টানা সাত দিন ধরে গাজায় ইজরায়েলি হানায় এখনও পর্যন্ত নিহত হয়েছেন ১২১ জন প্যালেস্তাইনি। তার মধ্যে ৩০ জনই মারা গিয়েছেন গত কালের সংঘর্ষে। পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান-কি-মুন থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে রাশিয়ার অভিযোগ, আমেরিকার দোষেই পরিস্থিতি এতটা জটিল হয়েছে। ওবামা জানিয়েছেন, নম পেন থেকে আজই পশ্চিম এশিয়ার উদ্দেশে রওনা দিচ্ছেন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন তিনি। এ ছাড়াও জেরুজালেম, রামাল্লা এবং কায়রোয়েও যাবেন তিনি। একমাত্র আলাপ আলোচনার মাধ্যমেই শান্তি ফিরতে পারে, আশাবাদী ওবামা।
ইজরায়েল এবং প্যালেস্তাইনের সাত দিনের এই রক্তক্ষয়ী সংঘর্ষে মদত জোগাচ্ছে ইরান, আজ এমনই অভিযোগ করেছেন ইজরায়েলের প্রেসিডেন্ট সিমন পেরেস। পাশাপাশি মিশরের ভূমিকার প্রশংসাও করেছেন তিনি। সোমবারই রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান-কি-মুন কায়রোয় পৌঁছন। সেখানে বৈঠক সেরে তিনি পরিস্থিতি খতিয়ে দেখতে জেরুজালেম যাবেন।
অন্য দিকে, এ দিন তেল আভিভে সহকর্মীকে বাঁচাতে গিয়ে হঠাৎ গুলি ছুড়লেন মার্কিন দূতাবাসের নিরাপত্তারক্ষীরা। মঙ্গলবার সকালের ঘটনা। মার্কিন দূতাবাসের মুখপাত্র জানান এক যুবক ছুরি ও কুঠার নিয়ে আক্রমণ করতে চেয়েছিলেন এক নিরাপত্তারক্ষীকে। যদিও আক্রমণকারীর গুলি লাগেনি। তবে পরিচয় জানা গিয়েছে। |