ভারতে সুইডেনের সংস্থা আইকিয়ার ১০,৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবে সায় দিল বিদেশি লগ্নি উন্নয়ন পর্ষদ (এফআইপিবি)। বিশ্বের বৃহত্তম এই আসবাব নির্মাতা এ দেশে ২৫টি বিপণি খুলতে চায়। এ দিনের অনুমোদন সংস্থাকে সেই লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে দিল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ইতিমধ্যেই প্রস্তাবটি সবুজ সঙ্কেত পেয়েছে বাণিজ্য মন্ত্রকের অধীন শিল্প নীতি ও উন্নয়ন দফতরের।
তবে ১,২০০ কোটি টাকা পর্যন্ত বিদেশি লগ্নিতেই চূড়ান্ত সায় দিতে পারে এফআইপিবি। ফলে এ বার মন্ত্রিসভার আর্থিক বিষয়ক কমিটির ছাড়পত্র পেতে হবে আইকিয়াকে। |
কেন্দ্র এক ব্র্যান্ডের পণ্যের খুচরো ব্যবসায় বিদেশি পুঁজির দরজা খোলার পর এটাই এক লপ্তে ভারতে সব চেয়ে বড় মাপের বিদেশি লগ্নি। প্রসঙ্গত, এক ব্র্যান্ডের পণ্যের রিটেলে বিদেশি লগ্নির অনুমোদন দেওয়ার সময় কেন্দ্র বাধ্যতামূলক ভাবে স্থানীয় ছোট ও মাঝারি সংস্থার থেকে ৩০% কাঁচা মাল কেনার শর্ত রেখেছিল। যা বড় বাধা হয়ে দাঁড়ায় আইকিয়া-র সামনে। সেপ্টেম্বরে কেন্দ্র ওই শর্ত শিথিল করার পর এ মাসেই চূড়ান্ত আবেদন দাখিল করে সংস্থা। এ দিকে, আন্তর্জাতিক দুনিয়ায় বড়সড় এক বিতর্কের মুখে আইকিয়া। অভিযোগ, সত্তর-আশির দশকে পূর্ব জার্মানিতে রাজনৈতিক বন্দিদের দিয়ে কারখানায় পণ্য তৈরির কাজ করাতো তারা। এই তথ্য প্রকাশের পর সমালোচনা শুরু হয় আন্তর্জাতিক বাণিজ্য মহলে। প্রথমে খবরের সত্যতা অস্বীকার করে আইকিয়া। পরে অডিটর সংস্থা আর্নস্ট অ্যান্ড ইয়ং-কে দিয়ে বিষয়টির তদন্ত শুরু করে তারা। শেষ পর্যন্ত তদন্তে ঘটনাটি সত্যি প্রমাণিত হওয়ার পর গত শুক্রবারই এক বিবৃতিতে ক্ষমা চেয়ে নিয়েছে সংস্থা। |