বিমানের ময়লা ফেলার পাত্র থেকে উদ্ধার করা হয়েছিল জন এফ কেনেডির বক্তৃতার পাণ্ডুলিপির চারটি পাতা। লন্ডনে নিলামে উঠতে চলেছে ১৯৬০ সালের সেই বক্তৃতা, যার দর প্রায় আড়াই লক্ষ ডলার উঠবে বলে আশা করা হচ্ছে। কেনেডি আমেরিকার ৩৫তম প্রেসিডেন্ট হওয়ার আগে লেখা হয়েছিল বক্তৃতাটি। তিনি তখন ম্যাসাচুসেটসের সেনেটর। কেনেডির বক্তৃতা-লিখিয়েদের কেউ একজন লিখেছিলেন এটি। ১৯৬০ সালের সেপ্টেম্বরে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে শিকাগো মিডওয়ে বিমানবন্দরে নেমেছিলেন কেনেডি। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলাকালীনই এই বক্তৃতা তিনি দিয়েছিলেন ওই বছরের ২৩ সেপ্টেম্বর উটায় সল্ট লেক সিটিতে। তার পরের বছরই প্রেসিডেন্ট হন মাত্র ৪৩ বছর বছরের কেনেডি। বিমানের সাফাইকর্মী আর্ন সোয়ানসন নামে এক মহিলা পরে জঞ্জালের ভেতর থেকে খুঁজে পান কেনেডির বক্তৃতার পাণ্ডুলিপি। সেই কাগজ তিনি বাড়ি নিয়ে গিয়ে রেখে দেন। অন্তত ৫০ বছর সেই পাণ্ডুলিপি তাঁর বাড়িতেই রাখা ছিল। বিশ্ব শান্তির ক্ষেত্রে কমিউনিজম থেকে আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে বক্তৃতায়। লন্ডনের নিলাম সংস্থার ম্যাক্স হাসলার অবশ্য বলছেন, “এটা বক্তৃতার প্রাথমিক খসড়া মাত্র। এতে যা লেখা আছে, তার সঙ্গে কেনেডি আদতে যা বলেছিলেন, তার খুব কম মিলই আছে। তাই হয়তো এটার ঠাঁই হয়েছিল জঞ্জালে।”
|
হামাস একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে গেলেও ইজরায়েলের তেমন কোনও বড় ক্ষয়ক্ষতি হয়নি। এর জন্য অবশ্যই হামাসের কম মারণ-ক্ষমতার রকেটগুলি দায়ী। কিন্তু ইজরায়েলের দাবি, তাদের নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা ‘আয়রন ডোম’-এর সৌজন্যেই এই সাফল্য। শত্রু পক্ষের কোনও ক্ষেপণাস্ত্র নিজের আকাশ-সীমায় এলেই সক্রিয় হয়ে ওঠে আয়রন ডোম। ছুড়ে দেয় পাল্টা আর একটি রকেট। আকাশেই ধ্বংস হয়ে যায় শত্রুর ক্ষেপণাস্ত্রটি। আমেরিকার আর্থিক ও প্রযুক্তিগত সাহায্যে ‘আয়রন ডোম’ তৈরি করেছে ইজরায়েল। ‘অ্যারো সিস্টেম’ কাজে লাগিয়ে এই অস্ত্রটিকে আরও উন্নত করেছে তারা। গত কাল সংঘর্ষ বিরতি ঘোষণার পর মার্কিন প্রতিরক্ষা সচিব লিওন পানেত্তাকে ‘আয়রন ডোম’ তৈরিতে সাহায্যের জন্য ধন্যবাদ জানান ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এহুদ বারাক। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, হামাস ও প্যালেস্তাইনের ছোড়া ৮০ থেকে ৯০ শতাংশ রকেটই আটকাতে সক্ষম হয়েছে আয়রন ডোম। প্রতিরক্ষা মন্ত্রী এই ব্যবস্থাকে ‘অভূতপূর্ব’ আখ্যা দিয়ে বলেন, “তেল আভিভ ও অন্যান্য শহর কার্যত দুর্ভেদ্য ছিল আয়রন ডোমের সহায়তায়।” গত বছর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই প্রতিরোধী অস্ত্র তৈরির জন্য ইজরায়েলকে সাহায্য করার সিদ্ধান্ত নেন।
|
ভারতীয় তরুণী সবিতা হালাপ্পানাভারের মৃত্যু-তদন্তের দিকে নজর রাখছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিনস। তিনি বলেছেন, সবিতার পরিবারের প্রয়োজনকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি এ-ও জানিয়েছেন, গর্ভাবস্থায় সব মহিলার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে। গত মাসে আয়াল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি হন অসুস্থ সবিতা। আইনের দোহাই দিয়ে গর্ভপাত করাতে অস্বীকার করেন ডাক্তাররা। রক্তে বিষক্রিয়ায় মারা যান সবিতা।
|
ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ করেছিল পাকিস্তানের পঞ্জাব প্রদেশের সরকার। সেই নিষেধাজ্ঞা ওঠানোর দাবিতে পাকিস্তানের পঞ্জাব ও লাহৌরের জেলা প্রশাসনের কাছে নোটিস পাঠাল পাকিস্তানের একটি আদালত। ঘুড়ির মাঞ্জা দেওয়া ধারালো সুতোয় অনেক মানুষের বিশেষ করে মোটরবাইক আরোহীদের মৃত্যু হওয়ায় পঞ্জাব সরকার ঘুড়ি ওড়ানো বন্ধ করার নির্দেশ দিয়েছিল। ২০০১ সালে পাশ হওয়া সুপ্রিম কোর্টের এই অর্ডিন্যান্সে নির্দেশ দেওয়া হয় যে, নির্দিষ্ট কিছু নিয়ম নীতি মেনে ঘুড়ি ওড়ানো যেতে পারে। কিন্তু সে নির্দেশ অগ্রাহ্য করে সারা পঞ্জাবে ঘুড়ি ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে পঞ্জাব সরকার। ঘুড়ি উড়িয়ে বসন্ত উৎসব পালন করার জন্য এই নিষেধাজ্ঞা ওঠানোর নির্দেশ দিয়েছে ওই পাক আদালত।
|
এক সপ্তাহ ধরে গাজায় ক্রমাগত সংঘর্ষ চলার পরে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিল ইজরায়েল এবং গাজার জঙ্গি গোষ্ঠী হামাস। আজ এই ঘোষণা করেন মিশরের বিদেশমন্ত্রী মহম্মদ কামাল আমর। এক সপ্তাহের এই সংঘর্ষে মৃত কমপক্ষে ১৫০ জন।
|
স্ত্রীর ঘ্যানঘ্যানানি থেকে বাঁচার জন্য ‘আমি ছিনতাইবাজ’ বলে জেলে গেলেন তাইওয়ানের এক বাসিন্দা। পুলিশ অবশ্য তাঁকে ছেড়ে দিয়েছে। |