টুকরো খবর
ক্লার্কের কীর্তি ডনেরও নেই
এ বছরে চতুর্থ ডাবল সেঞ্চুরির পরে ক্লার্ক। বৃহস্পতিবার। ছবি: এপি
অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক টেস্টের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে চারটে ডাবল সেঞ্চুরি (যার মধ্যে একটি ট্রিপল) করলেন। যে কৃতিত্ব ডন ব্র্যাডম্যানেরও নেই। অ্যাডিলেডে আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ক্লার্কের অপরাজিত ২২৪ এবং মাইক হাসির ১০৩-এর দাপটে অস্ট্রেলিয়া ৪৮২-৫ তুলে ১৩৫ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ম্যাচের প্রথম দিন দ্বিতীয় সর্বোচ্চ রান তোলার গৌরব অর্জন করল। প্রথম নজিরটি ১০২ বছরের পুরনো এবং সেটাও অস্ট্রেলিয়ারই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই করা। ১৯১০-এ সিডনি টেস্টের প্রথম দিন ৪৯৪ রান। ক্লার্কদের দাপটে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দক্ষিণ আফ্রিকান বোলিংয়ে মর্নি মর্কেল ২২ ওভারে ১২৮ রান দিয়ে মাত্র দু’উইকেট পান। বহু আলোচিত স্পিনার তাহিরের ২১ ওভারে ওঠে ১৫৯ রান।

সিটির বিদায়, মিলান-রিয়াল নক-আউটে
গোল না পেলেও রোনাল্ডোর রিয়াল ছিটকে দিল ম্যান সিটিকে।
গত বারের মতো এ বারও চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায় থেকেই বিদায় ম্যাঞ্চেস্টার সিটির। অন্য দিকে প্রথম চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েই এক ম্যাচ বাকি থাকতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করল মালাগা। দুরন্ত ফর্মে বরুসিয়া ডর্টমুন্ডও। রিয়াল-ম্যান সিটিদের গ্রুপে তারাই শীর্ষে থাকবে। রিয়াল মাদ্রিদের সঙ্গে বুধবার রাতে ঘরের মাঠে আগেরো-নাসরিরা ১-১ ড্র করলেন। এখন তাদের পাঁচ ম্যাচে তিন পয়েন্ট। প্রথমার্ধে রিয়ালের দি’মারিয়ার ক্রসে পায়ের ছোট্ট টোকায় ১-০ করিম বেঞ্জিমার। মিনিট ২০ বাকি থাকতে আগেরোর পেনাল্টি-গোলে সমতায় ফেরে রবের্তো মানচিনির ছেলেরা। তার পর আর রিয়াল ডিফেন্সকে হারাতে পারেনি সিটি। এ দিকে ইপিএলের আর্সেনাল নিশ্চিত করে ফেলল নক-আউটে যাওয়া। মঁপেলিয়েরকে অ্যাওয়ে ম্যাচে তারা ২-১ হারাল। লন্ডনের ক্লাবটির হয়ে গোল উইলশেয়ার এবং পোডলস্কির। অ্যাওয়ে ম্যাচে গুরুত্বপূর্ণ জয় পেল এসি মিলানও। সিরি আ-তে তাদের দুর্দশা চললেও সাত বারের ইউরোপ চ্যাম্পিয়ন ইতালীয় ক্লাবটি সবজেই ৩-১ জিতল বেলজিয়ামের অ্যান্ডারলেখটের বিরুদ্ধে। মিলানের হয়ে গোল এল শারাওয়ি, মেক্সেস এবং পাতোর।

ক্রীড়াসূচি নিয়ে বিরক্ত করিম
ট্রেভর মর্গ্যানের পর আই লিগের ক্রীড়াসূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন করিম বেঞ্চারিফাও। বৃহস্পতিবার অনুশীলনের পর মোহন কোচ বললেন, “আট দিনে তিনটে বাইরের ম্যাচ খেলব। গোয়া পুণে আসা-যাওয়া হবে। ফুটবলাররা ক্লান্ত হবেই।” করিম দায়িত্ব নেওয়ার পরই আই লিগের তিনটে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে আজ শুক্রবার ভোরেই পুণে যাচ্ছে ওডাফারা। ২৫ নভেম্বর পুণেতে মুম্বই এফ সি। এর পর গোয়ায় ২৮ নভেম্বর। ডেম্পো। ফের পুণেতে ফিরে ২ ডিসেম্বর মোহনবাগানের ম্যাচ পুণে এফ সি-র বিরুদ্ধে। করিম বললেন, “মুম্বই এফ সি ম্যাচ খেলে পরের দিন মারগাও পৌঁছব। আবার ফিরে পুণেতে পুণে এফ সি ম্যাচ। কঠিন সূচি।” সহকারী মৃদুল বন্দ্যোপাধ্যায় যে দল নিয়ে চার ম্যাচে দশ পয়েন্ট পেয়েছেন, সেই দলে কার্যত কোনও পরিবর্তন ঘটাচ্ছেন না করিম। চোট থাকলেও মেহরাজ, ইচে রাকেশ মাসিকে ১৮ জনের দলে রাখছেন। চোটের জন্য করিম পাচ্ছেন না অরিন্দম ভট্টাচার্য ও মণীশ মৈথানিকে। এ দিকে এ দিন ই-মেল করে সালগাওকর সচিব রাজ গোমস কার্যত ‘মিথ্যাবাদী’ বলে দিলেন করিমকে, “করিম সালগাওকর ছাড়ার কারণ হিসাবে সাংবাদিক সম্মেলনে যা বলেছে তা ঠিক নয়।”

জিতলেই আজ শীর্ষে র‌্যান্টিরা
দু’নম্বরের সঙ্গে লড়াই এগারো নম্বরের। একাদশতম সালগাওকরকে হারাতে পারলেই পেনদের টপকে এক নম্বরে চলে যাওয়ার হাতছানি র‌্যান্টির প্রয়াগ ইউনাইটেডের সামনে। শুক্রবারের ম্যাচের আগে তাই সুব্রত-দীপকদের প্রয়াগ শিবিরে স্লোগান একটাই- যে কোনও মূল্যে তিন পয়েন্ট চাই। বৃহস্পতিবার দুপুরে সেন্ট্রাল পার্কে অনুশীলনের শেষে র‌্যান্টি বললেন, “জিততেই হবে।” লড়াইটা প্রয়াগের ডাচ কোচ সাটোরির সঙ্গে ডেভিড বুথেরও। দু’জনেই দায়িত্ব নিয়েছেন দু’ম্যাচ আগে। প্রথম জন সেখানে দুটো জিতলেও পরপর হেরে চাপে বুথ।

আন্তঃকলেজ অ্যাথলেটিক্স
বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ অ্যাথলেটিক্স মিটে ছেলে ও মেয়েদের দুই বিভাগেই চ্যাম্পিয়ন হল হুগলির চাঁপাডাঙার রবীন্দ্র মহাবিদ্যালয়। ছেলেদের বিভাগে দলগত ভাবে তারা পেয়েছে ২৭ ও মেয়েদের বিভাগে ৩৯ পয়েন্ট। ব্যক্তিগত বিভাগে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে রবীন্দ্র মহাবিদ্যালয়ের উজ্জল পাল ও খলিসানি মহাবিদ্যালয়ের সোমনাথ টুডু। দু’জনেই পেয়েছেন ১০ পয়েন্ট। মেয়েদের ব্যক্তিগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রবীন্দ্র মহাবিদ্যালয়ের সঙ্গীতা দাস। তাঁর প্রাপ্ত পয়েন্ট ১৫। তিনি ১০০, ২০০ ও ৪০০ মিটার দৌড়ে প্রথম। ১ মিনিট ০১.৭৭ সেকেন্ডে ৪০০ মিটার দৌড়ে তিনি নতুন রেকর্ডও করেছেন। এই নিয়ে পরপর পাঁচ বার দু’টি বিভাগে চ্যাম্পিয়ন হল রবীন্দ্র মহাবিদ্যালয়। পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ষোড়শীমোহন দাঁ।

সৌম্যজিতের দ্বিমুকুট, পৌলমীর হার
সেমিফাইনালে দুর্দান্ত খেলার পর ফাইনালে হেরে গেলেন পৌলমী ঘটক। বোলপুরে পূর্বাঞ্চলীয় টেবল টেনিসের ফাইনালে মহারাষ্ট্রের পুজা সহর্ষবুদ্ধের কাছে ২-০ এগিয়ে থাকার পরও ২-৩ হারলেন পৌলমী। ম্যাচের পরে বললেন, “দিনটা আমার ছিল না। এ-রকম ভাবে কেউ জেতা ম্যাচ হারে?” পৌলমী না পারলেও সৌম্যজিৎ ঘোষ ও নৈহাটির সুতীর্থা মুখোপাধ্যায় দ্বিমুকুট জিতলেন। সৌম্যজিৎ চ্যাম্পিয়ন পুরুষ ও যুব বিভাগে। সুতীর্থা জিতলেন জুনিয়র ও যুব বিভাগে।

শুক্রবার আই লিগ
প্রয়াগ-সালগাওকর (যুবভারতী, ২-০০)

অনূর্ধ্ব ১৬ খোখো
রাজ্য পাইকা ক্রীড়ায় অনূর্ধ্ব ১৬ খোখোর কোয়ার্টার ফাইনালে উঠল বর্ধমানের ছেলেরা। কোচবিহারের রাজবাটি স্টেডিয়ামে বর্ধমান প্রথম খেলায় ১ ইনিংস ও ৮ পয়েন্টে হাওড়াকে, পরের ম্যাচে ১ ইনিংস ৭ পয়েন্ট নদিয়াকে হারায়। বর্ধমানের মেয়েরা প্রথম ম্যাচে ৫-৮ পয়েন্টে হারে দার্জিলিংয়ের কাছে।

মোদীর বোমা
ললিত মোদীর ‘বোমাবর্ষণ’ চলছেই। এ বার মোদী মুখ খুলেছেন স্পট ফিক্সিং নিয়ে। ম্যাচ গড়াপেটা নিয়ে এক সাংবাদিকের বইয়ে মোদী বলেছেন, “ খেলায় স্পট ফিক্সিং নিয়মিত হচ্ছে। কিন্তু কিছু প্রমাণ করা সম্ভব নয়।” মোদী জানাচ্ছেন, আইপিএলের ম্যাচ গড়াপেটা করার জন্য তাঁর কাছে প্রস্তাব এসেছিল অনেক। এমনকী তিন বার তাঁকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল।

বাংলাদেশের রেকর্ড হল না
মাত্র ১১ রানের জন্য বেঁচে গেল টেস্টে নবম উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপের বিশ্বরেকর্ড। বাউচার-সিমকক্সের ১৯৫ রানের চেয়ে ১১ রান কমে ১৮৪-তে থেমে গেল বাংলাদেশের হাসান-মাহমুদুল্লার নবম উইকেট পার্টনারশিপ। বাংলাদেশের ৩৮৭-র জবাবে ওয়েস্ট ইন্ডিজ স্যামুয়েলসের অপরাজিত ১০৯-এর সৌজন্যে ২৪১-২।

হারলেন সাইনা
হংকং সুপার সিরিজে দিনটা নেহাত খারাপ গেল ভারতীয়দের। বিশ্বের প্রাক্তন এক নম্বর ওয়াং লিনের কাছে ১৯-২১, ১৫-২১ হেরে বিদায় নিলেন সাইনা নেহওয়াল। হাঁটুতে চোট থাকায় গত সপ্তাহে চিন মাস্টার্সে নামেননি সাইনা। এ দিনও ওয়াংয়ের বিরুদ্ধে স্ম্যাশ করতে উঠলেন কম আর মাত্র পাঁচটা স্ম্যাশ উইনার পেলেন তিনি।

ব্রাজিল জিতল টাইব্রেকারে
আমেরিকার সুপারক্লাসিকো চ্যাম্পিয়ন ব্রাজিল। বুধবার টাইব্রেকারে ৪-৩ জিতল ব্রাজিল। তবে দু’ম্যাচের এই সিরিজে দু’দেশের হয়েই খেলেছেন শুধু লাতিন আমেরিকার ক্লাবে খেলা ফুটবলাররা।

অন্য খেলায়
প্রফুল্লচন্দ্র কলেজকে হারিয়ে ক্যাম্পাস ক্রিকেটের কলকাতা পর্বে চ্যাম্পিয়ন সেন্ট জেভিয়ার্স কলেজ। আগামী বছর তারা খেলবে বেঙ্গালুরুতে। দলটির অধিনায়ক সন্তোষ সাবানায়কন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.