রাজারহাট ও নিউ টাউনের বাসিন্দাদের জমি-বাড়ির দলিল তৈরি করতে এখন আর সল্টলেক বা বারাসতে যেতে হবে না। নিউ টাউনের রেজিস্ট্রি অফিস থেকেই তাঁরা কয়েক ঘণ্টায় দলিল তৈরি করতে পারবেন। বৃহস্পতিবার নিউ টাউনের অ্যাকশন এরিয়া ওয়ান-এর এসি ব্লকে নতুন সাব-রেজিস্ট্রার অফিস উদ্বোধন করে এ কথা জানান অর্থমন্ত্রী অমিত মিত্র। অমিতবাবু বলেন, “দলিল তৈরি করতে এসে বাসিন্দাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না। দু’ঘণ্টার মধ্যেই দলিল তৈরি হয়ে যাবে।” তিনি আরও জানান, নতুন এই অফিস থেকে বছরে ১০ হাজার দলিল তৈরি করা যাবে। সম্পূর্ণ কম্পিউটারাইজ্ড, বায়োমেট্রিক পদ্ধতিতে এই দলিল তৈরি হবে। দলিলের একটি কপি অফিসের কম্পিউটারেও সংরক্ষিত থাকবে। তাই দলিল হারিয়ে যাওয়ারও ভয় নেই। নিউ টাউনে প্রচুর নতুন নতুন বাড়ি ও ফ্ল্যাট তৈরি হচ্ছে। তাই এই রেজিস্ট্রি অফিস খুবই প্রয়োজনীয় বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। এ দিন শুধু অফিস উদ্বোধনই নয়, পুরোদস্তুর কাজও শুরু হয়ে যায়। মিঠুন মিত্র নামে নিউ টাউনের এক বাসিন্দা এ দিন মাত্র ২০ মিনিটে জমির দলিল হাতে পান। অমিতবাবু জানান, বিভিন্ন জেলায় এ রকম আরও ১৫টি আধুনিক সাব-রেজিস্ট্রার অফিস তৈরি করা হবে।
|
বাসে পিষ্ট হল একাদশ শ্রেণির এক ছাত্র। বৃহস্পতিবার, ময়ূখ ভবনের কাছে। মৃত সুমিতাভ চৌধুরীর (১৭) বাড়ি মানিকতলায়। পুলিশ জানায়, সুমিতাভ ও তার দুই বন্ধু মোটরবাইক নিয়ে দাঁড়িয়েছিল। একটি বাস বাইকে ধাক্কা মারলে ছিটকে বাসের চাকার নীচে পড়ে সুমিতাভ। অন্য দিকে, এ দিনই সল্টলেকের সিএল ব্লকের একটি বাড়িতে দরজা ভেঙে সত্যদেও প্রসাদ (৪৭) নামে এক ব্যক্তির দেহ মেলে।
|
প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন এক পুলিশকর্মী। পুলিশ জানায়, বছর দুই আগে বৌবাজার থানার কনস্টেবল প্রণব দত্ত পোস্তার এক ব্যবসায়ীকে তিন লক্ষ টাকায় একটি পাথর বিক্রি করেন। পরে পাথরটি ঝুটো জানতে পেরে ওই ব্যবসায়ী পুলিশে অভিযোগ করেন। তার পর থেকে ফেরার ছিলেন প্রণববাবু। বুধবার তাঁকে ধরা হয়।
|
ফের ফাঁকা বাড়িতে চুরি। বুধবার, বেহালা থানার রাজা রামমোহন সরণিতে। গৃহকর্তার অভিযোগ, বৃহস্পতিবার ফিরে দেখেন রুপোর গয়না, ১৯ হাজার টাকা, পোশাক-সহ আরও কিছু জিনিসপত্র চুরি গিয়েছে।
|
তৃণমূলের যুব দলের দুই গোষ্ঠী বৃহস্পতিবার পরস্পরের বিরুদ্ধে হুমকির অভিযোগ জানাতে গিয়ে বাগুইআটি থানা ঘেরাও করে। পুলিশ জানায়, কেষ্টপুরের ৩২ এবং ৩৪ নম্বর ওয়ার্ডে ইমারতি সামগ্রী ফেলা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি হয়। থানায় অভিযোগ জানাতে গিয়ে থানা ঘেরাও করে রাখে তারা। এলাকার তৃণমূল বিধায়ক পূর্ণেন্দু বসু বলেন, “দলের ছেলেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। আলোচনায় মিটে গিয়েছে।”
|