ধান পাহারা দিতে গিয়ে দাঁতালের হামলায় মৃত্যু হল এক কৃষকের। ডুয়ার্সের শামুকতলার ধওলাঝোরা ১ গ্রামে সোমবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম মাইস ওঁরাও (৪২)। বাড়ি ওই গ্রামে। এদিন রাতে ধান পাহারা দেওয়ার সময় হাতিটি মাইসকে শূঁড়ে পেঁচিয়ে আছাড় দেয়। উত্তর রায়ডাক রেঞ্জের বনকর্মীরা তাঁকে ওই দিন রাতেই আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে নিয়ে যান।
|
দূষণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারকে উদ্যোগী হওয়ার দাবি জানিয়ে আড়াই হাজার কিলোমিটার সাইকেল র্যালি শুরু করল দেরাদুনের ১১ জন বাসিন্দা। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সামনে থেকে সাইকেল নিয়ে রওনা হন তাঁরা। ওই দলে ১৯ বছরের এক মেয়ে থেকে ৭২ বছরের এক বৃদ্ধ যোগ দেন। দলের নেতা অনিল প্রকাশ জোশী বলেন, “জঙ্গল, জল, নদী, মাটি রক্ষায় সরকার সঠিক উদ্যোগ নিচ্ছে না। জঙ্গল কমে আসছে। গঙ্গা সহ বিভিন্ন নদীর অবস্থা খারাপ। এই অবস্থায় বাতাস ক্রমশ দূষিত হয়ে উঠছে। আমরা সাইকেল র্যালিতে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ওই অবস্থার কথা জানিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করব।” তাঁরা ট্রেনে চেপে শিলিগুড়িতে আসেন। এখান থেকে ঝাড়খন্ড, বিহার, দিল্লি, হিমাচল প্রদেশ হয়ে দেরাদুনে পৌঁছবেন। ৪৫ দিনে তাঁরা র্যালি সম্পূর্ণ করার লক্ষ রেখেছে।
|
ছট পুজো পর্ব মিটতেই জলপাইগুড়ি শহরের নদী সাফাইয়ের কাজ শুরু করেছে পুরসভা। মঙ্গলবার সকালে তিস্তা, করলা, ধরধরা নদীতে নৌকা নিয়ে সাফাই অভিযান শুরু করেছে পুর কর্মীরা। গত বছর করলা নদীতে বিষকাণ্ডের পর থেকেই শহরের নদীগুলি নিয়ে বাড়তি সতর্কতা গ্রহণ করেছে পুর কতৃপক্ষ। দুর্গাপুজো এবং কালীপুজোর বিসর্জনের পরে নৌকা নিয়ে নদীতে সাফাই অভিযান চালায় পুরসভা। মঙ্গলবার ভোরে ছট পুজো পর্ব শেষ হওয়ার থেকে অভিযান শুরু হয়। পুরসভা জানায়, করলার মাসকলাইবাড়ি, কিংসাহেবের ঘাট, শান্তিপাড়া, বয়েলখানা, সমাজপাড়া ঘাটে সাফাই অভিযান হয়। জুবলি পার্ক লাগোয়া তিস্তা নদীর ঘাট এবং ধরঝরা নদীর সেনপাড়া, রায়কত পাড়া ঘাটেও সাফাই অভিযান হয়। করলায় অভিযান।
|
কাজিরাঙায় বিপন্ন বারাশিঙার গণনা শুরু হল আজ থেকে। ইস্টার্ন সোয়াম্প ডিয়ার বা দল হরিণা নামে পরিচিত এই হরিণের বসতি আপাতত কাজিরাঙাতেই সীমাবদ্ধ। এই বছর জানুয়ারির হিসাবে, কাজিরাঙায় বারাশিঙার সংখ্যা ছিল প্রায় ১১০০। ১৯৯১ সালে ছিল ৫৫৯। দুই দফার বন্যায় বহু হরিণ মারা গিয়েছে। তাই, ফের হচ্ছে বারাশিঙা গণনা।
|
বন্যপ্রাণী চিকিৎসা ও নানা পরিষেবার উল্লেখ্য ভূমিকায় পুরস্কৃত হচ্ছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজভাতখাওয়া পশু চিকিৎসা ইউনিট। ২৬ নভেম্বর বনমন্ত্রী হিতেন বর্মন ওই ইউনিটকে পুরস্কৃত করবেন।
|
সর্পদষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। রবিবার গোঘাটের কয়াপাটের বাসিন্দা মলিনা কোটাল (৫০) নামে ওই প্রৌঢ়া ঘুমন্ত অবস্থায় সর্পদষ্ট হন। সোমবার আরামবাগ হাসপাতালে মারা যান তিনি। অন্য দিকে, বৃহস্পতিবার পুড়শুড়ার চিলাডাঙ্গিতে বাড়ি তৈরির সময়ে পড়ে গিয়ে জখম হন শেখ আইদুল (৫৫) নামে মুর্শিদাবাদের এক রাজমিস্ত্রি। তিনি মারা যান সোমবার। |