প্রায় ৪০ কোটি টাকা খরচ করে দার্জিলিং পাহাড়ে ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করতে চলেছে ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন (এনএইচপিসি)। দার্জিলিঙের তাকদাতে আগামী ২৬ নভেম্বর কলেজের কাজের শিলান্যাস করবেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) চিফ এক্সিকিউটিভ বিমল গুরুঙ্গ। জিটিএ-র কার্যকরী কমিটির অন্যতম সদস্য তথা শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত রোশন গিরি জানান, শুধু তাকদায় ইঞ্জিনিয়ারিং কলেজ নয়, দার্জিলিং সদর হাসপাতালে ২ কোটি টাকা খরচ করে একটি এমআরআই ইউনিট বসিয়ে দিচ্ছে এনএইচপিসি। তাকদায় সেরিক্যালচারের ১৬ একর জমির উপর ওই কলেজ তৈরি হবে। ইতিমধ্যে কলকাতার আরেকটি বেসরকারি সংস্থা দার্জিলিঙে ইঞ্জিনিয়ারিং কলেজ গড়বে। এই নিয়ে দুটি ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হলে পাহাড়ে ছেলেমেয়দের ভবিষ্যত আরও উজ্জ্বল হবে। ইতিমধ্যে শিক্ষা বিভাগের আওতায় একটি পরামশর্দাতা কমিটি তৈরি হয়েছে। পাহাড়ের সর্বত্র তাঁরা ঘুরে কোথাও কী প্রয়োজন তা জিটিএ-র শিক্ষা দফতরে জানাবে বলে রোশন গিরি জানিয়েছেন। তাকদা এলাকার জিটিএ সদস্য নরবুজি লামা জানান, এনএইচপিসি জলবিদ্যুৎ প্রকল্পের নিয়ে নানা সময়ে বহু প্রশ্ন উঠেছে। তার পর থেকেই এনএইচপিসি কর্তৃপক্ষ প্রকল্পের লাগোয়া এলাকায় জনমুখী কাজে হাত দিয়েছে। ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ ছাড়াও মডেল ভিলেজ, হাসপাতাল, বিদ্যুৎ, কমিউনিটি হল তাঁরা তৈরি করছেন। এবার শিক্ষার ক্ষেত্রেও এগিয়ে এসেছেন। আমরা সাহায্য করব।
|
প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে থাকা লোকশিল্পীদের রাজ্য সরকারের তরফে পরিচয়পত্র দেওয়া হবে। মঙ্গলবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ‘উত্তরবঙ্গ লিটল ম্যাগাজিন’ মেলার আয়োজন নিয়ে এক সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন। তিনি জানান, ইতিমধ্যেই বিভিন্ন জেলায় ওই প্রক্রিয়া শুরু করা হয়েছে। শিল্পীদের আবেদন করার জন্য ফর্ম মহকুমা বা জেলা তথ্য সংস্কৃতি দফতর থেকে পাওয়া যাচ্ছে। ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। তবে তার পরেও কেউ বাদ থাকলে বিষয়টি বিবেচনা করা হবে। পরিচয় পত্র যাদের থাকবে পরবর্তীতে তাঁদের সরকারি ভাবে সাহায্য করা যায় কি না সে ব্যাপারে সরকার ভাববে। মন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেন, “আগামী ১৫-১৭ ডিসেম্বর উত্তরবঙ্গ লিটল ম্যাগাজিন মেলা হচ্ছে শিলিগুড়িতে। পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি, রাজ্য তথ্য সংস্কৃতি বিভাগ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে এই মেলা। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে মেলার আয়োজন করা হয়েছে।” উত্তরবঙ্গ উন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, মেলায় ২০০ টি লিটল ম্যাগাজিনের স্টল থাকবে। বাংলা, হিন্দি, ইংরেজির পাশাপাশি নেপালি, অলচিকি, সাদ্রির মতো বিভিন্ন আঞ্চলিক ভাষার লিটল ম্যাগাজিনগুলিও মেলায় থাকবে। বিভিন্ন জায়গা থেকে ওই সমস্ত লিটল ম্যাগাজিনের সম্পাদকরা মেলায় যোগ দেবেন। কলকাতা থেকে কবি, সাহিত্যিক, লেখকদের মেলায় আমন্ত্রণ জানানো হচ্ছে। মেলার দিনগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেখানে ভাওয়াইয়া, চোরচুন্নির পালার মতো লোকগান, লোকনৃত্য প্রাধান্য পাবে।
|
ক্রেতা-বিক্রেতারা হাটে এসে কোন রকম পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ তুলে সরব হলেন ব্যবসায়ীরা। ১০৭ বছরের প্রাচীন চামুর্চি হাটের অব্যবস্থা নিয়ে এ বার আন্দোলনে নামার কথা ভাবছেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রতি বুধবার চামুর্চিতে হাট বসে। ভুটান ও ভারতের বহু ক্রেতা ও বিক্রেতার সমাগম হয়। ওই হাটে ধূপগুড়ি নিয়ন্ত্রিত বাজার কমিটির নিয়ন্ত্রণাধীন। কিন্তু সংস্কারের অভাবে সেখানে নানা সমস্যা চলছে। হাটের ব্যবসায়ীদের জন্য শেড বানানো হলেও বহু ঘরের চাল ভেঙে গিয়েছে। নিকাশি নালার অবস্থা বেহাল হাটে পানীয় জলের কোনও ব্যবস্থা না থাকায় লোকজনকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। চামুর্চি ব্যবসায়ী সমিতির সম্পাদক নিশীথরঞ্জন সাহা ক্ষোভের সঙ্গে বলেন, “নিয়ন্ত্রিত বাজার কমিটি নিয়মিত কর আদায় করলেও তারা পরিষেবা দিতে ব্যর্থ। হাট সংস্কারের জন্য বার বার আবেদন করেও কোন ফল মিলছে না। তাই হাট সংস্কারের দাবিতে আমরা বড় ধরণের আন্দোলনে নামব।” ধূপগুড়ির যুগ্ম বিডিও অজয় মোক্তান এই ব্যাপারে বলেন, “বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাব। আশা করি সমস্যার দ্রুত সুরাহা হবে।”
|
পাহারাদারদের বেঁধে দুটি সোনার দোকানে লুঠ চালাল এক দল দুষ্কৃতী। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার ১ ব্লকের তপসিখাতা চৌপথী এলাকায়। ব্যবসায়ীদের অভিযোগ, পুলিশি নজরদারি ঠিক না-থাকার জন্যই ওই ঘটনা ঘটেছে। ডাকাতরা লক্ষাধিক টাকার গয়না নিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আলিপুরদুয়ারের আইসি সুদীপ ভট্টাচার্য জানান, দুটি সোনার দোকানের পাহারাদারদের সঙ্গে কথা বলে সূত্র খোঁজা হচ্ছে। তপসিখাতা ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক শংকর দাস বলেন, “যখন ডাকাতি হচ্ছিল, পুলিশের টহলদারি ভ্যান ওই এলাকায় যায় বলে পাহারাদাররা জানিয়েছেন। কিন্তু, পাহারাদাররা ভয়ে পুলিশকে ডাকতে পারেনি।” ডাকাত দলটি হেঁটে কোচবিহারের মরিচবাড়ির দিকে পালিয়ে যায়।
|
ছট পুজো সেরে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে প্রায় শিশু মহিলা সহ ২০-২২ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে হাসিমারার তোর্সা সেতুর কাছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|
শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ পরিচালিত কিরণচন্দ্র নৈশ ফুটবল শুরু হচ্ছে ২৬ নভেম্বর থেকে। অংশ নেবে ইউনাইটেড কার্শিয়াং এফসি, কলকাতা ঐক্য সম্মিলনী, বিধাননগর মিউনিসিপ্যাল ফুটবল অ্যাকাডেমি, বিবেকানন্দ ক্লাব, শিলিগুড়ি কিশোর সঙ্ঘ, নর্থবেঙ্গল আর্মড পুলিশ ব্রিগেড, গ্লোব ট্রটার্স স্পোর্টিং, আঠেরোখাই স্পোর্টিং, শিলিগুড়ি উল্কা, বাঘাযতীন অ্যাথলেটিক, সাই ও মহানন্দা স্পোর্টিং। ৮ ডিসেম্বর ফাইনাল।
|
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার সকালে ডুয়ার্সের নাগরাকাটা মাছবাজার লাগোয়া এলাকার ঘটনাটি ঘটে। নিউ মাল জিআরপি সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম জিতু তামাং (৩৯)। তাঁর বাড়ি নাগরাকাটার হোপ চা বাগানে। ছট পুজো দেখে ফেরার সময়ে দুর্ঘটনা ঘটে। |