টুকরো খবর
মুলো লুঠের চেষ্টা তৃণমূল কর্মী-সমর্থকদের
একদা সিপিএমের দুর্ভেদ্য দুর্গ আরামবাগের মাটিতে দাঁড়িয়ে সিপিএমের অধুনা বহিষ্কৃত নেতা অনিল বসুকে কার্যত হুঁশিয়ার করলেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “হলদিয়ার লক্ষ্মণ শেঠ, আরামবাগের বিনয় দত্ত, মোজাম্মেল হোসেন, গোঘাটের অভয় ঘোষ সকলকেই জেলে যেতে হয়েছে। বাকি আছেন শুধু অনিল বসু।” তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীর সভা এ দিন তখনও শুরু হয়নি। আরামবাগ বাসস্ট্যান্ড-সংলগ্ন রাস্তায় জমায়েত হতে শুরু করেছেন দলের কর্মী-সমর্থকেরা। বেলা সাড়ে ১২টা নাগাদ বুকে দলীয় ব্যাজ আটকানো কিছু ছেলেকে হঠাৎই একটি মোটরভ্যান থেকে মুলো লুঠ করতে দেখা যায়। রে রে করে তেড়ে আসে র্যাফ। লুঠের মুলো উদ্ধার করে তারা ফেরত দেয় ব্যবসায়ীকে। এ দিন কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভায় আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আসার কথা ছিল শুভেন্দুবাবু এবং দলের আর এক সাংসদ সুব্রত বক্সির। সুব্রতবাবু অবশ্য আসেননি। নেতাদের অভ্যর্থনার জন্য আরামবাগে আসা সার্কাস দলের হাতি আনা হয়েছিল। তারা ফুল ছুড়ে স্বাগত জানায় শুভেন্দুবাবুকে। বেলা ১২টায় সভার কথা বলা হলেও শুভেন্দুবাবু এসে পৌঁছন ৩টে নাগাদ। মহকুমা হাসপাতাল-সংলগ্ন রাস্তার একটি ধার আটকে সভার জন্য সাধারণ মানুষকে হয়রান হতে হয় বলেও অভিযোগ। মিনিট চল্লিশের বক্তৃতায় এ দিন কেন্দ্র সরকারের পাশাপাশি সিপিএমকেও তুলোধোনা করেন শুভেন্দু। সেই সঙ্গে রাজ্যে উন্নয়নেরও ফিরিস্তি দেন।

হুগলিতে স্বাভাবিক হল না বাস চলাচল
মঙ্গলবারেও বাস চলাচল স্বাভাবিক হল না হুগলিতে। বাসভাড়া নিয়ে জেলার বিভিন্ন যায়গায় বাসকর্মীদের সঙ্গে যাত্রীদের গোলমালের জেরে রবিবার সন্ধ্যায় বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন মালিকরা। সোমবার আরামবাগ বাদে জেলার অন্য তিনটি মহকুমায় বাস চলেনি। বিকেলে জেলা প্রশাসনের হস্তক্ষেপে সমস্যা মেটে। এর পরে কিছু রুটে বাস চলাচল আরম্ভ হয়। সোমবারেও একই পরিস্থিতি ছিল। বাস মালিক অ্যাসোসিয়েশন সূত্রের খবর, এ দিনও কন্ডাক্টর এবং হেল্পাররা কাজ করতে অস্বীকার করায় এই পরিস্থিতি হয়। ফলে, এ দিনও ভোগান্তি হয় নিত্যযাত্রীদের। তবে, আজ বুধবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে তাঁরা আশা করছেন।

ছাত্রীর ‘ঝাঁপ’
স্কুলের তিনতলার বারান্দা থেকে পড়ে গুরুতর জখম হল দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। মঙ্গলবার, শিবপুরের দীনবন্ধু ইনস্টিটিউশনে (মেন)। পুলিশ জানায়, এ দিন ওই ছাত্রীর বাংলা টেস্ট পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সে বাথরুম যাওয়ার নাম করে বেরোয়। তার পরেই ওই ঘটনা। গুরুতর জখম অবস্থায় তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক শিক্ষক ধ্রুবানন্দ চক্রবর্তী বলেন, “হঠাৎ শুনতে পেলাম এক ছাত্রী তিনতলা থেকে ঝাঁপ দিয়েছে বলে কয়েক জন চিৎকার করছে। গিয়ে দেখি স্কুলের সামনের চাতালে ছাত্রীটি পড়ে আছে।” পুলিশের দাবি, ওই ছাত্রী জানিয়েছে, প্রশ্নপত্র কঠিন হওয়ায় সে ঝাঁপ দেয়। স্কুল কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, প্রশ্ন কঠিন হয়েছে এমন অভিযোগ অন্য ছাত্রীরা করেনি। পরীক্ষা নির্বিঘ্নেই হয়েছে।

শ্যামপুরে ফুটবল
গত ১৮-১৯ নভেম্বর হাওড়ার শ্যামপুরের কৃষ্ণপুর (ডি পাড়া) নবীন সঙ্ঘের পরিচালনায় সঙ্ঘের মাঠে আয়োজিত হল ফরগুড স্বর্ণ এবং রৌপ কাপ নক আউট ফুটবল প্রতিযোগিতা। মোট ৮টি দল যোগদান করে। ফাইনাল খেলায় ইছাপুরের ভোলেবাবা কনস্ট্রাকশন টাই ব্রেকারে কল্যাণপুর কেএফসি-কে ৪-৩ গোলে হারিয়ে দেয়। প্রতিযোগিতা উপলক্ষে একটি মহিলা ফুটবল প্রদর্শনীর আয়োজন করা হয়। বহু বিশিষ্ট মানুষ এ দিন হাজির ছিলেন।

দুই দুর্ঘটনা, মৃত ১
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল অজ্ঞাতপরিচয় এক মোটরবাইক আরোহীর। পুলিশ জানায়, মঙ্গলবার, শিবপুরের ব্যাতাইতলা ফাঁড়িতে ওই দুর্ঘটনা ঘটে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.