ডুবে গেলেন যুবক
নিজস্ব সংবাদদাতা |
ছটপুজো করতে নেমে তলিয়ে গেলেন এক যুবক। মঙ্গলবার, সুভাষ সরোবরে। পুলিশ জানায়, পরিজনদের সঙ্গে এসেছিলেন নীতেশলাল দাস (২১) নামে নারকেলডাঙার বাসিন্দা ওই যুবক। পরিজনদের অভিযোগ, খবর দেওয়া সত্ত্বেও পুলিশ বা উদ্ধারকারী দল আসতে দেরি করে। পুলিশি নজরদারিও ছিল না। স্থানীয় সূত্রে খবর, পুলিশ এলে জনতার সঙ্গে ধস্তাধস্তি হয়। অবরোধ হয় বেলেঘাটা মেন রোডে। ডিসি (ইএসডি) সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা খবর পেয়েই ব্যবস্থা নিয়েছি। রাত পর্যন্ত ওই যুবকের খোঁজ মেলেনি।”
|
নকল ক্রেডিট কার্ডে জিনিস কিনতে গিয়ে ধরা পড়ল দুই যুবক। ধৃতদের নাম জুবের হোসেন এবং নৌশাদ আলি। পুলিশ জানায়, সোমবার নিউ মার্কেট থানা এলাকার একটি দোকানে নকল কার্ড দেখিয়ে জিনিস কিনতে যায় তারা। মালিকের সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন। গোয়েন্দাপ্রধান পল্লবকান্তি ঘোষ জানান, ধৃতদের জেরা করে ওই নকল ক্রেডিট কার্ড তৈরিতে জাম্বিয়ার নাগরিক জেব্রেল মার্টিনের নাম উঠে আসে। অভিযোগের ভিত্তিতে ওই বিদেশিকে গ্রেফতার করা হয়। মার্টিনের কাছ থেকে নকল ক্রেডিট কার্ড তৈরির বৈদ্যুতিন জিনিসপত্র বাজেয়াপ্ত হয়েছে।
|
ত্রিফলা আলো লাগানোয় অনিয়মের অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের দাবিতে পুরসভায় বিক্ষোভ দেখাল বামফ্রন্ট। মঙ্গলবার পুরসভার বিরোধী দলনেত্রী রূপা বাগচির নেতৃত্বে বাম কাউন্সিলরেরা মেয়রের ঘরের সামনে বিক্ষোভ দেখান। রূপাদেবী বলেন, “বিষয়টি নিয়ে মেয়রের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু সময় দিয়েও তিনি হাজির ছিলেন না।” যদিও মেয়র বলেন, “আমার সঙ্গে ওঁদের কারও কোনও কথাই হয়নি।”
|
এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু হল। শুক্রবার, বেহালার এস এন রায় রোডে। মৃতের নাম নরেশচন্দ্র রায় (৭২)। পুলিশ জানায়, ওই দিন নরেশবাবুর পরিবারের লোকেরা অন্যত্র ছিলেন। তাঁরা ফিরে দেখেন, বাড়ির দরজা বন্ধ। পুলিশ দেহটি উদ্ধার করে। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা।
|
নীলরতন সরকার হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মী আবাসনের একটি ঘরে মঙ্গলবার সন্ধ্যায় এক যুবকের ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম অজয় মল্লিক (২৬)। তাঁর আত্মীয় ওই হাসপাতালের কর্মী।
|
শিয়ালদহ স্টেশন চত্বরে মঙ্গলবার সন্ধ্যায় নিষিদ্ধ মাদক-সহ দুই তরুণীকে গ্রেফতার করা হয়েছে। জিআরপি সূত্রের খবর, ধৃতদের কাছ থেকে পাঁচ লক্ষ টাকার হেরোইন আটক করা হয়। |