আজ লোবা নিয়ে বৈঠক প্রশাসনের |
লোবার কৃষিজমি রক্ষা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসছেন জেলা প্রশাসনের কর্তারা। আজ শুক্রবার বেলা ১১টা নাগাদ দুবরাজপুর ব্লক আফিসে ওই বৈঠকে উপস্থিত থাকার কথা জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা, জেলা পুলিশ সুপার মুরলীধর শর্মা-সহ একাধিক আধিকারিকের। এই মর্মে মহকুমাশাসক (সিউড়ি সদর) চন্দ্রনাথ রায়চৌধুরীর পাঠানো একটি চিঠি কৃষিজমি রক্ষা কমিটির হাতে পৌঁছেছে বুধবার। চিঠিতে প্রশাসনের তরফে কমিটির ৫ জনের বেশি সদস্যকে বৈঠকে না আসার অনুরোধ করা হয়েছে। তবে কমিটির নেতারা জানিয়েছেন, কমিটির সম্পাদক জয়দীপ মজুমদার, সভাপতি ফেলারাম মণ্ডল এবং আশিস মিশ্র-সহ ১৪ সদস্যের একটি দল শুক্রবারের ওই বৈঠকে উপস্থিত থাকবেন। গত ৬ নভেম্বর লোবায় পুলিশি আভিযান, গুলি চালনো এবং প্রস্তাবিত খোলামুখ কয়লাখনি জমিজট নিয়ে সমস্যা মেটাতে প্রয়োজনীয় পদক্ষেপ সরকার নেয়নি আভিযোগ তুলে আগামী ৪ ডিসেম্বর জেলাশাসককে ঘেরাও এবং ১৩ ডিসেম্বর মহাকরণ আভিযানের কর্মসূচি নিয়েছিল কমিটি। তার পরেই প্রশাসনের তরফে এই বৈঠকে করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে মনে করছেন কমিটির নেতারা। মহকুমাশাসক (সিউড়ি সদর) চন্দ্রনাথ রায়চৌধুরী বলেন, “সরকারি নির্দেশে এই বৈঠক ডাকা হয়েছে। এর বেশি কিছু আমার জানা নেই।” যদিও বৈঠক নিয়ে খুব একটা আশাবাদী নন কমিটির সম্পাদক জয়দীপ মজুমদার। তাঁর কথায়, “যেটুকু শুনেছি বা চিঠি দেখেছি, তাতে কয়লাখনি গড়তে আসা সংস্থার লোকজন বৈঠকে থাকবেন না। ফলে একটা দ্বিপাক্ষিক বৈঠকে সমস্যার সমাধানসূত্র বের হওয়া মুশকিল।”
|
রাজ্য নৈরাজ্যের পরিবেশ তৈরির প্রতিবাদে রামপুরহাটে মিছিল করল বিজেপি-র ভারতীয় মজদুর ইউনিয়ন। বৃহস্পতিবারের ওই মিছিলে ছিলেন সংগঠনের রামপুরহাট শাখার সভাপতি মনোজ শর্মা। তাঁর অভিযোগ, “নীতিহীন ভাবে চলছে সরকার। দুবরাজপুরের লোবা, নদিয়ার তেহট্টে সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ।” সংগঠনের দাবি, শিক্ষা থেকে শিল্প-স্বাস্থ্য কোথাও-ই রাজ্য সরকারের কোনও পরিকল্পনা দেখা যাচ্ছে না। রাজ্য আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতেই এই মিছিল বলে জানিয়েছেন মনোজবাবু। অন্য দিকে, হলদিয়ার সমাবেশ থেকে ফেরার পথে কংগ্রেসকর্মীদের উপরে হামলার প্রতিবাদে বোলপুরে একটি বিক্ষোভ মিছিল করল ব্লক ও শহর কংগ্রেস। অন্য দিকে, তৃণমূলের ‘নীতিহীন’ সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার রামপুরহাট শহরে ধিক্কার মিছিল করল জেলা কংগ্রেস। হলদিয়া যাওয়ার পথে গাড়ি ভাঙচুর, দুবরাজপুর ও তেহট্টে পুলিশের গুলি চালানোর নিন্দা করা হয়।
|
প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগে সাধারণ মানুষকে দালাল চক্রের বিষয়ে সাবধান করল জেলা তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বোলপুরে জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকে দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল দাবি করেন, “জেলায় একটি দালাল চক্র প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার কাজে সক্রিয় হয়েছে। চাকরির নাম করে যারা টাকা চাইবেন তাদের পুলিশে ধরিয়ে দিন।”
|
সাত দিন ধরে অকেজো রামপুরহাট থানার জলসরবরাহ ব্যবস্থা। মূলত যান্ত্রিক ত্রুটির জন্যই এমনটা হয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে সমস্যায় পড়েছেন পুলিশকর্মী থেকে আবাসিকেরা। বাইরে থেকে জল এনে কোনও রকমে জোড়তালি দিয়ে সমস্যা মেটানোর চেষ্টা হচ্ছে। থানার আইসি জয়ন্তকুমার ঘোষ বলেন, “সমস্যা মেটানোর চেষ্টা চলছে।”
|
এলাকায় সন্ত্রাস রোধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ, সহায়ক মূল্যে ধান ক্রয়-সহ ১৪ দফা দাবিতে বৃহস্পতিবার লাভপুর ব্লক অফিসে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারকলিপিও দেয় বিজেপি। বিডিও দেবাশিস চৌধুরী দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দেন। |