যে কোনও বৈদ্যুতিন সরঞ্জাম সহজে চার্জ দেওয়ার জন্য আবিষ্কৃত হল ‘স্মার্ট ব্যাগ’। বহু সুবিধাযুক্ত এই ব্যাগটি সঙ্গে থাকলে যে কোনও সময়, যে কোনও জায়গায় চার্জ করে নেওয়া যাবে মোবাইল, ল্যাপটপ ইত্যাদি।
|
ওড়া নয়, শরীর গরম রাখাই পাখির পালকের প্রাথমিক কাজ। ব্রিস্টল, ইয়েল এবং ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের গবেষণা এই তথ্য দাবি করেছে। প্রাগৈতিহাসিক যুগে ডাইনোসরদের দেহ ঢাকা থাকত একাধিক পালকের স্তরে, যা তাদের শরীরের উষ্ণতা রক্ষা করত। প্রাথমিক ভাবে উষ্ণতা নিরোধক ছাড়াও ছদ্মবেশ গ্রহণ করতে সাহায্য করত পালক।
|
আরও একটি বামন গ্রহ আবিষ্কার করলেন জ্যোতির্বিজ্ঞানীরা। প্লুটোর দুই তৃতীয়াংশ মাপের এই বামন গ্রহ ‘মেকমেক’-এ কোনও বায়ুস্তরের অস্তিত্ব পাওয়া যায়নি। |