্থানীয় কৃষ্ণপুর ব্লক প্রাথমিক হাসপাতালে ভতি করান। আহত যাত্রী মনোয়ারা বেওয়া, শহিউদ্দিন শেখদের কথায়, একে রাস্তা খারাপ তারউপরে জোরে বাস চালানোর ফলেই বাঁক ঘুরতে গিয়েই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। বেহাল রাস্তার কথা স্বীকার করে নিয়েছে ব্লক প্রশাসন।

এসপি-র বাংলোর সামনে ছিনতাই
মুর্শিদাবাদ পুলিশ সুপারের বাংলোর সামনের রাস্তা থেকে বৃহস্পতিবার ৩০ হাজার টাকা ছিনতাই করে পালালো দুই দুষ্কৃতী। বৃহস্পতিবার দুপুরে একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের বহরমপুর শাখা থেকে ৩০ হাজার টাকা তোলেন উকিলাবাদ রোডের বাসিন্দা মমতা ঘোষ। ছেলে সোমনাথের মোটরবাইকের পিছনে বসে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়ে দুই দুষ্কৃতী তাঁদের বাইকে ধাক্কা মারে। সোমনাথ ছিটকে পড়তেই টাকার ব্যাগ নিয়ে পালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ ওই দুষ্কৃতীদের মোটরবাইকের পিছু ধাওয়া করে। কিন্তু তারা তৃতীয় সড়ক ধরে মানকরার দিকে পালিয়ে যায়।

কালা দিবস পালন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে নদিয়ার রানাঘাটের চৌরঙ্গী মোড়ে কালা দিবস পালন করে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সদস্য দুলাল পাত্র বলেন, জোট প্রার্থী হিসেবে কংগ্রেসের ভোটে জিতে সংসদে গিয়ে এখন কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা বলছেন তৃণমূলের সাংসদরা। এটা দ্বিচারিতা ছাড়া কিছু নয়।”

অস্বাভাবিক মৃত্যু
ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে সুতির সুজনিপাড়ার সায়রা খাতুন (১৫) নামে এক কিশোরী। রেল পুলিশ জানায়, পারিবারিক কারণে অভিমানে সে একটি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে।

দুর্ঘটনায় মৃত্যু
নো এন্ট্রির তোয়াক্কা না করে ঢুকে পড়া লরির ধাক্কায় বুধবার রাতে এক মোটর বাইক আরোহীর মৃত্যু হল। নাম পরিমল বিশ্বাস (৪০)। বৌবাজার বারোয়ারি পুজো মণ্ডপের পাশেই ডিএল রায় রোডের উপর ওই দেহ দেড় ঘন্টা পড়ে থাকার পরে পুলিশ আসে।

বিক্ষোভ
পুলিশের গুলিতে তেহট্রে এক জনের মৃত্যু ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার কংগ্রেস রানাঘাটের চৌরাস্তার মোড়ে, চাপড়া ও বেথুয়াডহরিতে বিক্ষোভ দেখায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.