ভারতে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত ভাবেই জঙ্গি আজমল কসাবের বিচার হয়েছে। আজ এই মন্তব্য করেছেন মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র মার্ক টোনার। তাঁর বক্তব্য, আমেরিকা দীর্ঘদিন ধরেই মুম্বই হামলার জন্য দায়ী জঙ্গিদের শাস্তি চায়। এক প্রশ্নের জবাবে টোনার জানান, কসাবের ফাঁসি নিয়ে আমেরিকাকে আগেই তথ্য জানানোর দায় ভারতের ছিল না।
কসাবের বদলা নিতে ভারতীয়দের উপরে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান। তালিবান মুখপাত্র এহসানউল্লা এহসান জানিয়েছেন, বিশ্বের যে কোনও প্রান্তে ভারতীয় নাগরিক বা সম্পত্তির উপরে হামলা চালানো হবে। কসাবকে পুণের ইয়েরওয়াডা জেলেই কবর দেওয়া হয়েছে। তার দেহ পাকিস্তানে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে তালিবান। কসাবের দেহ না এলে ভারতীয়দের অপহরণ করা হবে বলে হুমকি দিয়েছে এহসানউল্লা। তাঁর বক্তব্য, সে ক্ষেত্রে ভারতীয়দের দেহও ফেরত পাঠানো হবে না।
তালিবানি হুমকির ফলে পাকিস্তানে ভারতীয় কূটনীতিকদের উপরে হামলার আশঙ্কা বেড়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনে নিরাপত্তা বাড়াতে পাক সরকারকে অনুরোধ করেছে নয়াদিল্লি। আগেও পাকিস্তানে ভারতীয় কূটনীতিকদের বিপদে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। ২০১০ সালে দুই প্রাক্তন আধাসেনাকে গ্রেফতার করে পাক নিরাপত্তাবাহিনী। পাক পুলিশের দাবি, ওই দু’জন প্রাক্তন আধাসেনা জঙ্গি সংগঠনের হয়ে কাজ করছিল। হাইকমিশনার-সহ ভারতীয় কূটনীতিকদের অপহরণ করার ছক কষেছিল তারা। |