টুকরো খবর
আশাকর্মীদের স্মারকলিপি
নির্দিষ্ট বেতন-সহ কয়েক দফা দাবিতে মঙ্গলবার দাঁতন-২ ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ব্লক শাখা। তাদের দাবিগুলি হল, প্রতি মাসে নির্দিষ্ট বেতন ও বকেয়া পারিশ্রমিক মেটানোর পাশাপাশি আশাকর্মীদের স্বাস্থ্য দফতরের স্থায়ী কর্মীর মর্যাদা দিতে হবে। অভিযোগ, আশাকর্মীদের বছরে দুটি করে পোশাক দেওয়ার কথা থাকলেও গত দু’বছরে তা দেওয়া হয়নি। কাজের হিসাব রাখার জন্য সরকারি ভাবে তথ্যপঞ্জি সরবরাহ করার কথা থাকলেও তা করা হচ্ছে না। বিএমওএইচের বিরুদ্ধে নিয়মিত বৈঠক না করার অভিযোগও তোলেন তাঁরা। আশাকর্মীদের কাজের সুবিধার জন্য সাইকেল ও মোবাইল দেওয়ারও দাবিও জানানো হয়। সংগঠনের দাঁতন-২ ব্লক সম্পাদিকা পাপিয়া অধিকারী জানান, গত কয়েক বছর ধরে তাঁদের দাবি মেটানোর আশ্বাস দেওয়া হলেও কার্যত কিছুই করা হয়নি। বিএমওএইচ দুর্গাশঙ্কর রাউত দাবিগুলি পর্যালোচনার আশ্বাস দেন।

জগদ্ধাত্রী পুজোয় নানা আয়োজন
শুরু হল জগদ্ধাত্রী পুজো। মেদিনীপুর শহরে বেশ কয়েকটি সর্বজনীন জগদ্ধাত্রী পুজো হয়। ইতিমধ্যে একাধিক পুজোর উদ্বোধনও হয়ে গিয়েছে। সোমবার সন্ধ্যায় উদ্বোধন হল শহরের কলেজ মোড়ে ‘অগ্নিকন্যা’ ক্লাবের পুজোর। এই পুজোর এ বার দ্বিতীয় বর্ষ। মণ্ডপ তৈরি হয়েছে কোনারকের সূর্য মন্দিরের অনুকরণে। রয়েছে থার্মোকল ও প্যারিসের কারুকাজ। প্রতিমা সাবেক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। পুজোর অন্যতম উদ্যোক্তা প্রসেনজিৎ চক্রবর্তী ও বুদ্ধ মণ্ডল বলেন, “পুজো ঘিরে এলাকায় উৎসাহ দেখা দেয়। প্রচুর মানুষ আসেন। এই ক’দিন সকলে মিলে আনন্দ হয়। এটাই ভালো লাগে।”

বাড়া ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখাল পশ্চিম মেদিনীপুর জেলা পরিবহণ যাত্রী কমিটি। মঙ্গলবার মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে এই বিক্ষোভ কর্মসূচি হয়। কমিটির দাবি, নতুন ভাড়া প্রত্যাহার করে বিশেষজ্ঞ কমিটি গঠন করে যুক্তিসঙ্গত ভাবে ভাড়া বৃদ্ধির হার নির্ধারণ করতে হবে। জেলার সর্বত্র যাত্রী স্বাচ্ছন্দ্য এবং যাত্রী নিরাপত্তার বিষয়টিও প্রশাসনকে গুরুত্ব দিয়ে দেখার দাবি জানান তাঁরা। জেলা পরিবহন আধিকারিকের কাছে স্মারকলিপিও পেশ করেছে কমিটি।

সমবায়ের উদ্যোগ
সমবায় সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করল ডেবরার বাড়াগড় সমবায় কৃষি উন্নয়ন সমিতি। আলোচনাচক্র ছাড়াও গ্রামীণ হাসপাতালের রোগীদের ফল, স্কুলপড়ুয়াদের শিক্ষাসামগ্রী বিলি করা হয়। এ দিনের কর্মসূচিতে যোগ দেন কো-অপারেটিভ ইন্সপেক্টর তথাগত চাকলাদার, ডেবরার বিএমওএইচ রজতকুমার পাল। সমিতির সম্পাদক পৃথ্বীশ ভট্টাচার্য জানান, ২০০ জনকে শিক্ষাসামগ্রী দেওয়া হয়।

বালি তোলায় আটক ট্রাক্টর
অবৈধ ভাবে বালি তোলার অভিযোগে বালিভর্তি একটি ট্রাক্টর আটক করা হয়েছে। ওই ট্রাক্টরের মালিকের থেকে জরিমানা আদায় করা হবে বলে প্রশাসন সূত্রে খবর। মঙ্গলবার দুপুরে মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অরিন্দম দত্ত কাঁসাই নদী সংলগ্ন কয়েকটি এলাকায় তল্লাশি অভিযান চালান। সঙ্গে পুলিশও ছিল। এই সময়ই আমতলাঘাটের কাছে একটি ট্রাক্টরকে হাতেনাতে ধরে ফেলেন তিনি। দেখা যায়, ট্রাক্টরটিতে অবৈধ ভাবে বালি তোলা হয়েছে। পরে মহকুমাশাসক বলেন, “এই ধরনের তল্লাশি অভিযান আগামী দিনেও চলবে।

যাত্রী কমিটির দাবি
বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখাল পশ্চিম মেদিনীপুর জেলা পরিবহন যাত্রী কমিটি। মঙ্গলবার মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে এই বিক্ষোভ কর্মসূচি হয়। কমিটির দাবি, নতুন ভাড়া প্রত্যাহার করে বিশেষজ্ঞ কমিটি গঠন করে যুক্তিসঙ্গত ভাবে ভাড়া বৃদ্ধির হার নির্ধারণ করতে হবে। জেলার সর্বত্র যাত্রী স্বাচ্ছন্দ্য এবং যাত্রী নিরাপত্তার বিষয়টিও প্রশাসনকে গুরুত্ব দিয়ে দেখার দাবি জানান তাঁরা। জেলা পরিবহন আধিকারিকের কাছে স্মারকলিপিও পেশ করেছে কমিটি।

আলোচনাচক্র
সমবায় সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করল ডেবরার বাড়াগড় সমবায় কৃষি উন্নয়ন সমিতি। আলোচনা চক্রের পাশাপাশি গ্রামীণ হাসপাতালের রোগীদের মধ্যে ফল, স্কুল ছাত্রছাত্রীদের শিক্ষা-সামগ্রী বিতরণ করা হয়।

উদ্বোধন
সোমবার সন্ধ্যায় উদ্বোধন হল মেদিনীপুর শহরের কলেজ মোড়ে ‘অগ্নিকন্যা’ ক্লাবের পুজোর। পুজোর এ বার দ্বিতীয় বর্ষ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.