টুকরো খবর
বাকিংহাম সংবাদ
ব্রিটেনের যুবরানি কেট মিডলটন নাকি অন্তঃসত্ত্বা। দাবি করলেন কেটের পুরনো বন্ধু জেসিকা হে। তিনি জানান, রাজপরিবার হয়তো আগামী মাসেই সরকারি ভাবে খবরটা ঘোষণা করবে। ব্রিটেনের ডিউক এবং ডাচেস নাকি অনেক দিন ধরেই পরিবার পরিকল্পনা শুরু করে দিয়েছিলেন। ছেলে হোক বা মেয়ে তাঁরা দুটোতেই খুশি।

মালালাকে পুরস্কার
নিজের দেশে সাহসিকতার পুরস্কার আগেই পেয়েছিল। এ বার আর্ন্তজাতিক সাহসিকতার পুরস্কারও নিজের ঝুলিতে ভরল পাকিস্তানের মালালা ইউসুফজাই। ‘ওয়ার্ল্ড পিস অ্যান্ড প্রসপ্যারিটি ফাউনডেশন’-এর পক্ষ থেকে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। সোয়াটের মতো প্রতিকূল পরিবেশে নারী শিক্ষা প্রসারের জন্য তালিবানের আক্রমণের মুখে পড়তে হয়েছিল তাকে। ব্রিটেনের হাসপাতালে এখনও চিকিৎসাধীন সে।

বীভৎস বিশ্বাস
কারও সঙ্গে যোগাযোগ রাখতেন না ওঁরা। কেন, কেউ জানত না। রহস্য ফাঁস হল এত দিনে। ৯ ও ১৪ বছরের দু’টি মেয়ে প্লাস্টিকে মোড়া একটি পচাগলা মৃতদেহ কবর দিতে যায়। জানা যায়, দেহটি তাদের বাবার। ২০০৯-এ মারা যান ওই ব্যক্তি। কিন্তু তিনি বেঁচে উঠবেন, এই বিশ্বাসে সেই থেকে দেহটি আগলে রেখেছিলেন স্ত্রী ও মেয়েরা।

জানলার কাচে যিশু ও মেরি
হাসপাতালের নীচে দিনরাত ভিড়। সকলের চোখ সতেরো তলার জানলায়। কেন? ওই জানলার শার্সিতে নাকি ফুটে উঠেছে যিশুর মা মেরির অবয়ব। দু’টো জানলা পরে আর একটা শার্সিতে আবার যিশুর মূর্তি। এই রহস্যময় ছবি দেখতেই হাসপাতালের নীচে জড়ো হচ্ছিলেন হাজার হাজার ক্যাথলিক। সিঙ্গাপুর থেকেও লোক এসেছে। বাধ্য হয়ে শার্সি দু’টিকে গির্জায় সরিয়ে দেওয়া হয়েছে।

প্রণবকে সম্মাননা
মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য অবদানের জন্য ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে সম্মাননা জানাচ্ছে বাংলাদেশ সরকার। ১৫ ডিসেম্বর ঢাকার অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণের জন্য দিল্লি যাচ্ছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী তাজুল ইসলাম। এ বার মোট ১৫৩ জন বিদেশিকে সম্মাননা জানাবে সরকার। গত বছর ইন্দিরা গাঁধী-সহ ৮২ ব্যক্তি ও সংগঠনকে সম্মানিত করা হয়েছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.