গঙ্গার ধারের সৌন্দর্যায়নে জায়গা পাচ্ছে আলো ও শব্দের খেলা। পর্যটন দফতরের উদ্যোগে ব্যারাকপুরে গঙ্গার ধারে সরকারি লজ ‘মালঞ্চ’র সামনে তৈরি হচ্ছে ‘লাইট অ্যান্ড সাউন্ড’-এ সিপাহী বিদ্রোহ। ৩৭ মিনিটের শো-তে থাকবে দ্বিতীয় বাহাদুর শাহের পতনও। ‘ধনধান্য পুষ্পে ভরা’ গানটি দিয়ে শেষ হবে। আপাতত ইংরেজিতে ভাষ্যপাঠ করছেন সব্যসাচী চক্রবর্তী। পরে এটি বাংলায় অনুবাদের পরিকল্পনা আছে। সমগ্র শো তৈরির কাজ করছে কলকাতার স্ট্যান্ডার্ড রোবোটিকস্ কর্পোরেশন। সবুজ লনে ফাইবার গ্লাস দিয়ে তৈরি মঙ্গল পাণ্ডে ও তাঁর ব্যবহৃত ‘হেরিটেজ’ গাদা বন্দুকের প্রতিরূপ-সহ নানা সাহেব, তাঁতিয়া টোপি, লক্ষ্মীবাঈ ও বাহাদুর শাহের মূর্তি বসেছে। কণিষ্ক সেনের নির্দেশনায় মাঠের বিভিন্ন প্রান্তে বসেছে নানা রঙের আলো। পুরনো দিনের ছবি তুলে ধরতে থাকছে পালতোলা নৌকো। |
জায়ান্ট স্ক্রিনে যখন শো চলবে, তখন নৌকোর পালেও থাকবে আলোর কারসাজি। প্রায় কোটি টাকা ব্যয়ে তৈরি এই লাইট অ্যান্ড সাউন্ডের আনুষ্ঠানিক উদ্বোধন চলতি সপ্তাহেই সেরে ফেলার পরিকল্পনা আছে বলে জানান পর্যটন দফতরের এক আধিকারিক। অন্য দিকে, উদ্বোধন হলেও দর্শকদের জন্য তা চালু করতে সময় লাগবে বলে আয়োজকেরা জানান। এটি চালু হলে প্যাকেজ ট্যুরে কলকাতা থেকে লঞ্চে পর্যটকেরা এসে লাইট অ্যান্ড সাউন্ড দেখে ফিরে যেতে পারবেন বলেও পর্যটন দফতর সূত্রে জানানো হয়েছে।
|
ফ্রান্সের রেটিং কমাল আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা মুডিজ। ইউরোপের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির রেটিং ‘এএএ’ থেকে কমিয়ে ‘এএ১’ করেছে মার্কিন সংস্থাটি। পাশাপাশি, দেশটির অর্থনীতি সম্পর্কে নেতিবাচক মনোভাবও বজায় রেখেছে তারা। মুডিজের যুক্তি, ক্রমাগত বেড়ে চলা শ্রমিক সমস্যা-সহ বিভিন্ন কারণে প্রতিযোগিতার বাজারে পিছিয়ে পড়ছে ফ্রান্স। সেখানে রফতানি পণ্য তৈরিতে উৎসাহ পাচ্ছে না অনেক সংস্থাই। দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে সংশয় তৈরি হয়েছে। ফলে রেটিং কমানোর এই সিদ্ধান্ত। একই সঙ্গে তাদের হুঁশিয়ারি, আগামী দিনে আর্থিক সংস্কার ত্বরান্বিত না করলে, আরও ছাঁটাই হতে পারে রেটিং। তবে প্রত্যাশিত ভাবেই এর সমালোচনা করেছে ফ্রান্স। জানিয়েছে, অর্থনীতি ঘুরে দাঁড় করাতে জানুয়ারির পর যে সব পদক্ষেপ করা হয়েছে, তা মাথায় রাখেনি মুডিজ। আরও আর্থিক সংস্কারের মাধ্যমে এর মোকাবিলা করা হবে বলে ইঙ্গিত দিয়েছে তারা। উল্লেখ্য, জানুয়ারিতে ফ্রান্সের রেটিং কমায় এসঅ্যান্ডপি। ফরাসি অর্থনীতির অবস্থা যে ভাল নয়, তা-ও স্পষ্ট করেছিল তারা। সুতরাং একই ‘দুঃসংবাদ’ যে মুডিজের থেকেও আসতে পারে, তা আশঙ্কা করছিলেন অনেকে।
|
অ্যাপল-স্যামসাং মামলায় নিজেদের রায় ফের খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য কমিশন (ইউএস-আইটিসি)। এর আগে আইটিসি-র বিচারপতি জেমস গিল্ডিয়া সেপ্টেম্বরে রায় দিয়েছিলেন যে, আই প্যাড বা আই ফোনের মতো গ্যাজেট নকশার সময় অ্যাপল পেটেন্ট আইন ভঙ্গ করেনি। নকল করেনি স্যামসাঙের। সেই রায়ই বহাল রাখার পরিবর্তে পুনরায় তা খতিয়ে দেখার কথা এ দিন ঘোষণা করল আইটিসি। জানুয়ারিতে এই চূড়ান্ত ঘোষণা হওয়ার কথা। যা অ্যাপলের পক্ষে অসম্ভব গুরুত্বপূর্ণ। কারণ, অ্যাপল শেষমেষ ‘দোষী সাব্যস্ত’ হলে, আমেরিকায় পণ্য বিক্রি বন্ধ করতে হতে পারে তাদের।
|
আগামী জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বেশ কিছু রুটে কম দামে বিমান টিকিট দেওয়া হবে বলে জানাল এয়ার ইন্ডিয়া। ওই সময় যাত্রী সংখ্যা কম থাকে। ফলে আরও বাড়ে আর্থিক সঙ্কটে ধুঁকতে থাকা বিমান পরিবহণ সংস্থাটির লোকসানের বোঝা। বেশি যাত্রী টেনে সেই বাড়তি ক্ষতি আটকাতেই এই সুযোগ দেওয়া হচ্ছে বলে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সূত্রে খবর। সংস্থা জানিয়েছে, কলকাতা থেকে গুয়াহাটি, আগরতলা, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, দিল্লি-সহ বেশ কিছু রুটে সস্তার এই টিকিট মিলবে। ১৬ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত রুটগুলিতে ভাড়া ধার্য করা হয়েছে ১,৭৯৯ থেকে ৪,১৯৯ টাকার মধ্যে। কলকাতা থেকে দিল্লি ৩,৬৯৯ ও মুম্বই -এর ভাড়া ৪,১৯৯ টাকা ধার্য হয়েছে। আজই সস্তার টিকিট কাটার শেষ দিন।
|
দেড় বছরেই চার বার শিল্পসচিব বদলাল রাজ্য
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
একই সঙ্গে শিল্পসচিব এবং রাজ্য শিল্পোন্নয়ন নিগম (ডব্লিউবিআইডিসি)-এর ম্যানেজিং ডিরেক্টর বদল করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পরিবর্তনের সরকারের দেড় বছরের মধ্যে চার বার শিল্পসচিব বদল হল। আর শিল্পোন্নয়ন নিগমের এমডি বদল হল তিন বার। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে নতুন পরিবর্তনের কথা জানানো হয়েছে। রাজ্যের নতুন শিল্পসচিব হচ্ছেন চঞ্চলমল বাচোয়াত। তিনি খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের সচিব ছিলেন। তিলি আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হচ্ছেন। আলাপনবাবু তাঁর পুরনো পুর দফতরের সচিব পদে থাকছেন। রাজ্যে শিল্প-বিনিয়োগের ক্ষেত্রে সরকারের যে-সংস্থা ‘নোডাল এজেন্সি’র ভূমিকা পালন করে, সেই শিল্পোন্নয়ন নিগমের নতুন ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম বা পিডিসিএলের চেয়ারম্যান কৃষ্ণ গুপ্ত। তিনি নন্দিনী চক্রবর্তীর স্থলাভিষিক্ত হচ্ছেন। গত বছরের মে মাসে নতুন সরকার যখন ক্ষমতায় আসে, তখন রাজ্যের শিল্পসচিব ছিলেন দীপঙ্কর মুখোপাধ্যায়। তার পরে শিল্পসচিব হন বাসুদেব বন্দ্যোপাধ্যায়। তিনি স্বরাষ্ট্রসচিব হওয়ার পরে শিল্পসচিবের পদটি মাসখানেক খালি ছিল। পরে আলাপনবাবু শিল্পসচিব হন। এ দিন তাঁকেও সরিয়ে দেওয়া হল। নতুন সরকারের শুরুতে শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন সুব্রত গুপ্ত। পরে তাঁর জায়গায় আসেন নন্দিনীদেবী। এ দিন তাঁকেও সরিয়ে দেওয়া হয়েছে। পিডিসিএলের নতুন চেয়ারম্যান হচ্ছেন বরুণ রায়। নতুন টেক্সটাইল কমিশনার হচ্ছেন প্রশান্ত ভট্টাচার্য। পৃথা সরকারকে পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছে। |