শুরু হয়েছে শীতকালীন অধিবেশন |
আজ থেকে শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। লোকসভায় প্রশ্নোত্তর পর্ব স্থগিত রেখে খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি নিয়ে লোকসভায় ভোটাভুটি-সহ আলোচনা চেয়ে নোটিস দিয়েছে বাম এবং বিজেপি। শুরুতেই জঙ্গিপুরের সাংসদ হিসাবে শপথ নিলেন অভিজিত্ মুখোপাধ্যায়। এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পিকারের সচিবালয়ে এফডিআই-এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিস জমা দেন। অপর দিকে সংসদ ভবনে দলীয় অফিসের দাবিতে সংসদ ভবনের সামনে গাঁধী মূর্তির পাদদেশে ধর্ণায় বসেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। সবমিলিয়ে শীতকালীন অধিবেশনের শুরুতেই লোকসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠায় তা বেলা সাড়ে ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায়। বেলা সাড়ে ১২টার পর লোকসভার অধিবেশন আবার শুরু হলে তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাবটি খারিজ হয়ে যায়। বিরোধিদের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এফডিআই ইস্যুতে প্রতিশ্রূতি ভঙ্গের অভিযোগ করা হয়। এফডিআই ইস্যুতে বাগবিতণ্ডার জেরে রাজ্যসভার অধিবেশনও এদিনের মত মুলতুবি করা হয়েছে।
|
কসাবের ফাঁসির বদলা, ভারতে হামলার হুমকি তালিবানের |
২৬/১১-র একমাত্র জীবিত জঙ্গি মহম্মদ আজমল আমির কসাবকে ফাঁসিতে ঝোলানো হয়েছে পুণের ইয়েরওয়াডা জেলে। আর তার পরই ভারতে হামলার হুমকি দিল তালিবানি জঙ্গিগোষ্ঠি। কসাবের ফাঁসির বদলা নিতেই পাক-তালিবান গোষ্ঠির মুখপাত্র এহ্সান উল্লাহ্ এহ্সান ভারতের একাধিক স্থানে সন্ত্রাসবাদী হামলার কথা ঘোষণা করেছে। শুধু তাই নয় কসাবের মরদেহ হস্তান্তরের দাবিও জানানো হয়ে তালিবানের পক্ষ থেকে। |