বুধবার থেকে ‘হাত ধোওয়া সপ্তাহ’ শুরু হল জেলায়। পুরুলিয়ার জেলা সমাজ সঞ্চালক পিনাকী বসু জানিয়েছেন,
২১-২৭ নভেম্বর পর্যন্ত জেলার ২০টি ব্লক ও তিনটি পুর এলাকায় ট্যাবলোর মাধ্যমে প্রচার চালানো হবে। জনপ্রিয়
লোকশিল্প ছৌনাচ ও ঝুমুরের মাধ্যমে হাত ধোওয়ার প্রয়োজনীয়তার কথা বোঝানো হবে। জেলা প্রশাসন ও ইউনিসেফের
যৌথ উদ্যোগে নেওয়া এই কর্মসূচির সূচনা করেন অতিরিক্ত জেলাশাসক হৃষিকেশ মুদি। ছবি: সুজিত মাহাতো।
|
বুধবার দুপুরে খয়রাশোলের শতাব্দী প্রাচীন বলরাম মন্দির থেকে বিগ্রহ নিয়ে যাওয়া হচ্ছে গোষ্ঠ
মেলা প্রাঙ্গণে। প্রতি বছর গোষ্ঠ অষ্টমীর দিন শোভাযাত্রা সহযোগে মেলা প্রাঙ্গণে বিগ্রহ নিয়ে যাওয়ার
রীতি
বহু প্রাচীন। এ দিন রাতেই বিগ্রহটি মূল মন্দিরে ফেরত আনা হয়। তবে গোষ্ঠ
উপলক্ষে বসা মেলা চলে তিনদিন ধরে। ছবি: দয়াল সেনগুপ্ত।
|
অন্নের সন্ধানে। চালকলের ফেলে দেওয়া ধুলো থেকে ধান
খুঁজছেন বাসিন্দারা। মল্লারপুরে সব্যসাচী ইসলামের তোলা ছবি।
|
সীমানা ছাড়িয়ে। বোলপুরে ছবিটি তুলেছেন বিশ্বজিৎ রায়চৌধুরী।
|
কাজের ফাঁকে। বাঁকুড়ায় ছবিটি তুলেছেন অভিজিৎ সিংহ। |