টুকরো খবর |
মহিলা কমিশন সফরে, যেতে পারেন হোমেও |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দু’দিনের সফরে মেদিনীপুরে আসছে মহিলা কমিশনের এক প্রতিনিধি দল। জেলায় এক কর্মশালার পাশাপাশি একটি বৈঠকেও যোগ দেওয়ার কথা ওই দলের সদস্যদের। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কমিশনের প্রতিনিধিরা মেদিনীপুরে সরকারি হোম পরিদর্শনেও যেতে পারেন। আজ, শুক্রবার রাতে প্রতিনিধি দলের সদস্যরা মেদিনীপুরে পৌঁছবেন। মহিলা কমিশনের প্রতিনিধি দলের এই সফর ঘিরে যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। মেদিনীপুরের রাঙামাটির বিদ্যাসাগর বালিকা হোমের অব্যবস্থা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। ২০০৯ সালের নভেম্বরে দু’দফায় মোট ৯ জন তরুণী পালিয়ে গিয়েছিল। ২০১০ সালের মার্চে আবারও ১৬ জন তরুণী পালিয়ে যায়। এদের কয়েকজনকে অবশ্য পরে উদ্ধার করা হয়েছে। সম্প্রতি, ফের দু’দফায় ৩ জন আবাসিক পালিয়ে যায়। এদের মধ্যে সোমবার রাতে বিনপুর থানার পুলিশ পুজা সাহা নামে এক আবাসিককে উদ্ধার করে। বিভিন্ন মহিলা সংগঠনের অভিযোগ, সরকারি হোমে নজরদারি অভাব রয়েছে। বেসরকারি হোমগুলো নিয়েও নানা অভিযোগ ওঠে। কোথাও মেঝেতে আবাসিকদের থাকতে হয়। মশারিও মেলে না। জামাকাপড় অপরিচ্ছন্ন, খাবার নিম্নমানের। প্রতিবাদ করলে নির্যাতন করা হয়ে বলেও অভিযোগ। ফলে আবাসিকেরা ভয়ে কিছু বলে না। এই পরিস্থিতিতে মহিলা কমিশনের প্রতিনিধি দলের সফর ঘিরে নড়েচড়ে বসেছেন প্রশাসনিক কর্তারাও। প্রশাসন সূত্রে খবর, শনিবার দুপুরে দলটি মেদিনীপুরের সরকারি হোমে যেতে পারে। সেখানে পরিস্থিতি খতিয়ে দেখবেন তাঁরা। তার আগে সকালে মেদিনীপুর মেডিক্যালে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। দু’দিনের সফর শেষে রবিবার দলটি কলকাতায় ফিরবে।
|
তৃণমূলের বিরুদ্ধে হামলার নালিশ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কার্যালয়ে ঢুকে কংগ্রেস কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় পিংলা থানার মালিগ্রামের ঘটনা। এ নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, মালিগ্রামে কংগ্রেসের অঞ্চল কার্যালয় রয়েছে। এ দিন সন্ধ্যায় সেখানেই বসেছিলেন প্রদ্যোৎ মাইতি, সুকুমার সাউ, তরুণ দন্ডপাট, প্রতাপ বাগ প্রমুখ কংগ্রেস কর্মী। তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। তখনই তৃণমূলের লোকজন এসে সেখানে ‘হামলা’ করেন বলে অভিযোগ। অভিযোগ, কংগ্রেস কর্মীদের মারধর করা হয়। কংগ্রেস নেতা রবি ঘোষ বলেন, “আচমকা হামলা হয়েছে। দলীয় কর্মীরা কার্যালয়ের মধ্যেই ছিলেন। সেই সময় তৃণমূলের লোকজন এসে তাঁদের মারধর করেন।” তাঁর অভিযোগ, “পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মী সমর্থকদের সন্ত্রস্ত করতেই এই হামলা।” অবশ্য অভিযোগ উড়িয়ে তৃণমূলের পিংলা ব্লক সভাপতি গৌতম জানা বলেন, “কংগ্রেস কার্যালয়ে কেউ হামলা করেনি।” তাঁর কথায়, “ওখানে স্থানীয় কয়েকজনের সঙ্গে কংগ্রেস কর্মীদের কথা কাটাকাটি হয়েছিল। সেই থেকেই সামান্য গোলমাল হয়েছে।”
|
জগদ্ধাত্রী পুজোয় কৃতী ছাত্রদের সংবর্ধনা ডেবরায় |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল ডেবরার অর্জুনিতে। ১২ বছরের এই পুজো এলাকার মানুষের কাছে খুবই আকর্ষণীয়। তাই উদ্যোক্তারাও পুজোর মঞ্চকে সাংস্কৃতিক মঞ্চ হিসাবে ব্যবহার করার জন্য পদক্ষেপ করেন। বৃহস্পতিবার এলাকার ৩৩ জন ছাত্রছাত্রীকে ‘শ্রীমতি দাস স্মৃতি পুরস্কার’ হিসাবে বই দিয়ে উৎসাহিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেবরার বিধায়ক রাধাকান্ত মাইতি ও থানার ওসি কৃষ্ণেন্দু হোতা। পুজো উপলক্ষে পাঁচ দিন ধরে মেলা বসে। সঙ্গে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। শিক্ষক সুকুমার দাস বলেন, “ছাত্রছাত্রীদের উৎসাহ ও এলাকায় সুস্থ সাংস্কৃতিক বাতাবরণ তৈরিই এই পুজোর প্রধান লক্ষ্য।” পুজো কমিটির কার্যকরী সভাপতি নারায়ণচন্দ্র দাস ও প্রধান উপদেষ্টা প্রভাতকুমার ভৌমিক জানান, ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে মানুষ এই পুজোতে আনন্দে মেতে ওঠেন। এটাই এই পুজোর বৈশিষ্ট্য।
|
স্মারকলিপি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রেল গেট তৈরি-সহ একাধিক দাবিতে মেদিনীপুর স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দিল বিজেপি। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন জয়ন্ত দাস, সুমন্ত মণ্ডল, অপর্না দাস অধিকারী প্রমুখ। তাঁরা জানান, মেদিনীপুরের রাঙামাটিতে উড়ালপুল তৈরির ফলে উড়ালপুলের নীচে আগে থেকে যে গেটটি ছিল, সেটি তুলে দেওয়ায় এলাকায় দুর্ঘটনা বাড়ছে। পথচলতি মানুষের নিরাপত্তার স্বার্থে সেটি ফের চালু করা প্রয়োজন। পাশাপাশি, হাওড়া থেকে খড়্গপুরগামী যে সব এক্সপ্রেস ট্রেন ছাড়ে সেগুলো যাতে সাঁতরাগাছি স্টেশনে দাঁড়ায়, সেই দাবিও জানানো হয়। স্টেশন ম্যানেজারের মাধ্যমে এই দাবি রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর কাছে জানানো হয়েছে বলে দাবি বিজেপি-র। বিজেপি নেতা সোমনাথ সিংহ বলেন, “নির্দিষ্ট কয়েকটি দাবি জানাতেই প্রতিনিধিদল স্টেশন ম্যানেজারের কাছে গিয়েছিলেন। আশা করব, মানুষের স্বার্থে দাবিগুলো খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
|
রেলকর্মীর দেহ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রেলকর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল খড়্গপুর শহরে। মৃতের নাম আপ্পা রাও (৫৯)। শহরের ওল্ড সেটেলমেন্ট এলাকার এক কমিউনিটি হলের অদূরে ঝোপের কাছে দেহটি পড়েছিল। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। খড়্গপুর টাউন থানার আইসি অরুণাভ দাস বলেন, “এক রেলকর্মীর দেহ উদ্ধার হয়েছে। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ জানায়, খড়্গপুর রেল ওয়ার্কশপের ওই কর্মী মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। মৃতদেহের পাশে একটি বোল্ডার পড়েছিল। মাথায় আঘাতও ছিল। তবে কী ভাবে এই মৃত্যু হয়েছে, তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ।
|
কনভেনশন |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিভিন্ন দাবিতে মেদিনীপুরে এক কনভেনশন করল যৌথ মঞ্চ। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কর্মচারী ভবনের সামনে এই কনভেনশনের আয়োজন করা হয়। কো-অর্ডিনেশন কমিটি, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষাকর্মী সমিতি-সহ বেশ কয়েকটি সংগঠন মিলেই এই যৌথ মঞ্চ। অনুষ্ঠানে ছিলেন যৌথ মঞ্চের যুগ্ম আহ্বায়ক অশোক ঘোষ, গঙ্গাধর বর্মণ প্রমুখ। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করা হয় কনভেনশনে। সঙ্গে ২৭ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা প্রদান, মূল্যবৃদ্ধি রোধ, পেট্রোপণ্যের বর্দ্ধিত মূল্য প্রত্যাহার, শূন্যপদে কর্মী নিয়োগ, চুক্তির ভিত্তিতে নিযুক্ত কর্মীদের স্থায়ীকরণ-সহ কয়েক দফা দাবিও জানানো হয়।
|
প্রতিবাদ মিছিল |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তৃণমূলের অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে মেদিনীপুরে প্রতিবাদ মিছিল করল যুব কংগ্রেস। বৃহস্পতিবার বিকেলে এই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। নেতৃত্বে ছিলেন কুনাল বন্দ্যোপাধ্যায়, পার্থ ভট্টাচার্য প্রমুখ। যুব কংগ্রেসের বক্তব্য, দেশে অচলাবস্থা সৃষ্টির উদ্দেশ্যেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল তৃণমূল।
|
লরির ধাক্কায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বালি বোঝাই লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু ঘিরে বৃহস্পতিবার সকালে উত্তেজনা ছড়াল মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়ায়। মৃতের নাম ফ্যালা মাহাতো (৪২)। বাড়ি বামুনপাড়ায়। ওই ব্যক্তি যখন সাইকেলে করে আসছিলেন, তখনই শহরের দিকে আসা একটি বালি বোঝাই লরি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
|
সঙ্গীতানুষ্ঠান |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সম্প্রতি খড়্গপুর শহরের সুভাষপল্লিতে আয়োজিত হল সঙ্গীতানুষ্ঠান। বুলবুল সঙ্গীত মহাবিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দেবীপ্রসাদ দাস, মৈনাক দাসু-সহ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
|
ইএফআরের অনুষ্ঠান |
ইএফআর (ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল) সেকেন্ড ব্যাটেলিয়নের ৫০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার দিনভর নানা কর্মসূচি হল খড়্গপুরের সালুয়ায়। উপস্থিত ছিলেন ডিজি সিআইডি ভি ভি থাম্ভি-সহ উচ্চপদস্থ কর্তারা। সকালে কুচকাওয়াজ, পরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।
|
কুমারী পুজো |
জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কুমারী পুজো হল খড়্গপুরে মালঞ্চর রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ। এ বার ৪৬তম বর্ষ। বৃহস্পতিবার পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেদিনীপুর রেঞ্জের ডিআইজি এল কে মিনা। এ দিন সকাল থেকেই আরতি , গীতাপাঠ, ভোগ বিতরণ-সহ নানা কর্মসূচি পালিত হয়। |
|