নয়া অভিযোগ নামধারীর বিরুদ্ধে |
ছত্তরপুরের খামারবাড়ি নিজের দখলে নিতে চেয়েই সুখদেব সিংহ নামধারীর শাগরেদদের নিয়ে ওই খামারবাড়িতে জোর করে ঢুকেছিলেন পন্টি চাড্ডা। এই খবর পুলিশ সূত্রে জানা গিয়েছে। নামধারীর উপস্থিতিতেই পন্টি ও তাঁর ভাই হরদীপ একে অপরকে গুলি করেছিল। নামধারী এখনও ফেরার। তাঁর দেহরক্ষীদের জেরা করেই এই তথ্য জেনেছে পুলিশ।
|
লোকসভার সাংসদ পদে শপথ নিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। আজ অধিবেশনের শুরুতেই নতুন দুই সাংসদ শপথ নেন। তাঁদের অন্যতম জঙ্গিপুরের নব নির্বাচিত সাংসদ অভিজিৎ। স্পিকার মীরা কুমার আজ তাঁর নাম ঘোষণা করতেই সংসদে গুঞ্জন ওঠে ‘রাষ্ট্রপতির ছেলে’! পরে অভিজিৎ সংসদের সেন্ট্রাল হলে গিয়ে বসলে সাংসদরা তাঁকে অভিনন্দন জানান।
|
বিধানসভা ভোটের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের দিনেই বেরিয়ে এল গুজরাত কংগ্রেসের ছন্নছাড়া চেহারা। কালোল বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়াতে চেয়েছিলেন প্রফুল্ল তালসানিয়া ও কান্তি থাকর। বলদেবজি থাকরকে টিকিট দেওয়ায় সরাসরি দলীয় সদর দফতরে এসে বিক্ষোভ দেখান প্রফুল্ল ও কান্তির সমর্থকরা। তাঁদের সঙ্গে অন্য কংগ্রেস কর্মীদের হাতাহাতিও হয়।
|
পরবর্তী দু’বছরের জন্য সিবিআই ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন আইপিএস অফিসার রঞ্জিত সিন্হা। গতকাল প্রাক্তন সিবিআই ডিরেক্টর এপি সিংহের হাত থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
|
আফজলের দড়িতেই কি ফাঁসি কসাবের |
বাক্সার জেলে তৈরি দড়িতেই ফাঁসি দেওয়া হয়েছে আজমল কসাবকে। অন্তত তাই ধারণা বাক্সার জেলের কয়েদি ও কর্মীদের। বাক্সার জেলের সুপার সুরেন্দ্র কুমার অমবস্থা জানিয়েছেন, উত্তর ও পূর্ব ভারতে ফাঁসির দড়ি সরবরাহ করে বাক্সার জেল। আফজল গুরুর জন্য ২০০৭ সালে একটি দড়ি তৈরি করে তাঁরা দিল্লির তিহাড় জেলে পাঠিয়েছিলেন বলে জানিয়েছেন বিহার জেল দফতরের অধিকর্তা এস বি পি সিংহ। কিন্তু, আফজলের ফাঁসি স্থগিত হওয়ায় ওই দড়ি ব্যবহার হয়নি। কসাবের ক্ষেত্রে ওই দড়ি ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা সিংহের।
|
দু’দলের মধ্যে রেষারেষির ফলে বিহার জেলের ১৭ জন কয়েদি জখম হল। আদালতে কয়েদিদের নিয়ে যাওয়ার সময়ে ঘটে ঘটনাটি। পরে পুলিশ এসে পরিস্থিতি সামলায়।
|
প্রতিবেশী যুবকটিকে তাঁদের বাড়ির দোরগোড়ায় প্রস্রাব করতে দেখে প্রতিবাদ করেছিলেন এক গৃহবধূ ও তাঁর মেয়ে। দু’জনকে লক্ষ করে গুলি চালায় যুবকটি। বিন্নো নামে ১৭ বছরের মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। তার মা সদমানির আঘাত গুরুতর। আততায়ী জাভেদ পলাতক।
|
স্কুলে যাওয়ার পথে পুদুচেরির এক জন প্রাথমিক স্কুল শিক্ষককে হত্যা করা হল। তিন মোটরবাইক আরোহী তাঁর উপর হামলা করে। অনুমান জমি-বাড়ির সমস্যা থেকেই এই হত্যা।
|
সঙ্গমে ভাসানো হল বাল ঠাকরের চিতাভস্ম। |