অবশেষে ঘাটাল মহকুমা হাসপাতালে চালু হল এসএনসিইউ (সিক নিওনেটাল কেয়ার ইউনিট)। মঙ্গলবার দুপুরে হাসপাতালের ওই ইউনিটটির উদ্বোধন করেন স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অনুষ্ঠানে ছিলেন রাজ্য স্বাস্থ-আধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সবিতেন্দ্র পাত্র, ঘাটালের মহকুমাশাসক অংশুমান অধিকারী, বিধায়ক শঙ্কর দোলই, অরুণ মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল প্রমুখ। |
২০০৯ সাল থেকেই ঘাটাল হাসপাতালে সদ্যোজাত শিশুদের চিকিৎসার জন্য ওই বিভাগটি চালুর পরিকল্পনা করা হয়। কিন্তু পর্যাপ্ত চিকিৎসক না থাকা ও আরও নানা কারণে এতদিন তা চালু হয়নি। অবশেষে বিভাগটি আনুষ্ঠানিক ভাবে চালু হয়ে যাওয়ায় খুশি মহকুমার বাসিন্দারাও। হাসপাতালের সুপার অনুরাধা দেব বলেন, “এ বার জন্ম নেওয়ার পর থেকে ২৮ দিনের শিশুদের অস্ত্রোপচার ছাড়া সমস্ত রোগেরই চিকিৎসা সম্ভব হবে। আর বাড়ির লোকজনদেরও শিশুকে নিয়ে কলকাতায় ছুটতে হবে না।” হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত আটটি শয্যা নিয়ে বিভাগটি চালু হয়েছে। পরে তা ৩০ শয্যা করার লক্ষ্য রয়েছে। রাজ্য স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী জানান, রাজ্যে ঘাটাল নিয়ে ২৪টি এসএনসিইউ রয়েছে। লক্ষ্য রাজ্যে বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৪০টি এসএনসিইউ চালু করার। তিনি বলেন, “রাজ্যে আগামী ডিসেম্বরের মধ্যে ৩২টি এ ধরনের বিভাগ চালু করা হবে।”
এ দিন ঘাটাল উদ্বোধনে এসে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “ঘাটালে নার্সিং কলেজ তৈরির কাজও দ্রুত শুরু হবে। এ ছাড়াও ঘাটাল মহকুমা হাসপাতালে ডায়ালিসিসি বিভাগ এবং ডিজিটাল এক্স-রেও দ্রুত চালু করা হবে।” তিনি আরও বলেন, “এই হাসপাতাল ইতিমধ্যেই সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত হয়েছে। গোটা রাজ্যে তিরিশটি এ ধরনের হাসপাতাল হবে। তার মধ্যে ঘাটালও থাকবে।” আগামী আর্থিক বছরেই যাতে সুপার স্পেশালিটি হাসপাতালের কাজ শুরু করা যায় তার চেষ্টা চলছে বলেও আশ্বাস দেন তিনি।
|
বাঁচবেন কত দিন
সংবাদসংস্থা • লন্ডন |
ডিএনএ-র মাধ্যমেই জানা যাবে আপনি কত বছর বাঁচবেন। ব্রিটেনের ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের সমীক্ষা থেকে উঠে এল এই তথ্য। সোমবার তাঁরা জানান ক্রোমোজোমের টুপির মতো অংশ (টেলোমিয়ার)-এর দৈর্ঘ্য মেপে বলে দেওয়া সম্ভব একটি প্রাণীর বয়স কত এবং সে কত বছর বাঁচতে পারে। |