পরপর তিনটি দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। সোমবার রাতে রানিগঞ্জের বল্লভপুরে ঘটনাটি ঘটে। দোকানের মালিক গোপাল গোপ অভিযোগ করেন, তিনি তাঁর তিনটি দোকান বন্ধ করে বাড়ি যান। হঠাৎ খবর পান দোকানগুলি পুড়ছে। বল্লভপুর পুলিশ আউটপোস্টে লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন, তাঁর দোকানগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে। এক বছর আগেও একই ভাবে তাঁর দোকান পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
|
শিশুদিবস উপলক্ষে সম্প্রতি দুর্গাপুরের একটি বেসরকারি স্কুলে প্রদর্শনীর আয়োজন করা হয়। ছিল যেমন খুশি সাজো প্রতিযোগিতা। স্কুলের প্রায় দেড় হাজার পড়ুয়া অনুষ্ঠানে যোগ দেয় বলে জানান স্কুলের অধ্যক্ষ সুব্রত চট্টোপাধ্যায়।
|
কাটোয়া
শ্রী শ্রীনিবাস আচার্য্য প্রভুর তিরোভাব মহোৎসব উপলক্ষে লীলা কীর্তন।
যাজিগ্রাম। সকাল ১০টা। উদ্যোগ: বংশধর ও শ্রীপাটের সেবাইতগণ।
দুর্গাপুর
সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতা। গ্যামন ব্রিজ মাঠ। বিকাল ৩টা।
উদ্যোগ: দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা।
হিরাপুর
ফুটবল প্রতিযোগিতা। বড়থল মাঠ। দুপুর ২টা। |